Pushpa ঝুঁকেগা নেহি, সিনেমা দেখেই মাতোয়ারা হয়ে লাল চন্দন পাচারের ব্যবসায় এই ব্যাক্তি

“পুস্পা ঝুঁকেগা নেহি” হার্টথ্রব অভিনেতা ( Pushpa ) আল্লু অর্জুনের নতুন তেলেগু ছবিতে মেতেছে দেশবাসী। সুন্দর দৃশ্য, সংলাপ এবং অসাধারণ অভিনয়ের মাধ্যমেই মানুষের মন কেড়েছে এই নতুন তেলেগু ছবি। ভারতীয় চলচিত্রের ইতিহাসে চোরাচালান নিয়ে আগেও অনেক ছবি হয়েছে। কিন্তু সেই পরিসরের বাইরে বেরিয়ে নিজেকে এক অন্যতম স্থানে প্রতিষ্ঠা করতে সফল হয়েছে এই ছবি।
মুলত অন্ধ্রপ্রদেশের সেসাচালাম পাহাড়ের লাল চন্দনের ( Pushpa ) চোরাচালানের উপর ভিত্তি করেই তৈরি ছবির প্রেক্ষাপট। অ্যাকশন, রোমান্সের ভরপুর এই ছবি তাঁর অডিয়েন্সের মনে প্রভাব ফেলতে সফল হয়েছে ভীষণভাবে। সেই কারণেই হয় তো সামাজিক মাধ্যমে “পুস্পা” ছবির নানা গানের লাইনের সঙ্গে কোমর দোলাতে দেখা যাচ্ছে নব প্রজন্মকে। বলা বাহুল্য, শুধুই যে নব প্রজন্ম এমনটা মোটেই নয়, ছবির প্রভাব ( Pushpa ) পড়েছে বেশ কয়েক বয়স্কদের মধ্যেও। অভিনেতা, অভিনেত্রী কিংবা কোনও সাধারণ মানুষ সকলকেই দেখা যাচ্ছে সিনেমার নানা গানে রিল বানাতে। যা থেকে এই ধারণা খুবই সুস্পষ্ট যে, মানুষের মনে প্রভাব বিস্তার করতে বেশ সফল হয়েছে এই ছবি।
উল্লেখ্য, যে কোনও সুপারহিট চলচিত্রই মানুষের মনে একটা গভীর ছাপ ফেলে ঠিকই। কিন্তু কোনও কোনও সময় আবার এই ছাপ মানুষকে ( Pushpa ) ঠেলে দিতে পারে বিপদের দিকে। আর এমনটাই ঘটেছে ব্যাঙ্গালুরুতে। “পুস্পা” চলচিত্র দ্বারা অনুপ্রাণিত হয়ে লাল চন্দনের চোরাচালানে নেমে পড়ে এক ব্যাক্তি। ছবির দৃশ্য নকল করেই চেষ্টা করে চোরাচালান। কিন্তু শেষে তীরে এসেই নৌডুবি হয়ে পড়ে সেই ব্যাক্তি।
আরও পড়ুন…Amitabh Bachchan: ক্রোড়পতিকে বিক্রি করতে হল সম্পত্তি, কানাঘুষো শুরু বলিমহলে
মূলত, এই তেলেগু ছবি দেখে ভীষণ ভাবে অনুপ্রাণিত হয়ে পড়ে ব্যাঙ্গালুরুর এক ট্রাক চালক। সিনেমার মতোই বেছে নেন বিপদজনক ও আইন বিরোধী পথ। স্বপ্ন দেখেন সিনেমার মতোই পুলিশের চোখকে ফাঁকি দিয়ে লাল চন্দনের চোরাচালান করে মুনাফা লাভ করার। কিন্তু কল্পনা ও বাস্তবের মধ্যে রয়েছে লক্ষ যোজন দুরত্ব। ( Pushpa ) ইয়াসিন নৈনিতুল্লাহ নামে এই ব্যাক্তি কর্ণাটক-অন্ধ্রপ্রদেশের সীমানা হয়ে মহারাষ্ট্রে লালচন্দন কাঠ পাচারের পরিকল্পনা করেন। তার পরিকল্পনা ছুঁয়ে ফেলেছিল সফলতা। কিন্তু শেষে তীরে এসে নৌডুবি হল ইয়াসিন। মহারাষ্ট্র সীমানার মধ্যে প্রবেশের পরই মিরাজ নগরের গান্ধী চকে পুলিশ আটক করে তার গাড়ি। ২.৪৫ কোটি টাকার লালচন্দন কাঠ সহকারে ধরা পড়ে পুলিশের হাতে পাকড়াও হয় ইয়াসিন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে মহারাষ্ট্রের সাংলি জেলার পুলিশ সুপার তরফে জানানো হয়েছে, “আগেভাগেই এই চোরাচালানের ( Pushpa ) সঠিক তথ্য পাওয়া গিয়েছিল। সেই তথ্যের ভিত্তিতেই বনকর্মকর্তাদের সঙ্গে যৌথ অভিযান চালানো হয় মহারাষ্ট্র পুলিশ দ্বারা। সেই অভিযানের মাধ্যমে আটক করা হয় ২.৪৫ কোটি টাকা লালচন্দনে ভর্তি একটি ট্রাক। সঙ্গে গ্রেফতার করা হয় গাড়ির চালককেও।”