Marriageable age: বিবাহের ন্যূনতম বয়সসীমার বৃদ্ধি, ১৮ নয় ২১ হলেই সম্ভব বিবাহযোগ

১৮ নাকি ২১- মেয়েদের(Woman) বিয়ের(Marriage) ন্যূনতম(Minimum) বয়স(Age) কত হওয়া উচিত? এই মতানৈক্য নিয়ে বেশ খানিকটা সময় ধরেই চলছিল আলোচনা। গত বছর স্বাধীনতা দিবসের(Independence Day) দিন দেশের উদ্দেশ্যে ভাষণ(Speech) দেওয়া সময় এই বিষয়টিকে তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi) এবং জানান খুব শীঘ্রই সরকার(Goverment) এই নিয়ে একটি মতামত পেশ করবে। এরপর বুধবার কেন্দ্রীয় মন্ত্রীসভায় পাশ হয় যে, মেয়েদের বিয়ের ন্যূনতম ১৮ থেকে বাড়িয়ে ২১ বছর হওয়া উচিত।

এদিন জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী(Prime Minister) নরেন্দ্র মোদী(Narendra Modi) বলেছিলেন, “মেয়েদের বিবাহের সঠিক বয়স কত হওয়া উচিত, তা নিয়ে শলাপরামর্শ চলছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সচেতন মহিলারা আমাকে চিঠি পাঠিয়েছেন। এই বিষয়ে দ্রুত সিধান্ত নেওয়ার অনুরোধ করেন তাঁরা। অনেকে প্রশ্ন করেছেন, কমিটির রিপোর্ট এখনও আসেনি কেন? আমি তাঁদের সকলকে আশ্বস্ত কোর্টে চাই যে, রিপোর্ট আসার সঙ্গে সঙ্গেই সরকার খুব শীঘ্রই এই বিষয়ে পদক্ষেপ নেবে।” পাশপাশি, তিনি আরও বলেন, “সরকার দেশের মেয়েদের স্বাস্থ্য নিয়ে খুবই উদ্বিগ্ন। তাঁদেরকে(বিবাহ করতে ইচ্ছুক) অপুষ্টি থেকে রক্ষা করতে সঠিক বয়সেই বিয়ে দেওয়া প্রয়োজন”।

মেয়ে,বিবাহ ন্যূনতম বয়স,নারী ও শিশুকল্যাণ মন্ত্রক,Woman and child Development,Law,Union Cabinet,Jaya Jaitly,Bengali News,News,Union Cabinet News,Marriageable Age,Marriageable Age for women,PM Modi,নরেন্দ্র মোদী,বিবাহযোগ্য বয়স,বিবাহের ন্যূনতম বয়সসীমা,মেয়েদের ক্ষেত্রে বিবাহের ন্যূনতম বয়সসীমা,বাংলা খবর,ক্যাবিনেট,মন্ত্রীসভা,আইন মন্ত্রালয়,স্বাস্থ্য সুরক্ষা,মহিলাদের স্বাস্থ্য সুরক্ষা,প্রথম গর্ভধারণ,মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স কত?,Pregnancy,pregnent,Marriage,Minimum Age of Marriage

উল্লেখ্য, বর্তমানে দেশে বিবাহের ন্যূনতম বয়সসীমা পুরুষদের ক্ষেত্রে ২১ ও মহিলাদের ক্ষেত্রে ১৮। এই দুইয়ের ফারাক ঘোচানোর দাবি আগেভাগেই তোলা হয়েছিল। রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে নারী ও শিশুকল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি জানিয়েছিলেন, ওই বয়স কত হওয়া উচিত তা পর্যালোচনা করার জন্য একটি টাস্ক ফোর্স তৈরি করেছে কেন্দ্র। বিয়ে এবং মাতৃত্বের সময়ের গড় ব্যবধান, এই দুইয়ের সঙ্গে স্বাস্থ্য ও পুষ্টির যোগ, জন্মের সময় শিশু ও মায়ের মৃত্যুর হাড়, সন্তানধারণ ক্ষমতা ইত্যাদি বিষয় বিবেচনা করে রিপোর্ট পেশ করবে কমিটি।

আরও পড়ুন…..Hindu Marriage – শীত মানেই বিয়ের ধুম! তবে পৌষমাসে বিবাহ হিন্দুমতে অশুভ, রইল নিয়মের পিছনের সত্যি

প্রসঙ্গত, জয়া জেটলির নেতৃত্বে এই টাস্ক ফোর্সটি গঠন করা হয়েছিল। এই টাস্ক ফোর্সের সদস্য ছিল সরকারের শীর্ষ বিভাগীয় মন্ত্রকের মন্ত্রী ও আধিকারিকগণ। মূলত, নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষা উদ্দেশ্যে গঠিত হয় এই টাস্ক ফোর্সটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণের পর এই টাস্ক ফোর্সের ঘাড়ে মহিলাদের বিবাহের ন্যূনতম বয়সসীমা নির্ধারণের একটি গুরুদায়িত্ব এসে পড়ে। টাস্ক ফোর্স স্পষ্টভাবে জানিয়ে দেয়, “একজন মহিলার প্রথম গর্ভধারণকালীন বয়স ২১ বছর হওয়া বাধ্যতামূলক।” আর মেয়েদের বয়সের ন্যূনতম বয়সসীমা ১৮ বছরের পরিবর্তে যদি ২১ বছর করে দেওয়া হয় তাহলে তার ফলে পরিবার ও সমাজের ক্ষেত্রে আর্থিক, সামাজিক ও স্বাস্থ্যের দিক থেকে একটি ইতিবাচক প্রভাব পড়বে।




Back to top button