হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী ! শারীরিক অবনতির কারণ জানালেন অভিনেতার পুত্র মিমো

অনীশ দে, কলকাতা: মিঠুন চক্রবর্তী একমাত্র বাঙালি যিনি এক সময় বলিউডে সুপারস্টার তকমা পেয়েছিলেন। সম্প্রতি তার অসুস্থতার কথা ছড়িয়ে পড়ে সারা সোশ্যাল মিডিয়াতে আর তার পরেই শুরু হয় শোরগোল। বিজেপি নেতা সঞ্জয় সিংয়ের পোস্টে প্রথম এই খবর সামনে আসে। শনিবার এই ঘটনা সামনে আসতেই তার ভক্তরা আরোগ্য কামনা করে। অভিনেতার হাসপাতালের বেডে থাকা এক ছবি নেট পড়ায় ভাইরাল হতেই সবার মনে একটিই প্রশ্ন, মিঠুন এখন কেমন আছেন?

এই প্রশ্নের জবাব দিয়েছেন মিঠুন পুত্র মিমো চক্রবর্তী। তিনি জানান এই মুহূর্তে মিঠুন অনেক ভালো আছেন। জ্বর ছাড়া অন্যান্য উপসর্গের জন্য তাকে ব্যাঙ্গালোরের এক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু এই মুহূর্তে তার স্বাস্থ্যের উন্নতি ঘটেছে। মূলত কিডনিতে পাথর জমায় মিঠুনের শরীরের অবনতি ঘটে। এই মুহূর্তে তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। বাড়ি ফিরে আসার পরে বিজেপির জাতীয় সচিব অনুপম হাজরা একটি টুইট করেন যেখানে তিনি মিঠুনের সুস্থতা কামনা করেছেন।

২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে পাকাপাকি ভাবে বিজেপিতে যোগ দেন মিঠুন। এমনকি বিধানসভা নির্বাচনে বিজেপির অন্যতম প্রচারের মুখ ছিলেন মিঠুন। তার আগে পর্যন্ত মিঠুনকে মমতা দরদী হিসেবেই চিনত সবাই। রোস ভ্যালি কাণ্ডে মিঠুনের নাম জড়ানোর পরেই রাজনীতি থেকে বিদায় নেন তিনি। মৃণাল সেনের হাত ধরে ঘটে সিনেমায় অভিষেক। এরপরে মুম্বাইতে গিয়ে নিজেকে ধীরে ধীরে প্রতিষ্ঠিত করেছেন তিনি।
আরও পড়ুন:ফের ঘর আলো হবে কোহলী পরিবারের, তবে আবার কী ছোট্ট শিশুর ডাক শুনবেন Anushka Sharma?
এমনকি শুধু অভিনয় নয়, ব্যবসাতেও নাম করেছেন মিঠুন। পাহাড়ে তার হোটেলের ব্যবসা বহুল প্রচারিত। বাংলার দাদা মিঠুন চক্রবর্তীকে শেষবার দেখা যায় আমাজন প্রাইম ভিডিওর বেস্টসেলার ওয়েব সিরিজটিতে। এই সিরিজে মিঠুন পাশাপাশি কাজ করেছেন কামাল হাসান কন্যা শ্রুতি হাসান, অর্জন বাজ্বা, সোনালী কুলকার্নি প্রমুখ।
আরও পড়ুন:পুলিশ একেবারেই অসফল! গত ৪ বছরে নাকি বহুগুন বেড়েছে চুরি-ছিনতাই
মিঠুনের শেষ ছবি কাশ্মীর ফাইলস বলিউডের অন্যতম সফল ছবির তকমা পেয়েছে। এই ছবিতে মিঠুনকে এক সরকারি আধিকারিকের ভূমিকায় অভিনয় করতে দেখা যায়। বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই ছবির প্রচারের সময় কাশ্মীরি পণ্ডিতদের যন্ত্রণার কথা বলতে গিয়ে একাধিকবার আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন মিঠুন। ছবিতে মিঠুনের পাশাপাশি অনুপম খের, দর্শন কুমারের অভিনয় মন কেড়েছে তামাম দর্শক কূলের।




Leave a Reply

Back to top button