Modi’s Account Hacked: ‘ফ্রিতে বিটকয়েন দেবে সরকার’, মাঝরাতে মোদীর ট্যুইটারে হানা হ্যাকারদের

হ্যাকারদের হাত থেকে রেহাই পায়নি বিশিষ্ট বিশিষ্ট মানুষেরা। তারা মাঝে মধ্যেই সিস্টেম হ্যাক করে নিয়েছে নামি কোনো ব্যক্তি বা সংস্থার। কেউ হানা দিয়েছে ফেসবুক নির্মাতা মার্ক জাকারবার্গ- এর(Mark Zuckerberg) অ্যাকাউন্টে কেউবা হ্যাক করে নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের(U.S. President Donald Trump) অ্যাকাউন্ট। এবার তাঁরা আরও চমক লাগিয়ে দিল ভারতের প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট হ্যাক করে। নরেন্দ্রমোদীর(PM Narendra Modi) ট্যুইটার অ্যাকাউন্ট আচমকাই হ্যাক হয়ে যায়(Twitter account hacked)। রবিবার ভোর রাত ২টো বেজে ১১মিনিটে তাঁর অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট @narendramodi- তে স্প্যাম ট্যুইটও পোস্ট করা হয়। টুইটের পোস্টে বলা হয়, ‘ভারত আনুষ্ঠানিকভাবে বিটকয়েনকে(Bitcoin) আইনি স্বীকৃতি দিয়েছে। সরকার আনুষ্ঠানিকভাবে ৫০০ BTC কিনেছে এবং তা দেশের সকল নাগরিকের মধ্যে বিতরণ করছে।’

বিটকয়েন কি,নরেন্দ্র মোদীর অ্যাকাউন্ট হ্যাক,মোদীর ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক,হ্যাকাররা হ্যাক করলো,বিটকয়েনের সংজ্ঞা কি,নরেন্দ্র মোদীর ট্যুইটার পোস্ট,What is Bitcoin,Narendra Modi's account hacked,Modi's Twitter account hacked,hackers hacked,what is the definition of Bitcoin,Narendra Modi's Twitter post
ট্যুইটটি দু মিনিটের মধ্যে মুছে ফেলা হয় এবং দ্বিতীয় ট্যুইটটি করা হয় ২.১৪ মিনিটে। যা প্রথম ট্যুইটের মতনই ছিলো। এবং সেটিও মুছে ফেলা হয়। তারমধ্যেই
পিএমওর ট্যুইটার হ্যান্ডেল থেকে একটি পোস্ট হয় যেখানে বলা হয় নরেন্দ্র মোদীর অ্যাকাউন্ট কিছুক্ষনের জন্য হ্যাক করা হয়েছে , যা রিকভার করা হয়েছে পরবর্তীতে। হ্যাক হওয়া সময়ের মধ্যে যেকোনো প্রকার ট্যুইট যেনো এড়িয়ে যায় জনগন।

আরও পড়ুনঃPM NARENDRA MODI: জানুয়ারিতে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, উদ্দেশ্য ‘আজাদি কা অমৃত মহোৎসব’

উল্লেখ্য গত বছর সেপ্টেম্বর মাস নাগাদ নরেন্দ্র মোদীর ব্যক্তিগত ট্যুইটার অ্যাকাউন্ট @narendramodi_in হ্যাক হয়ে যায়।কোভিড-১৯ ত্রাণ তহবিলের জন্য অনুদান হিসাবে বিটকয়েন দাবি করেছিল হ্যাকাররা। অবিলম্বে সেই ট্যুইট গুলো মুছে ফেলা হয়। যদিও বিটকয়েন বা অন্য কোনও ধরনের ক্রিপ্টোকারেন্সি ভারতে এখনও স্বীকৃত নয়।কিন্তু এবছর শেষে হ্যাকাররা মূল অফিসিয়াল অ্যাকাউন্ট হ্যাক করে নিয়ে সেই ক্রিপ্টোকারেন্সিকে কেন্দ্র করে পোস্ট করে।
হ্যাক হওয়ার পর নরেন্দ্র মোদী সতর্কবার্তা দিয়েছিলেন। কিন্তু ইতিমধ্যেই শোরগোল নেট দুনিয়ায়। হ্যাক হওয়া নরেন্দ্র মোদীর অ্যাকাউন্টের ছবি স্ক্রিনশটও শেয়ার হচ্ছে চূড়ান্ত ভাবে। এই ঘটনার ফল স্বরূপ ক্রিপ্টোকারেন্সির উপর নিষেধাজ্ঞা হয়তো মোতায়েন করা হবে বলে অনেকের মতামত। অনেকে বলছেন এর পিছনে বিটকয়েন মাফিয়াদের হাত আছে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্টও হ্যাক হতে পারে সে নিয়ে উদ্বেগ ছড়িয়েছে ভারতবাসীর মধ্যে। সাইবার নিরাপত্তা নিয়ে তাই অনেক বড় প্রশ্ন থেকেই যাচ্ছে জনগণের মনে।




Back to top button