Naxal- মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা, গুলিতে মৃত্যু নকশাল কমান্ডারের
একাধিক হত্যাকান্ডের সঙ্গে যুক্ত ছিল তাঁর নাম। এই হত্যাকারীর মাথার দামই ছিল ৫ লক্ষ টাকা। শুক্রবার সন্ধ্যায় ছত্তিশগড়ের(Chhattisgarh) সুকমা(Sukma) জেলায়(District) পুলিশের(Police) গুলিতে অবশেষে মৃত্যু হয় এই নকশাল(Naxal) কমান্ডারের(Commander)। তাঁর নাম বাস্তা ভীমা(Basta Bheema)। নকশাল(Naxal) বা মাওবাদী(Mao) এমনকি প্রতিরক্ষা(Defence) মহলে তাঁর নামটুকুই যথেষ্ট। সকলে তাঁকে এক নামেই চেনে। এক মারাত্মক হত্যাকারী হিসেবে তাঁর পরিচয়। গতকাল সন্ধ্যায় পুলিশ ও নকশালদের মধ্যে এক গুলিযুদ্ধে মৃত্যু হয় তাঁর। নিরাপত্তা বাহিনীর উপর ৯টি প্রাণঘাতী হামলার সঙ্গে যুক্ত ছিল তাঁর নাম।
উল্লেখ্য, এদিন সন্ধ্যা ৭টা নাগাদ সুকমার তাদমেটলা(Tadmetla) জঙ্গলে যৌথ অভিযান চালায় পুলিশের রিজার্ভ গার্ড(DRG) ও সিআরপিএফ(CRPF)-এর ২০১ এলিট কোবরা(CoBra’s) ব্যাটেলিয়নের(Battalion) একটি যৌথবাহিনী। সুকমা(Sukma) পুলিশ সুপারিনটেনডেন্ট(Superintendent ) সুনীল শর্মা এদিন জানান, “যখন পুলিশ ও সিআরপিএফ-এর টহলদারি দল জঙ্গল ঘেরাও করছিল তখন হটাৎই তাঁদের উপর গুলি চালিয়ে বসে নকশালরা। এই পরিস্থিতিতে নিরপত্তাবাহিনী ও নকশালদের মধ্যে শুরু হয় খানিকের গুলি যুদ্ধ। যার জেরেই মৃত্যু হয় নকশাল কমান্ডার বাস্তা ভীমার।
প্রসঙ্গত, ক্ষণিকের এই সংঘর্ষে মৃত্যু হয় ভীমার। সেই জঙ্গল থেকেই উদ্ধার হয় তাঁর মৃত দেহের। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, একাধিক হামলার সঙ্গে যুক্ত ছিল ভীমা, বহুদিন ধরেই তাঁকে খুঁজছিল নিরাপত্তাবাহিনী। অবশেষে, তাঁকে হাতের নাগালে পায় পুলিশ। ভীমা ২০২০ সালের মিনপা হামলার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিল। সেই হামলার জেরে মৃত্যু হয়েছিল ১৭ জন নিরাপত্তারক্ষীর। এছাড়াও, সেই বছরের নভেম্বর মাসে চিনতালনার এলাকায় একটি বোমা বিস্ফোরণের সঙ্গেও যুক্ত ছিল ভীমা।
আরও পড়ুন…….26/11 – প্রাণ বাজি রেখে লড়েছিলেন মুম্বাই হামলায়, ১৩ বছর পরে আজও হিরো মেজর উন্নীকৃষ্ণন
বহুদিন ধরেও ভীমার খোঁজ চালালেও হাতে নাগালে পায়নি তাঁকে কেউই। অবশেষে এদিন পুলিশের কাছে খবর আসে জঙ্গলে ভীমার উপস্থিতির। নিজেদের বহুদিনের প্রতীক্ষিত পরিকল্পনাকে সাধন করতে যথারীতি বেরিয়ে পড়ে একটি যৌথবাহিনী। যার ফলস্বরূপ তৈরি হয় ক্ষণিকের গুলিযুদ্ধ এবং তাতেই মৃত্যু হয় নকশাল কমান্ডার বাস্তা ভীমার।