সকলের প্রিয় Shaktiman ফিরছে ছোট পর্দায় নতুন রূপে, কবে জেনে নিন

বিদেশের কাছে আছে ব্যাটম্যান, হি- ম্যান,সুপার ম্যান। কিন্তু এই দেশে আছে ছোটদের জন্য শক্তিমান। ৯০ এর দশকের দিনগুলো জিইয়ে রাখতে এখনও সাহায্য করে এই টিভি শো টি। এই শক্তিমানের( Shaktiman ) সাথে মায়ের বকুনি থেকে শুরু করে হোমওয়ার্ক মিস না জানি কতকিছুই না জড়িয়ে আছে।
আসছে ফিরে Shaktiman
৯০ দশকের ছোটদের তথা ভারতের এই সুপারহিরো আবার ফিরছে জেনে খুশিই হবে নেটিজেনরা । এবার পাকাপাকিভাবে আসবে বড়ো পর্দায়( Shaktiman )। সিনেমার আকারে দেখানো হবে এই শো। এই সমস্ত তথ্য পাকাপাকিভাবে সিওর করেছেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ। গত বৃহস্পতিবার রাত্রে তিনি শক্তিমান সিনেমার প্রথম দৃশ্যের সাথে একটি টুইটের মাধ্যমে জানান, “এই বার শক্তিমান আসতে চলেছে বড় পর্দায়। আদপে ট্রিলোজির আকারে তৈরি হবে এই সিনেমা।”
Shaktiman- এর ভুমিকায় কে থাকবে
এই টুইটের পর উঠে এসেছে নানা প্রশ্ন নেটিজেনদের মাঝে। প্রায় সকলেরই প্রথম প্রশ্ন মূখ্য ভূমিকায় অর্থাৎ শক্তিমানের ভূমিকায় কে থাকবেন? দ্বিতীয় প্রশ্ন হিসাবে জিজ্ঞাসা করা হচ্ছে শক্তিমানের ভূমিকায় অভিনয় করা মুকেশ খান্নাকেই কি আবার দেখা যাবে? তবে বিশেষ সূত্রে জানা যাচ্ছে মুকেশ সম্ভবত মুখ্য নন। তার বদলে পর্দায় শক্তিমানের অভিনয় করতে দেখা যাবে ভারতের অন্যতম সুপারস্টারকেই। শক্তিমানের পরিচালকও নাকি বেশ খ্যাতিনামা। মুকেশ খান্না থাকবেন প্রযোজকের ভূমিকায়। এবং এই মুভির প্রধান পরিচালক হিসাবে থাকবে সোনি পিকচার্স। তবে জানা যায়নি শক্তিমানের ভূমিকায় কে থাকবে। অনেকের মতে তিন খানের মধ্যে কেউ অভিনয় করবে এই চরিত্র।
Shaktiman- এর পথচলা
১৯৯৭ সালের ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল শক্তিমানের প্রথম পথ চলা। এই ধারাবাহিক চলেছিল প্রায় আট বছর। এই শোয়ের শেষ এপিসোড দেখানো হয়েছিল ২৭ মার্চ ২০০৫। ৯০ এর দশকে যে সময় শক্তিমান প্রথম পথ চলা শুরু করে সে সময় ভারতে সুপারহিরো এর ব্যাখ্যা কারোর কাছেই সেভাবে স্পষ্ট ছিলনা । শক্তিমান পুজো করতো ওম চিহ্নকে। সেই ৯০ এর ইমোশনই ফিরছে আবারও আরও নতুন রূপে । যেটা দেখার জন্য ভারতীয়রা উৎসুকহয়ে আছেন আরও একবার ।
আরও পড়ুন : corona positive : “প্রিয়জনকে স্পর্শ করতে না পারার কষ্ট আমাকে ভোগাচ্ছে”- টানা ৭৮ বার করোনা পজিটিভ প্রৌঢ়