NRC- রাজনীতির ময়দানে ফের শোরগোল এনআরসি নিয়ে, সংসদে কী জানালেন মন্ত্রী

ফের জাতীয় নাগরিক পঞ্জী(NRC) ও সংশোধিত নাগরিকত্ব আইন(CAA)  নিয়ে সরগরম রাজনীতি(Politics)। এই বিষয়ে একসময় উত্তাল হয়েছিল দেশীয় রাজনীতি, চলেছিল একাধিক আন্দোলন, পথে নেমেছিল নাগরিক সমাজ। এই দুই আইন কার্যকর করতে একাধিক প্রচেষ্টা চালিয়েছিল মোদী সরকার(Modi Government)। কিন্তু তারপরই বিশ্ব জুড়ে(World Wide) হটাৎই করোনার হানা। যার হাত থেকে মুক্তি পায়নি ভারতও। ফলে করোনা(Corona) যুদ্ধের জেরে  ঠাণ্ডা ঘরে ঢুকে যায় জাতীয় নাগরিক পঞ্জী(NRC) ও সংশোধিত নাগরিকত্ব আইন(CAA) কার্যকরের ভাবনা। আর আপাতত তা যে ঠান্ডা ঘরেই থাকবে, এদিন এমনই ইঙ্গিত দিয়ে দেন কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই।

এদিন প্রশ্নোত্তর পর্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেন, “দেশব্যাপী এখনও এনআরসি কার্যকর করার সিধান্ত হয়নি। তবে সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর করার নোটিফিকেশনে ১২ই ডিসেম্বর, ২০১৯-এ প্রকাশিত হয়েছে। ১০ই জানুয়ারি, ২০২০ এই আইন কার্যকর হয়। তাই সিএএ-এর অধীনে যারা যোগ্য তারা ১০ই জানুয়ারি ২০২০-এর পর আবেদন করতে পারবেন।”

NRC,CAA,Parliament Session,Modi Government,Winter Session,Center Decision,ajker bangla khabar,Bengali News,bengali news latest,khabar bangla news,khobor bangla,today news bangla,বাংলা খবর,আজকের বাংলা খবর,বাংলা সংবাদ,এনআরসির খবর,দেশের খবর,এনআরসি ও সিএএ,শীতকালীন অধিবেশন,রাজ্যসভার অধিবেশন,Rajya Sabha,Rajya Sabha Session,Lok Sabha,NRC news,NRC and CAA

প্রসঙ্গত, এক সময়ে এই এনআরসি ও সিএএ আইন কার্যকর করার পরিকল্পনার জেরে দেশ জুড়ে সৃষ্টি হয়েছিল উত্তাল সমুদ্রের। মোদী সরকারের বিরুদ্ধে দেশে নানা প্রান্ত থেকে মানুষ বিরোধী কণ্ঠ তোলে। পথে নেমে দিনের পর দিন চলে আন্দোলন। দেশের বিশিষ্ট ব্যাক্তিদেরও দেখা যায় এই আইনের বিরুদ্ধে কণ্ঠ তুলতে। দেশ জুড়ে মোদী সরকার বিরোধী ঢেউ জেরে আইন কার্যকর করার সিধান্ত থেকে খানিক পিছিয়ে আসে মোদী সরকার। তবে গত বছর থেকে দেশে সিএএ আইন চালু করে দিলেও, এনআরসি আইন কার্যকর করার পরিকল্পনা ধুকিয়ে রাখা আছে ঠাণ্ডা ঘরেই।

NRC,CAA,Parliament Session,Modi Government,Winter Session,Center Decision,ajker bangla khabar,Bengali News,bengali news latest,khabar bangla news,khobor bangla,today news bangla,বাংলা খবর,আজকের বাংলা খবর,বাংলা সংবাদ,এনআরসির খবর,দেশের খবর,এনআরসি ও সিএএ,শীতকালীন অধিবেশন,রাজ্যসভার অধিবেশন,Rajya Sabha,Rajya Sabha Session,Lok Sabha,NRC news,NRC and CAA

উল্লেখ্য, এদিকে উত্তেজনা সংসদ জুড়ে। সোমবার সাসপেন্ড হয়  রাজ্যসভার ১২ জন সাংসদ। এবার সেই সাসপেনশন ইস্যুতেই রাজ্যসভার(House Of Eleders) চেয়ারম্যান(Chairman) বেঙ্কাইয়া নায়ডুর(venkaiah naidu) কাছে দারস্থ হয়েছিল বিরোধী দলগুলি। ১২ জন সাংসদের(MP) সাসপেনশন তোলার দাবি জানায় তাঁরা। কিন্তু মিললো না সমস্যার সমাধান। চেয়ারম্যান ভেঙ্কাইয়া নায়ডু সাফ জানিয়ে দেন, শৃঙ্খলাভঙ্গের জন্য রাজ্যসভার চেয়ারম্যান তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। এমনকি সংসদ নিজেও তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সক্ষম।

আরও পড়ুন……Omicron – আবারও একবার লকডাউনের মুখে মুম্বাই! আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে

সাসপেন্ড ১২ জন সাংসদের হয়ে নেতৃত্ব করছেন কংগ্রেসের মল্লিকার্জুন। এদিন তিনি জানান, আমরা সাসপেনশন তোলার দাবি নিয়ে রাজ্যসভার চেয়ারম্যান দফতরে এসেছি ১২ জন সাংসদদের সাথে। এই ঘটনা ঘটেছিল গত বাদল অধিবেশনে। কিন্তু এখনও কেন সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু বিরোধীদের আবেদন খারিজ করে দেন ভেঙ্কাইয়া। তিনি জানান, গত বাদল অধিবেশনে হই হট্টগোল, বিশৃঙ্খলার স্মৃতি এখনও আমাদের সবাইকে উত্ত্যক্ত করছে। আমি চাইছিলাম এবং অপেক্ষায় ছিলাম গত অধিবেশনে যা হয়েছিল তার জন্য সংসদ ব্যবস্থা নেবে।




Back to top button