Omicron Cases in India: বিয়েবাড়ি পালনে বিদেশ থেকে আসা, ওমিক্রনের কবলে জর্জরিত সপরিবার

করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা নিয়ে সামান্য স্বস্তির নিঃশ্বাস ফেলতে না ফেলতেই দেশবাসীর মনে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে করোনার আর এক নতুন ভ্যারিয়ান্ট (Variant) ওমিক্রন (Omicron)। এবার ওমিক্রনে আক্রান্ত রাজস্থানের (Rajasthan) একই পরিবারের চার জন সদস্য। তবে এটির থেকেও বেশি চিন্তার বিষয় হল, ২৮ নভেম্বর ঐ পরিবারের এই চারজন সদস্যই উপস্থিত ছিলেন রাজস্থানের একটি বিয়েবাড়িতে। জয়পুরে (Jaipur) আয়োজিত সেই বিয়েবাড়িতে উপস্থিত ছিলেন কমপক্ষে ১০০ জন অতিথি। ইতিমধ্যেই বিন্দুমাত্র সময় অপচয় না করে ঐ বিয়েবাড়ির অতিথি তালিকা মিলিয়ে অতিথিদের করোনা পরীক্ষা করানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজস্থান সরকার।
জানা গেছে, রাজস্থানের ঐ পরিবারের চার সদস্য অর্থাৎ এক দম্পতি ও তাঁদের দুই কন্যা ২৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকা (South Africa) থেকে ভারতে আসেন। এই পরিবারের কর্তা ৪৭ বছর বয়সী মুকেশের (Mukesh) বাড়ি জয়পুরের দাদি কা ফটক (Dadi Ka Fatak) এলাকায় এবং তাঁর স্ত্রী-র বয়স ৩৮। দুই মেয়ের একজনের বয়স ১২ এবং অন্য জন ৭। কর্মসূত্রে দক্ষিণ আফ্রিকাতেই থাকেন ভারতীয় মুকেশ। ঘনিষ্ঠ এক আত্মীয়ের বিয়েতে যোগ দিতেই সপরিবারে দেশে ফিরেছিলেন পরিবার নিয়ে। বিমানে ওঠার আগে তিন বার করোনা পরীক্ষাও করানো হয় তাঁদের। প্রত্যেক বারই রিপোর্ট নেগেটিভ আসে। তারপরেও কীভাবে ঐ পরিবারের সকলের শরীরেই করোনার ওমিক্রন রূপের সন্ধান পাওয়া যায় তা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকমহল।
ওমিক্রনের সংক্রমণের দ্রুততা দেখেও কপালে চিন্তার ভাঁজ পড়েছে কেন্দ্রীয়মহল থেকে রাজস্থান সরকার সকলেরই। মুকেশের পরিবারের সংস্পর্শে আসা এক ব্যক্তি এবং ঐ ব্যক্তির সংস্পর্শে আসা চার জন ইতিমধ্যেই ওমিক্রন আক্রান্ত হয়েছেন বলে সূত্রের খবর। সূত্র মারফত বিস্তারিতভাবে জানা যায়, মুকেশ দেশে ফেরার দিনই তাঁর সঙ্গে মুকেশের আদর্শনগরের (Adarshnagar) বাড়িতে দেখা করতে এসেছেন এক ঘন্টা কাটিয়েছিলেন এক আত্মীয়। ১ ডিসেম্বর ঐ ব্যাক্তির অস্ত্রোপচার হওয়ার কথা ছিল এবং সেই সূত্রেই করোনা পরীক্ষা করানো হলে দেখা যায়, তাঁর রিপোর্ট পজিটিভ (Positive) এবং তিনি করোনার ওমিক্রন রূপেই আক্রান্ত। এরপর ওই ব্যক্তির সংস্পর্শে আসা চার জনের শরীরেও একইভাবে ওমিক্রন ভ্যারিয়ান্টের প্রভাব লক্ষ্য করা যায়। এই চারজনের মধ্যে রয়েছে ঐ ব্যক্তির ৭১ বছরের বৃদ্ধ বাবা, ৩৯ বছর বয়সী এক মহিলা, ৪৮ বছরের এক ব্যক্তি এবং ১৬ বছরের এক কিশোরী। জানা গেছে, ১৬ বছরের ঐ কিশোরী ছাড়া বাকিদের সকলেরই করোনার দু’টি করে টিকা ম নেওয়া হয়ে গিয়েছিল।
আরও পড়ুন…..Coronavirus varient Omicron: ফের লকডাউনের মুখে ভারত, সংক্রমণের গতি বাড়াচ্ছে ওমিক্রন
ইতিমধ্যেই দেশেজুড়ে করোনার এই নতুন ভ্যারিয়ান্ট ওমিক্রনে আক্রান্ত রোগীর সংখ্যা ২১। দেশের মধ্যে প্রথম ওমিক্রন আক্রান্ত পাওয়া যায় কর্ণাটকে (Karnataka)। এরপর গুজরাত (Gujrat), দিল্লি (Delhi) এবং রাজস্থান (Rajasthan)। দেশের বিভিন্ন রাজ্যে ধীরে ধীরে ওমিক্রনের থাবায় আতঙ্কিত চিকিৎসা মহল থেকে বিশেষজ্ঞরা। ভারত-সহ একাধিক দেশে (ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র) নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বিমানে আগত যাত্রীদের জন্য। তবে বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী, করোনার এই নতুন ভ্যারিয়ান্ট ওমিক্রন নিয়ে পর্যাপ্ত তথ্য এখনও তারা পাননি। ফলে ফের বিশ্বব্যাপী উদ্বেগের কারণ হয়ে উঠেছে করোনার এই নতুন ভ্যারিয়ান্ট ওমিক্রন।