omicron: এ যেন এক বাঘবন্দি খেলা, ওমিক্রনের মাঝেই চলছে নির্বাচনের প্রস্তুতি

প্রত্যুষা সরকার, কলকাতা: ২০১৯ সাল। বছরটা প্রায় শেষের দিকেই ছিল। হঠাৎই এক অজানা আতঙ্কে পাল্টে গেল গোটা পৃথিবী। সুন্দর গোছালো পৃথিবীটা হঠাৎ কেমন অগোছালো হয়ে গেল। সেই আতঙ্কেরই নাম কোভিড ১৯, করোনা ভাইরাস । বন্ধ হলো বাড়ির বাইরে বেরোনো।  বন্ধ হলো অফিস, স্কুল, কলেজ থেকে শুরু করে বাজার, দোকান লোকের কর্মসংস্থান।  সবার মুখেই উঠল মাস্ক। মানুষ হারাল তার কাছের মানুষদের । প্রায় এক বছর পর মানুষ বেরোতে পারল বাড়ি থেকে তবে না সেই আগের মত প্রাণ খুলে নিশ্বাস নেয়া, না সবার সাথে মেশা কোনোটাই আর আগের মত ছিল না। তারও এক বছর পর মানুষকে স্বস্তির দিয়ে আসলো ভ্যাকসিন। খুলল অফিস, স্কুল, কলেজ। তবে আতঙ্ক কাটেনি এখনও।

ভারত,করোনা,অমিক্রণ,আতঙ্ক,ভাইরাস,নির্বাচন,তামিনাড়ু,কেরালা,পুদুচেরি,আসাম,পশ্চিমবঙ্গ,নির্বাচন কমিশন,মাস্ক,সোশ্যাল ডিসটেন্সিং,নতুন ভেরিয়েন্ট,আক্রান্ত,মুম্বাই,দিল্লি,পাঞ্জাব,কারফিউ,সাগর বৈঠক,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,বিরোধী পক্ষ,India,Corona,Amicran,Panic,Virus,Election,Taminaru,Kerala,Pondicherry,Assam,West Bengal,Election Commission,Mask,Social Distinguishing,New Variant,Affected,Mumbai,Delhi,Punjab,Curfew,Sea Meeting,CM Mamata Banerjee,Opposition,সম্প্রতি ভারতে কতজন অমিক্রণ আক্রান্ত হয়েছেন?,কোন কোন রাজ্যে নির্বাচন হবে?,রাজ্যগুলিতে নির্বাচনের তারিখ কবে নির্ধারিত হয়েছে ?,দিল্লিতে ওমিক্রন সংক্রামক রুখতে কি পদক্ষেপ নেওয়া হয়েছে ?,পশ্চিমবঙ্গে কত দফায় নির্বাচনের কথা ঘোষণা করেছে ?,এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে কতজন অমিক্রণে আক্রান্ত হয়েছেন ? দিল্লিতে কখন নাইট কার্ফু ডাকা হয়েছে?,দিল্লি সাথে আর কোন রাজ্যে কারফিউ ডাকা হয়েছে ?,How many people in India have been infected with measles recently?,In which states will elections be held ?,When has the date of elections been fixed in the states?,What steps have been taken to prevent Omicron contagion in Delhi?,West Bengal has announced elections in how many phases?,How many people in West Bengal have been affected by amikrana so far? When was the night curfew called in Delhi?,Curfew imposed in any other state along with Delhi?

সব কিছুই যখন আবার একটু একটু করে স্বাভাবিক হচ্ছিল তখনই আবার বেড়িয়ে আসল ভাইরাসের এক নতুন রুপ।  করোনা ভাইরাসের নতুন স্ট্রেন ওমিক্রন। এই ভাইরাসে দেশি ইতিমধ্যেই আক্রান্ত হয়েছে ৭৮১। বুধবারই আক্রান্ত সংখ্যা  ১৩৫। দেশের বিভিন্ন রাজ্যে কম বেশি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বেশ কিছু মানুষ। ছোট থেকে বড় কাউকেই ছাড়ছে না এই ভাইরাস। এরই মধ্যে দেশের ৫ রাজ্যের ভোটের তারিখ ঘোষণা করেছেন ভারতের নির্বাচন কমিশন। তামিলনাড়ু ৫৫ হাজার ৬১৬টি  এবং কেরলের ২১ হাজার বুথে নির্বাচনের তারিখ ১৬ মে।  পুদুচেরি ৬ মে , আসামের ২ দফার নির্বাচন ৪ এপ্রিল এবং ১১ এপ্রিল , পশ্চিমবঙ্গের ৬ দফায় নির্বাচনের কথা বিজ্ঞপ্তি জারি করেছেন নির্বাচন কমিশন।

আরও পড়ুন……..Omicron Update: ওমিক্রন দাবানলের মধ্যেই টান পড়লো টিকার ভাঁড়ারে

স্বাভাবিকভাবেই ভোটের আগে চলছে নানা রকম র‍্যালি, সভা, বৈঠক। জমছে হাজার হাজার মানুষের ভিড়। তাদের মধ্যে বেশিরভাগ মানুষের মুখে নেই মাস্ক, নেই সোশ্যাল ডিসটেন্সিং । বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। দেশে আক্রান্ত এর মধ্যে ৫০ % আক্রান্ত হয়েছে দিল্লি এবং মুম্বাইতে। বুধবার ২ রাজ্য থেকেই শোনা গেছে একজনের মৃত্যুর খবর। এই পরিস্থিতিতে দিল্লি সরকারের তরফে নেওয়া হয়েছে একটি পদক্ষেপ। গত সোমবার ২৭  ডিসেম্বর থেকে দিল্লিতে চালু হয়েছে নাইট কারফিউ।  রাত ১১টা থেকে ভোর ৫ টা পর্যন্ত চলবে এই কারফিউ। একইসাথে কর্নাটকে মঙ্গলবার  ২৮ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত রাত ১০  থেকে ভোর ৫ টা পর্যন্ত কারফিউ চলবে বলে জানিয়েছে বেঙ্গালুরু পুলিশ কমিশনার কমল পান্ত। তবে মহারাষ্ট্রে অমিক্রণের বাড়ন্ত




Back to top button