Omicron- চওড়া হচ্ছে ওমিক্রনের থাবা, তবে কী শেষ রক্ষা হল না তৃতীয় ঢেউয়ের হাত থেকে

দেশ তথা বিশ্ব জুড়ে উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রন(Omicron)। সুদূর আফ্রিকা(Africa) মহাদেশ পেরিয়ে কিছুদিন আগেই ভারতে(India) ঢুকে পড়ে এই মারণ ভাইরাস(Virus)। করোনার দ্বিতীয় ঢেউয়ে(Second Wave) স্বজন হারিয়েছেন বহু মানুষ। দ্বিতীয় ঢেউ পেরিয়ে চিকিৎসক মহল(Health Department) যখন চিন্তিত করোনার আসন্ন তৃতীয় ঢেউ(Third Wave) নিয়ে তখনই নতুন রূপে নতুন পরিচয়ে আগমন হল করোনার নয়া ভ্যারিয়েন্টের(Corona New Variant)। ইতিমধ্যে, গতকালই ব্যাঙ্গালুরুর পর করোনার নয়া ভ্যারিয়েন্টে আক্রান্তের সন্ধান মেলে গুজরাত লাগোয়া জামনগর এবং মুম্বাই লাগোয়া কল্যাণ-ডোম্বিভলীতে। দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়ে যায় চার।

এমতাবস্থায় আজ আবার তানজানিয়া থেকে দিল্লি আগত একজন যাত্রীর মধ্যে করোনার এই নয়া স্ট্রেনের সন্ধান মিলেছে। আপাতত, তাঁকে দিল্লির লোক নায়ক জয় প্রকাশ(Lok Nayak JayPrakash) হাসপাতালে(Hospital) ভর্তি করা হয়েছে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক পিটিআই-এর এক আধিকারিক সূত্রে জানা গিয়েছে, ১২টি নমুনা পাঠানো হয়েছিল জাতীয় রোগ নিয়ন্ত্রক বিভাগে, যার মধ্যে এখনও পর্যন্ত একজনের মধ্যে ওমিক্রন ভ্যারিয়েন্টের অস্তিত্ব পাওয়া গেছে।

বাংলা খবর,খবর,ওমিক্রন,ভাইরাস,করোনা,করোনা ভাইরাস,অতিমারি,নয়া ভ্যারিয়েন্ট,করোনার খবর,অতিমারির খবর,ওমিক্রনের খবর,করোনার নয়া স্ট্রেন,করোনা অতিমারি,ভারত,তৃতীয় ঢেউ,তাহলে কি ওমিক্রনই আনতে চলেছে তৃতীয় ঢেউ,ওমিক্রন ভাইরাস,Bengali News,News,Omicron,Virus,Corona,Corona Virus,Pandemic,New Variant,Corona news,Pandemic News,Corona Second Wave,Corona Third Wave,Corona Pandemic,Omicron News

উল্লেখ্য, ভারতে ওমিক্রনে প্রথম আক্রান্তের সন্ধান মেলে কর্ণাটকে(Karnataka), এরপর গতকাল মুম্বাই(Mumbai) ও গুজরাতে(Gujarat) দুই ব্যাক্তির করোনা আক্রান্ত হওয়ার খবর সর্বসম্মুখে আসে। এই পরিস্থিতিতে উত্তেজনা বাড়িয়ে আজ আবার নতুন একজনের ওমিক্রনে(Omicron) আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। ধীরে ধীরে বৃদ্ধি পাওয়া এই ওমিক্রন কি তাহলে ভারতে করোনা তৃতীয় ঢেউকে স্বাগতম জানাবে?

আরও পড়ুন……Omicron variant:বাড়ছে ওমিক্রন আতঙ্ক, বেঙ্গালুরুতে খোঁজ মিলছে না ১০ বিদেশির, দিল্লিতে বাড়ছে সম্ভাব্য আক্রান্ত

বিশেষজ্ঞদের মতে, করোনার এই নয়া ভ্যারিয়েন্টের শরীরে ৩০ ধরণের স্পাইক প্রোটিনের(Spike Protein) পরিব্যাক্তি(Mutation) দেখা গেছে। এছাড়াও আরও ২০ ধরণের স্পাইক প্রোটিন এই স্ট্রেনের মধ্যে উপস্থিত। যার জেরে এই স্ট্রেনটির মধ্যে দ্রুত সংক্রমণ ঘটানোর ক্ষমতা দেখা গিয়েছে। যা বেশ উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করছে চিকিৎসক মহলে। এমতাবস্থায় সঠিক করোনাবিধি পালনের মাধ্যমেই তৃতীয় ঢেউকে রুখে দেওয়া যেতে পারে বলে মত বিশেষজ্ঞদের। দ্বিতীয় ঢেউয়ের(Second Wave) ভয়ঙ্কর পরিণতির সঙ্গে যথারীতি পরিচিত ভারতবাসী(Indians)। অক্সিজেনের অভাব, অধিক সংক্রমণ এবং অবশেষে আকাশছোঁয়া মৃত্যুর সংখ্যা ভারতে তৈরি করেছিল এক উত্তাল সমুদ্রের। আর যার ঢেউয়ে পড়ে নৌকাডুবি হয়েছে বহু মানুষজন, স্বজন হারিয়েছেন অনেকে। বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতিতে ভারতে ওমিক্রনের(Omicron) সংক্রমণ রুখতে পুনরায় ফিরিয়ে আনতে হবে কড়া করোনাবিধি(Covid Guidelines)। সর্বক্ষণ নিজেকের বেঁধে রাখতে হবে মাস্ক(Musk), স্যানিটাইজারে(Sanitizer) সুরক্ষার মধ্যে। সঠিক ভাবে করোনাবিধি পালনই রুখতে পারে তৃতীয় ঢেউকে(Third Wave)।




Back to top button