Online Dating app : ‘টাইম পাস’ নয়, অতিমারি আবহে অর্ধেক মানুষই চান খাঁটি প্রেম! বলছে সমীক্ষা

করোনার আগমনে বদলে গেছে অনেক কিছুই। সম্পর্ক থেকে খাদ্যাভ্যাস, নিউ নরম্যালের যুগে আমূল বদলে গেছে প্রায় সবটাই। করোনা-পূর্ব সময়ে যে অনলাইন অ্যাপের দৌলতে যে ‘ক্যাজুয়াল ডেটিং’-এর অভ্যাস গড়ে ওঠে, তা প্রায় ভুলতে বসেছে জেন-ওয়াই। সত্যিকারের মানুষের সঙ্গে থাকার চাহিদায় সম্পর্কে ‘সিরিয়াসনেস’ খুঁজতে শুরু করছে অধিকাংশ নাগরিক( online dating app )।

Online dating app

অনলাইন জগতের সময় কাটানোর সঙ্গীর খোঁজ ছেড়েছেন অনেকে

মহিলা-নির্ভর ডেটিং অ্যাপ ‘বাম্বল’-এর করা নয়া সমীক্ষার ফলাফলে চমকে উঠেছেন অনেকেই। করোনার দ্বিতীয় ঢেউয়ের পরবর্তী সময়ে আর ‘ক্যাজুয়াল’ না, সিরিয়াস সম্পর্কের খোঁজে নাকি নেমে পড়েছেন অধিকাংশ যুবক-যুবতী। অনলাইন জগতের সময় কাটানোর সঙ্গীর খোঁজ ছেড়েছেন নেটিজেনরা। বদলে আগের চেয়েও অনেক বেশি সৎ প্রত্যেকে। এমন কি ভারতের ‘সিঙ্গল’ নাগরিকদের প্রায় ৪৬%-ই নাকি সত্যিই প্রেমের সম্পর্কে জড়াতে চাইছেন উল্টোদিকের মানুষটির সঙ্গে। পাশাপাশি চেন্নাই, নিউ দিল্লি, বেঙ্গালুরু ও হায়দ্রাবাদের প্রতি ৫ অবিবাহিতের মধ্যে একজন চাইছেন বিয়েটাই সেরে ফেলতে!

সমীক্ষা যা বলছে এই ডেটিংয়ের নয়া পদ্ধতিকে

সমীক্ষানুযায়ী, লকডাউন উঠে যাওয়ার কারণে প্রায় ৩৩% নাগরিক ডেটিং নিয়ে বেশ আশাবাদী। সিঙ্গল নেটিজেনদের প্রায় ৩৩% সঙ্গী বা সঙ্গিনী খুঁজে নেওয়ার ক্ষেত্রে ভিডিয়ো কলকে গুরুত্ব দেওয়ার পক্ষপাতী। করোনা এবং বিশ্বায়নের অনিবার্য ফলস্বরূপ এসেছে এই ডেটিংয়ের অভ্যাস। সমাজ বিজ্ঞানীদের মতে, এই অনলাইন অভ্যাস এত সহজে যাওয়ার নয়। অনলাইনে অ্যাপে ডেটিংয়ের ক্ষেত্রে সঙ্গী বা সঙ্গিনীর মধ্যে মতের মিল এবং দায়িত্বশীলতার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার খোঁজও করছেন নেটিজেনরা, খবর সমীক্ষক সূত্রে।

Online dating appঅনলাইন ডেটিং ডিজিটাল গন্ডি ছাড়িয়ে এখন অফলাইনে

সার্ভের তথ্যানুযায়ী, টিকাকরণের ফলে অনলাইন প্ল্যাটফর্ম ছেড়ে সরাসরি সাক্ষাতের দিকে এগোচ্ছেন অনেকেই। আদর্শ ডেট হিসেবে লং ড্রাইভ, রেস্তোরাঁয় ডিনার, ক্যাফের আড্ডা বা একসাথে সিনেমা দেখতে যাওয়াকে বেছে নিচ্ছেন অনেকেই। ডেটে গিয়ে প্রায় ৮৫% নাগরিক ফুরফুরে মেজাজে এবং সৎভাবে নিজেকে মেলে ধরতে পেরেছেন, সমীক্ষকদের মতে এমনই। পাশাপাশি প্রায় ৪৬%-এর মধ্যে দেখা গেছে রোম্যান্টিক আদবকায়দা, যা সম্পর্ক শুরুর ক্ষেত্রে আদর্শ।অনলাইন ডেটিং যে ডিজিটাল গন্ডি ছেড়ে ক্রমশ অফলাইনে বাস্তবে নেমে আসছে, তাতে খুশি নেটিজেনরা। নব প্রজন্মের অধিকাংশের মতে, হাজার হোক, হাতে হাত ধরে সময় কাটানো বা হাঁটু মুড়ে গোলাপ দেওয়াটা তো আর অনলাইন মাধ্যমে সম্ভব না!

আরও পড়ুন : Malda : পৈশাচিকতার শিকার আরও এক, পুজো দেখে ফেরার পথে ধর্ষণ নবম শ্রেণীর এক ছাত্রীকে




Leave a Reply

Back to top button