Indian Citizenship: সংসদের আবহাওয়ায় ফের সিএএ, পাকিস্তানে বাড়ছে ভারতীয় নাগরিকত্ব গ্রহণের প্রবণতা

গত মাসে একটি সমীক্ষা হতবাক করে দেয় সকল দেশবাসীকে(Indians)। জানা যায়, বিগত পাঁচ বছরে ৫ লক্ষেরও বেশি ভারতীয়(Indian) এই দেশের নাগরিকত্ব(Citizenship) ছেড়ে অন্য দেশে পাড়ি দিয়েছে। তথ্যটি প্রকাশের সাথে সাথেই মোদী সরকারের(Modi Government) দিকে বর্ষে যায় একধিক অভিযোগের তির। এমতাবস্থায়, এদিন আরও একটি অবাক করে দেওয়া সমীক্ষা উঠে এলো স্বরাষ্ট্রমন্ত্রক তরফে।

এদিন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী(Union Minister of State of Home Affairs) নিত্যানন্দ রাই(Nityanand Rai) জানালেন, বিগত পাঁচ বছরে মোট ১০ হাজারেরও বেশি বিদেশী(Foreigners) ভারতে নাগরিকত্বের(Indian Citizenship) জন্য আবেদন করেছে। তার মধ্যে ৭০ শতাংশ বা বলা চলে ৭ হাজারেরও বেশি পাকিস্তানের নাগরিক। এই সকল আবেদনগুলি আপাতত স্থগিত পর্যায়ে রয়েছে। একটি সরকারি সমীক্ষা মাধ্যমে এই তথ্য সংসদের(Parliament) সকলের সামনে তুলে ধরেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি আরও জানান, সমীক্ষানুযায়ী, ভারতে নাগরিকত্ব আবেদনে শীর্ষে পাকিস্তানের(Pakistan) পরই রয়েছে আফগানিস্তানের নাম। আফগানিস্তানের বাসিন্দা ও উদ্বাস্তু-সহ মোট ১৫৮০ জন ভারতে নাগরিকত্বের জন্য আবেদন করেছে। প্রসঙ্গত, বিগত কয়েক মাস ধরেই উথালপাথাল হয়ে রয়েছে আফগানিস্তানের নাগরিক জীবন। নতুন করে তালিবান(Taliban)-দের উত্থানের জেরে প্রাণ সংশয়ে ভুগছে আফগানিস্তানবাসীরা। এই পরিস্থিতি বহু আফগানিস্তানী(Afghanistan) নাগরিকই প্রাণ হাতে করে তালিবানদের কবল থেকে মুক্ত হতে শরণার্থী হয়ে চলে আসে ভারতে। এবং এখানে এসে বারংবার নাগরিকত্বের জন্য অনুরোধ করে বসে সরকারের কাছে।

Pakistan,CAA,NRC,Home Affairs,Minister,Indian Citizenship,ভারতীয় নাগরিকত্ব,সিএএ,এনআরসি,পাকিস্তান,স্বরাষ্ট্রমন্ত্রক,মন্ত্রী,বাংলা খবর,খবর,ভারত,Business news,Rajya Sabha,parliament,Lok Sabha,রাজ্যসভা,লোকসভা,রাজনীতি,মোদী সরকার,হিন্দু,মুসলিম,সংখ্যালঘু,minority,hindu,muslim,modi sarkar

উল্লেখ্য, এই তালিকায় পাকিস্তান ও আফগানিস্তানের পাশাপাশি রয়েছে শ্রীলঙ্কা, আমেরিকা, নেপাল এবং বাংলাদেশের নাম। আবার পার্শ্ববর্তী এই সকল দেশগুলির মতোই তালিকায় নীচের দিকে উঠে এসেছে চিনের নামও। ১০ জন মতো চিনের বাসিন্দা ভারতে নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। কেন্দ্র তরফে জানা গিয়েছে, বিগত চার বছরে আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ মিলিয়ে মোট ৮ হাজারেরও বেশি ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন পড়েছে। আর এই ৮ হাজার আবেদনের মধ্যে অধিকাংশ মানুষই সেই সব দেশের সংখ্যালঘু পর্যায় অর্থাৎ হিন্দু, শিখ, জৈন ও খ্রিস্টান ধর্মের অন্তর্ভুক্ত।

আরও পড়ুন……..NRC- রাজনীতির ময়দানে ফের শোরগোল এনআরসি নিয়ে, সংসদে কী জানালেন মন্ত্রী

প্রসঙ্গত, ওয়াকিবহাল মহলের দাবি, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সংসদে এই তথ্য তুলে ধরার মাধ্যমে দেশে এনআরসি ও সিএএ আইনকে উস্কে দিতে চেয়েছে। মূলত, সিএএ আইনের উপযোগিতা ও পার্শ্ববর্তী দেশেগুলিতে সংখ্যালঘুদের উপর হওয়া অত্যাচার এবং নানা অন্যায়কে তুলে ধরার উদ্দেশ্যেই এই তথ্যকে সামনে নিয়ে আসা। উল্লেখ্য, এখনও পর্যন্ত পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশের বাসিন্দাদের তরফ থেকে আসা আবেদনের ভিত্তিতে মোট ৩ হাজার ১১৭ জন ব্যাক্তিকে ভারতের নাগরিকত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি, রাজ্যসভার সরকারি ওয়েবসাইটের তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে, এখনও পর্যন্ত মোট ৪ হাজার ১১৭ জন বিদেশীকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছে।




Back to top button