Parliament Winter Session- সাসপেনশন তুলতে অস্বীকার নায়ডুর, অধিবেশন থেকে ওয়াক আউট বিরোধীদের
শৃঙ্খলাভঙ্গ সংসদে, যার জেরে সোমবার সাসপেন্ড ১২ জন রাজ্যসভার সাংসদ। এবার সেই সাসপেনশন ইস্যুতেই রাজ্যসভার(House Of Eleders) চেয়ারম্যান(Chairman) বেঙ্কাইয়া নায়ডুর(venkaiah naidu) কাছে দারস্থ হয়েছিল বিরোধী দলগুলি। ১২ জন সাংসদের(MP) সাসপেনশন তোলার দাবি জানায় তাঁরা। কিন্তু মিললো না সমস্যার সমাধান। চেয়ারম্যান ভেঙ্কাইয়া নায়ডু সাফ জানিয়ে দেন, শৃঙ্খলাভঙ্গের জন্য রাজ্যসভার চেয়ারম্যান তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। এমনকি সংসদ নিজেও তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সক্ষম।
সোমবারই ১২ জন সাংসদকে রাজ্যসভা থেকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাসপেন্ড করা হয়। এরপর, মঙ্গলবার কংগ্রেস দলনেতা মল্লিকার্জুনের নেতৃত্বে ডিএমকে, শিবসেনা, এনসিপি, সিপিএম, সিপিআই, আরজেডি, ইন্ডিয়ান মুসলিম লিগ, ন্যাশনাল কনফারেন্স, আরএসপি, টিআরএস, কেরালা কংগ্রেস, আম আদমি পার্টির নেতারা বেঙ্কাইয়ার দফতরে গিয়ে দেখা করেন। সেই প্রতিনিধি দলে ছিলেন রাহুল গান্ধিও।
মল্লিকার্জুন এদিন জানান, আমরা সাসপেনশন তোলার দাবি নিয়ে রাজ্যসভার চেয়ারম্যান দফতরে এসেছি ১২ জন সাংসদদের সাথে। এই ঘটনা ঘটেছিল গত বাদল অধিবেশনে। কিন্তু এখনও কেন সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু বিরোধীদের আবেদন খারিজ করে দেন ভেঙ্কাইয়া। তিনি জানান, গত বাদল অধিবেশনে হই হট্টগোল, বিশৃঙ্খলার স্মৃতি এখনও আমাদের সবাইকে উত্ত্যক্ত করছে। আমি চাইছিলাম এবং অপেক্ষায় ছিলাম গত অধিবেশনে যা হয়েছিল তার জন্য সংসদ ব্যবস্থা নেবে।
আরও পড়ুন…..Parliament Winter Session: শুরু শীতকালীন অধিবেশন, একনজরে দেখুন কোন বিলগুলি পাশ করতে পারে সরকার
উল্লেখ্য, কেন্দ্রীয় সাংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী সাসপেনশন ইস্যুতে জানান, যদি ১২ জন সাংসদ ক্ষমা চান তাহলে সাসপেনশন তোলার বিষয়ে ভাবা যেতে পারে। তবে এই পরিপ্রেক্ষিতে ১২ জন সাংসদের মধ্যে একজন সাফ জানিয়ে দেন, “ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না।” তিনি জানিয়েছেন, “আমরা ব্যাঙ্ক বেসরকারিকরণের বিরুদ্ধে লড়াই করছি, আমরা একদমই ক্ষমা চাইবো না।”