দামে আগুন ঝরাচ্ছে পেট্রোল-ডিজেল, সর্বাধিক ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের কোন ক্ষেত্রগুলি

চলতি বছরের শুরু থেকেই গোটা দেশের উদ্বেগ যেমন বাড়িয়ে গিয়েছে করোনার দ্বিতীয় ঢেউ সেই সঙ্গে লাগামহীন ভাবে বাড়তে থেকেছে পেট্রোপণ্যের দাম। বর্তমানে একাধিক রাজ্যেই সেঞ্চুরিও পার করেছে পেট্রোলের দাম। সেই সঙ্গে আগুন ছুটছে ডিজেলের দামেও। এদিকে জ্বালানির দাম বৃদ্ধির জেরে আম-আদমির দৈনিক খরচও বেড়ে আগের থেকে বহুগুন। এমনকী দাম লাগামহীন ভাবে দাম বেড়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসেরও।

পেট্রোপণ্যের দাম বাড়ায় খাদ্যদ্রব্যের দামও বেড়েছে হু হু করে। দাম বেড়েছে শাক-সব্জীর। জ্বালানির দাম বৃদ্ধির জেরে সারেরও দাম বেড়েছে অনেকটাই। সহজ ভাবে দেখলে সার উৎপাদন করতে পেট্রোলিয়াম বা প্রাকৃতিক গ্যাসের প্রয়োজন হয়। এবার গত কয়েক মাসে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির জেরে সার উৎপাদনের খরচও বহু গুণ বেড়ে গিয়েছে। যার সরাসরি প্রভাব পড়ছে কৃষিক্ষেত্রে। এমনকী ডিজেলের দাম বৃদ্ধির জেরে পরিবহন খরচও অনেক বেড়ে গিয়েছে প্রতি জিনিসের। হ হু করে বাড়ছে ফসলের দামও।

100 rupees petrol,Petrol and diesel price hike,crude oil prices,petrol-diesel imports,international oil market,petrol prices in Kolkata,petrol prices in Delhi,petrol prices,diesel prices,১০০ টাকা পেট্রোল,পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি,অপরিশোধিত তেলের দাম,পেট্রোল-ডিজেল আমদানি,আন্তার্জাতিক তেলের বাজার,কলকাতায় পেট্রোলের দাম,দিল্লিতে পেট্রোলের দাম,পেট্রোলের দাম,ডিজেলের দাম

অন্যদিকে সরকারি তেল কোম্পানিগুলি ৩০ অগাস্ট ফের পেট্রোল ও ডিজেলের সংশোধিত  দাম প্রকাশ করেছে। বর্তমানে দেশের অনেক শহরেই পেট্রল প্রতি লিটারে ১০০ টাকার বেশি দরে বিকোচ্ছে। তবে দামে কোনও বিশেষ পরিবর্তন আসেনি। দেশের রাজধানী-সহ সমস্ত মহানগরে এদিন জ্বালানির দাম অপরিবর্তিত রয়েছে। এদিকে এর আগে গত মঙ্গলবার পেট্রোলের দাম কমেছিল৷ মঙ্গলবার দিল্লি-সহ দেশের সমস্ত শহরে পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি ১৫ পয়সা করে কমেছিল৷

100 rupees petrol,Petrol and diesel price hike,crude oil prices,petrol-diesel imports,international oil market,petrol prices in Kolkata,petrol prices in Delhi,petrol prices,diesel prices,১০০ টাকা পেট্রোল,পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি,অপরিশোধিত তেলের দাম,পেট্রোল-ডিজেল আমদানি,আন্তার্জাতিক তেলের বাজার,কলকাতায় পেট্রোলের দাম,দিল্লিতে পেট্রোলের দাম,পেট্রোলের দাম,ডিজেলের দাম

কিন্তু তারপর থেকে আর কমেনি দাম। বর্তমানে দিল্লিতে এক লিটার পেট্রোলের দাম ১০১.৯ টাকা ও ডিজেলের দাম ৮৮.৯২ টাকা প্রতি লিটারে স্থির হয়ে রয়েছে৷ বর্তমানে দেশের প্রায় ১৯ রাজ্যে পেট্রোলের দাম ১০০ টাকা পেরিয়ে গিয়েছে। মুম্বই, দিল্লি, কলকাতা, বেঙ্গালুরু, ও হায়দরাবাদেও পেট্রোলের দাম ১০০ টাকা পেরিয়ে গিয়েছে। বর্তমানে কলকাতায় পেট্রোল ১০১.৮২ টাকা, ডিজেল ৯১.৯৮ টাকা দরে বিকোচ্ছে।




Back to top button