অযোধ্যায় টানা ১০ দিনের দীপাবলি! মোদীর জন্মদিনে জ্বলবে ৭.৫ লক্ষ প্রদীপ

কদিন আগেই উত্তরপ্রদেশ থেকে ঘুরে গিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। লখনৌ সফরের পাশাপাশি কোবিনদের অযোধ্যা সফর নিয়েও তুমুল উন্মাদনা চোখে পড়েছিল পদ্মসমর্থকদের মধ্যে। যদিও রাষ্ট্রপতির গায়ে গেরুয়ার ছিঁটে সহ্য করতে পারেননি বিরোধীরা। একাধিকবার কটাক্ষ বান শানাতে দেখা গিয়েছে অখিলেশ অনুগামীদের তরফে। এবার মোদীর জন্মদিনেই মাতোয়ারা হতে চলেছে সেই অযোধ্যায়। রাম জন্মভুমিতেই জ্বলতে চলেছে ৭.৫ লক্ষ প্রদীপ।

এগিয়ে আসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ( Narendra Modi) জন্মদিন। ৭১ বছরে পা দিতে চলেছেন বিজেপির বর্ষীয়ান সুপ্রিমো। এই উপলক্ষ্যে দেশব্যাপী কর্মসূচির ডাক দিয়েছে গেরুয়া শিবির। ৫ কোটি চিঠির মাধ্যমে মোদীকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা পাঠানোর পাশাপাশি দেশের ৭১টি স্থানে বিশেষ কর্মসূচির ব্যবস্থা করতে চলেছে পদ্মশিবির। বিজেপির এহেন বড়ো মাপের উদযাপনের পাশাপাশি অযোধ্যায় ধুমধাম করে দীপাবলি পালনের উদ্যোগ নিচ্ছে কেন্দ্র।

Narendra Modi,ayodhya,ayodhya development board,diwali,Ayodhya Development Authority,UP,Uttarpradesh tourism and culture department,yogi adityanath,যোগী আদিত্যনাথ,নরেন্দ্র মোদী,অযোধ্যা,অযোধ্যা উন্নয়ন পর্ষদ,উত্তর প্রদেশ,উত্তরপ্রদেশ পর্যটন ও সাংস্কৃতিক বিভাগ,দীপাবলি,গিনিস বিশ্ব রেকর্ড,Guinness World record

কেন্দ্রীয় সূত্রে খবর, ৪ঠা নভেম্বর দীপাবলি উদযাপনের লক্ষ্যে অযোধ্যায় পা রাখবেন মোদী। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সঙ্গ দেবেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, এ বছরের দীপাবলিতে টানা ১০ দিন ধরে উদযাপন চলবে ‘রামরাজ্য’-এ!

অযোধ্যায় দীপাবলি মহোৎসবের সূচনা করবেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী। ফলত প্রস্তুতিতে কোনোরকম খামতি রাখতে চাইছে না উত্তরপ্রদেশের পর্যটন ও সাংস্কৃতিক বিভাগ এবং অযোধ্যা উন্নয়ন পর্ষদ। ইতিমধ্যেই মন্দিরের শহরে যুদ্ধকালীন তৎপরতায় নেমে পড়েছেন গেরুয়া কার্যকর্তারা।

Narendra Modi,ayodhya,ayodhya development board,diwali,Ayodhya Development Authority,UP,Uttarpradesh tourism and culture department,yogi adityanath,যোগী আদিত্যনাথ,নরেন্দ্র মোদী,অযোধ্যা,অযোধ্যা উন্নয়ন পর্ষদ,উত্তর প্রদেশ,উত্তরপ্রদেশ পর্যটন ও সাংস্কৃতিক বিভাগ,দীপাবলি,গিনিস বিশ্ব রেকর্ড,Guinness World record

জানা যাচ্ছে, সরযূ নদীর তীরে ‘রাম কী পাইদি’ ঘাটে একই সঙ্গে ৭.৫ লক্ষ প্রদীপ প্রজ্জ্বলনের সিদ্ধান্ত নিয়েছে অযোধ্যা উন্নয়ন বিভাগ। যদি এই কর্মসূচি সম্ভবপর হয়, তবে গিনিস রেকর্ডের তালিকায় ঢুকে পড়বে অযোধ্যার নাম! যদিও করোনা আবহে এমন বৃহৎ কর্মসূচিতে ভিড় নিয়ন্ত্রণ কিভাবে হবে, সে বিষয়ে সন্দিহান প্রত্যেকেই।




Back to top button