POCSO- ত্বক স্পর্শ জরুরি নয়, শিশু যৌন নিগ্রহ আইন নিয়ে বম্বে হাইকোর্টের রায় খারিজ করলো শীর্ষ আদালত
যৌন নিগ্রহের অপরাধের ক্ষেত্রে সরাসরি ত্বকের স্পর্শ জরুরি নয়। বৃহস্পতিবার ‛শিশুদের যৌন নিগ্রহ প্রতিরোধ আইন’ (পকসো) সংক্রান্ত এক মামলায় এমনটাই রায় দিলো সুপ্রিম কোর্ট। বিচারপতি ইউ ইউ ললিত, বিচারপতি এস রবীন্দ্র ভট্ট এবং বিচারপতি বেলা ত্রিবেদীর বেঞ্চ এ বিষয়ে বম্বে হাইকোর্টের রায় খারিজ করেছে।
চলতি বছরের জানুয়ারি মাসে বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চের বিচারপতি পুষ্প গানেদিওয়ালা রায় দিয়েছিলেন, “শিশুদের পোশাক খুলে বা জামাকাপড়ের ভিতরে হাত গলিয়ে তাঁর বুকে বা গোপনাঙ্গে স্পর্শ না করা হলে সেটা যৌন নির্যাতন বলে গণ্য করা হবে না পকসো আইনে।” আর এই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে মামলা করা হয়েছিল শীর্ষ আদালতে।
১২ বছর বয়সী এক শিশুকন্যার বুকে হাত দেওয়ায় এক অভিযুক্তের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় এমনটাই জানিয়েছিল আদালত। পকসো আইনের ৮ নম্বর ধারা অনুযায়ী, ওই অভিযুক্তের তিন বছর জেল হওয়ার কথা ছিল। কিন্তু এই আইনের নতুন ব্যাখ্যা দিয়ে বিচারপতি গানেদিওয়ালা ভারতীয় দণ্ডবিধির ৩৫৪নং এবং ৩৪২নং ধারা মোতাবেক ১ বছরের সশ্রম কারাদণ্ড দেন।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট বম্বে হাইকোর্টের এই রায়কে ‛অযৌক্তিক’ বলে দাবি করে। তিন বিচারপতি বেঞ্চ তরফে জানানো হয়েছে, পকসো আইন প্রয়োগের ক্ষেত্রে “ত্বক স্পর্শ করা অপরিহার্য” এমন ‛সংকীর্ণ পর্যবেক্ষণ’ শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধ প্রতিরোধের পরিপন্থী।