স্নাতকের পাঠক্রমে এবার রামায়ণ-মহাভারত! ভাবি ইঞ্জিনিয়ারদেরও পড়তে হবে পুরাণ কথা

সম্প্রতি গো-শিক্ষা নিয়ে পড়ুয়াদের জ্ঞানের বহর যাচাই করতে মাঠে নামতে দেখা গিয়েছিল খোদ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে। পরীক্ষারও আয়োজন করা হয়েছিল গো-বিদ্যার উপরে। যদিও দেশজোড়া বিতর্কের মুখে পড়ে অবশেষে পিছু হটে ইউজিসি(UGC)। এবার কার্যত সেই রাস্তাতে হেঁটেই ফের নয়া বিতর্কের সৃষ্টি করেছে মধ্যপ্রদেশ সরার। নয়া শিক্ষা নীতির অধীনে এবার মধ্যপ্রদেশের (Madhya Pradesh) উচ্চশিক্ষার পাঠ্যক্রমে যুক্ত হতে চলেছে রামায়ণ ও মহাভারত (Ramayana-Mahabharata)। স্নাতকের (Graduation Curriculum) প্রথম বর্ষে পড়ুয়াদের ক্ষেত্রে যোগ হবে এই নয়া পাঠ্যক্রম।

Graduation Curriculum,BJP Government of Madhya Pradesh,University Grants Commission,Ramayana-Mahabharata in Grads,BJP's Bangla news,Chief Minister of Madhya Pradesh,Mythology of India,স্নাতকের পাঠক্রম,মধ্যপ্রদেশের বিজেপি সরকার,বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন,পাঠক্রমে রামায়ণ-মহাভারত,বিজেপি-র বাংলা খবর,মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী,ভারতের পুরাণ কথা

সিলেবাস কমিটির সুপারিশে, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে দর্শন স্নাতক বিভাগের প্রথম বর্ষে শিক্ষার্থীদের পাঠ্যক্রমে ঐচ্ছিক বিষয় হিসেবে যুক্ত হবে “অ্যাপ্লয়েড ফিলোসফি অফ শ্রী রামচরিতমানস”। অপরদিকে ইংরেজি স্নাতকে ফাউন্ডেশন কোর্সে থাকবে সি রাজাগোপালাচারির লেখা মহাভারতের ভূমিকা।“অ্যাপ্লয়েড ফিলোসফি অফ শ্রী রামচরিতমানস” বিষয়টিতে থাকবে ভারতীয় সংস্কৃতির মূল উৎসে আধ্যাত্মিকতা এবং ধর্ম’, ‘বেদ, উপনিষদ এবং পুরাণের চার যুগ’, ‘রামায়ণ এবং শ্রী রামচরিতমানসের মধ্যে পার্থক্য’, ‘ঈশ্বরিক অস্তিত্বের অবতারে’র মতো একাধিক বিষয়। এছাড়াও উচ্চশিক্ষা দপ্তর থেকে আরও জানানো হয়েছে, ইঞ্জিনিয়ারিং বিভাগের পাঠ্যক্রমেও যুক্ত হবে রামায়ণ ও মহাভারত। থাকবে রামের প্রকৌশলী দক্ষতার কথা, তাঁর ব্যাক্তিত্বের কথা।

Graduation Curriculum,BJP Government of Madhya Pradesh,University Grants Commission,Ramayana-Mahabharata in Grads,BJP's Bangla news,Chief Minister of Madhya Pradesh,Mythology of India,স্নাতকের পাঠক্রম,মধ্যপ্রদেশের বিজেপি সরকার,বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন,পাঠক্রমে রামায়ণ-মহাভারত,বিজেপি-র বাংলা খবর,মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী,ভারতের পুরাণ কথা

উল্লেখ্য, রামচরিতমানস ছাড়াও থাকবে আরও ২৪টি ঐচ্ছিক বিষয়, যার মধ্যে আছে মধ্যপ্রদেশের উর্দু গান। মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রী মোহন যাদবের বক্তব্য, ‘এই বিষয়গুলি পড়ানো হবে যাতে পড়ুয়ারা জীবনের মূল্যবোধ এবং তাদের ব্যক্তিত্ব বিকাশ করতে পারে।’ তিনি আরও বলেন, ‘আমরা রামচরতিমানস ও মহাভারত থেকে অনেক কিছু শিখতে পারি। শিক্ষার্থীদের মর্যাদা ও মূল্যবোধের সঙ্গে জীবনে চলার জন্য এটি অনুপ্রেরণা দেবে।’

Graduation Curriculum,BJP Government of Madhya Pradesh,University Grants Commission,Ramayana-Mahabharata in Grads,BJP's Bangla news,Chief Minister of Madhya Pradesh,Mythology of India,স্নাতকের পাঠক্রম,মধ্যপ্রদেশের বিজেপি সরকার,বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন,পাঠক্রমে রামায়ণ-মহাভারত,বিজেপি-র বাংলা খবর,মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী,ভারতের পুরাণ কথা

তবে মধ্যপ্রদেশ সরকারের এই উদ্দ্যোগের বিরোধিতা করেছেন কংগ্রেস সাংসদ আরিফ মাসুদ। তিনি কটাক্ষ করে বলেছেন, ‘সরকার শিক্ষা, পরিকাঠামো ও কর্মসংস্থানে নিজেদের ব্যর্থতাকে আড়াল করতে এই সব পদক্ষেপ নিচ্ছে।’ তিনি আরও জানিয়েছেন, “বিজেপি সরকারের ‘সাবকা সাথ সাবকা বিকাশ’ আদতেই মিথ্যা প্রচার। তাঁরা যদি একান্ত রূপেই তাই চাইতো তাহলে পাঠ্যক্রমে কোরান ও বাইবেল দুটি ধর্মগ্রন্থেরই সংযোজন করতো।




Back to top button