Republic Day 2022 : বাড়ি বসেই উদযাপন করুন প্রজাতন্ত্র দিবস, রক্তগরম করা দেশাত্মবোধক এই গানগুলি শুনে

প্রজাতন্ত্র দিবসের ( Republic day 2022) আজ দীর্ঘ ৭৩ বছর পূর্ণ হলো। প্রত্যেক বছর ২৬ জানুয়ারি সারা ভারতে প্রজাতন্ত্র দিবস উদযাপন ( celebration) করা হয়। সেই ১৯৫০ সাল থেকে শুরু করে আজ অব্ধি প্রতি বছর এই দিনটিকেই বেছে নেওয়া হয়েছে প্রজাতন্ত্র দিবস ( Republic day) হিসেবে। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারত স্বাধীন হলেও সেই সময় ভারতের নিজস্ব স্থায়ী সংবিধান ছিল না। ফলাফল অনুযায়ী সে সময় ১৯৩৫ সালের ‘গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট’ সংশোধিত সংস্করণ অনুযায়ী স্বাধীন ভারত শাসিত হয়। পরে ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতীয় গণপরিষদ সংবিধান কার্যকরী হলে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়।এই বিশেষ দিনেই ১৯৫০ সালে ডঃ রাজেন্দ্র প্রসাদ গভর্নমেন্ট হাউসের দরবার হলে প্রথম রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেছিলেন। এই দিনটি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের প্রত্যেকটি মানুষের কাছে খুবই গুরত্বপূর্ণ। প্রত্যেকটি বছর প্রায় এক সপ্তাহ আগে থেকে চলে দিনটির উদযাপন। এবং এক মাস আগের থেকে চলে এর প্রস্তুতি। ২৬ তারিখ আকাশে বাতাসে উড়তে দেখা যায় তিরঙ্গা। এই বিশেষ দিনটির পিছনে অনেক বিশেষ কারণ আছে ইতিহাসের পাতায় তা সকলেরই পড়া। দিনটির গুরুত্বের সাথে মিশে আছে শহিদ হওয়া এমন অনেক দেশনায়কের রক্ত। শহিদ হওয়া দেশনায়কদের উদ্দেশ্যে বিভিন্ন শিল্পী তাদের স্মরণে তৈরি করেছেন বহু গান বিভিন্ন সময়ে( Republic Day 2022)। তাই প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে ভিন্ন ভাষায় ভিন্ন সুরে রচিত হওয়া এই দেশাত্মবোধক গানগুলি দেখে নিন এক নজরে।
Republic Day 2022- এর দেশাত্মবোধক কিছু গান
১)অ্যায় মেরে ওয়াতান কে লোগো (Ae Mere Watan Ke Logo)
“অ্যায় মেরে ওয়াতান কে লোগো
জারা আঁখ মে ভর লো পানি
জো শহীদ হুয়ে হ্যায় উনকি
জারা ইয়াদ করো কুরবানি”
২)বন্দেমাতম (Vande Mataram)
“সব সে পেয়ারি তেরি সুরত
পেয়ার হ্যায় বাস তেরা পেয়ার হ্যায়
মা তুঝে সালাম,
মা তুঝে সালাম,
আম্মা তুঝে সালাম।
বন্দে মাতরম, বন্দে মাতরম”
৩)মেরি দেশ কি ধরতি (Mere Desh Ki Dharti)
“মেরি দেশ কি ধরতিই সোনা উগলে,
উগলে হীরে মতি
মেরি দেশ কি ধরতি”
৪)চক দে ইন্ডিয়া (Chak De India)
“হায়.. কোই তো চল জিদ পরিয়ে
ডুবে, তারিয়ে ইয়া মরিয়ে..
চক দে.. হো চাক দে ভারত
চাক দে.. হো চক দে ইন্ডিয়া”
৫)তেরি মিট্টি (Teri Mitti)
“তেরি মিত্তি মে মিল জওয়ান
গুল বাঁনকে মে খিল জওয়ান
ইতনি সি হ্যায় দিল কি আরজু
তেরি নদীওঁ মে বেহ জওয়ান
তেরি খেতোঁ মে লেহরাওয়ান
ইতনি সি হ্যায় দিল কি আরজু”
৬)অ্যায়সা দেশ হে মেরা (Aisa Des Hai Mera)
“নীলা হো ও ধরতি সুনেহরি অম্বর নীলা হর মৌসম রঙেলা আইসা দেশ হ্যায় মেরা,
হো আইসা দেস হ্যায় মেরা আইসা দেশ হ্যায় মেরা”
৭)সরফরোশি কি তামান্না (Sarfaroshi Ki Tamanna)
“সরফরোশি কি তামান্না আব হমারে দিল মে হ্যায়
দেখা হ্যায় জোর কিতনা বাজু-ই-কাতিল মে হ্যায়
সরফরোশি কি তামন্না আব হমারে দিল মে হ্যায়”
৮)অ্যায় ওয়াতান (Ae Watan)
“অ্যায় ওয়াতন, ওয়াতান মেরে, আবাদ রাহে তু
ম্যায় জাহান রাহুন, জাহান মে ইয়াদ রাহে তু”
আরও পড়ুন :Republic Day 2022 – কখনও বদলেছে রঙ, কখনও জ্যাকেট, কখনও শিবির! গিরগিটি নাকি রাজনীতিবিদ