সিকিমের বরফের রাস্তায় ঘুরে বেরাচ্ছে ‘মানুষখেকো’, দেখুন সেই ছবি…
Royal Bengal Tiger in Sikkim: এপ্রিল ২০২৩-এ হওয়া বাঘ সুমারির পর রিপোর্টে জানা গিয়েছে, ভারতে প্রায় ৩১৬৭ বাঘ রয়েছে।

কয়েক মাস আগে তিনি ধরা দিয়েছিলেন ক্যামেরার লেন্সে। এত দিন পর তুষাররাজ্যে রয়্যাল বেঙ্গল টাইগারের (Royal Bengal Tiger) ছবি প্রকাশ্যে আনল বম্বে ন্যাচরাল হিস্ট্রি সোসাইটি (Bombay Natural History Society)। সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এক্স (X) ( ট্যুইটার)-এ শেয়ার করা হয়েছে সেই ছবি। কাঞ্চনজঙ্ঘার পাশে সাদা বরফের চাদরে ঢাকা ১২ হাজার ফুট উঁচু পাহাড়ে সিকিমের পাংগোলোখা (Pangolokha) অভয়ারণ্যে দেখা পাওয়া গিয়েছিল এই বাঘের। ছবিটি দেখে মনে হচ্ছে রাতের অন্ধকারে বেরিয়েছিল বাঘ।
কয়েকমাস আগে ২৫ ফেব্রুয়ারি ট্র্যাপ ক্যামেরায় (Trap Camera) ধরা পড়ে ছবিটি। বম্বে ন্যাচরাল হিস্ট্রি সোসাইটির বিজ্ঞানীরা এখন সমীক্ষা চালিয়ে যাচ্ছেন হিমালয়ের কোলে। কেন্দ্রীয় সরকার, সিকিমের রাজ্য সরকার এবং একাধিক সরকারি স্তরে তথ্য পরীক্ষার পর চলতি সপ্তাহে ৬ ডিসেম্বর, বুধবার ছবিটি প্রকাশ্যে আনা হয়েছে। ছবিটি আপলোড হতেই উপচে পরে লাইক, কমেন্ট ও শেয়ার।
BNHS scientists @athrvasingh and @ItsHimadri conducted a camera trap survey and recorded the highest-ever presence of our national animal Tiger at 3640 m asl.
BNHS in partnership with Sikkim State Forest Department continues to monitor and conserve the sensitive habitats with… pic.twitter.com/k6u3uncwoM
— Bombay Natural History Society (@BNHSIndia) December 6, 2023
জানা গিয়েছে, ২০১৯ সালে ৯৫৮৪ ফুট উচ্চতায় দেখা যায় রয়্যাল বেঙ্গল টাইগারকে একই জায়গা থেকে। এর আগে অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) দিবাং উপত্যকায় ৩৬৩০ মিটার উচ্চতায় এবং ভুটানে ৪৪০০ মিটার উচ্চতায় বাঘের দেখা মিলেছে।

এপ্রিল ২০২৩-এ হওয়া বাঘ সুমারির পর রিপোর্টে জানা গিয়েছে, ভারতে প্রায় ৩১৬৭ বাঘ রয়েছে। যা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। বিশ্বের বাঘের সংখ্যার মধ্যে ৭৫ শতাংশ ভারতেই রয়েছে। এদিকে ভুটানে সেই সংখ্যা ১০৩ এ রয়েছে। বম্বে ন্যাচরাল হিস্ট্রি সোসাইটির তরফে শেয়ার করা এই পোস্টটি রিপোস্ট করা হয়েছে ২৮ বার। লাইক পড়েছে ৪৪টি। বাঘের সংখ্যা বাড়ার জন্য কনসার্ভেশন সাইটগুলি কাজ করে চলেছে। সিকিম স্টেট ফরেস্ট ডিপার্টমেন্ট (Sikkim state forest department) ক্রমাগত বাঘের চলাচল ও লাইফস্টাইলে নজর রাখছে যাতে সংরক্ষণে কোনও অসুবিধা না হয়। পাহাড়ে বিশেষ তত্ত্বাবধানে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার।