সলমান খানের নামে ওয়ারেন্ট, আবার নিগ্রহের অভিযোগ খানের বিরুদ্ধে

রাজকুমার মণ্ডল, কলকাতা : আবার আইনি নোটিশ পেলেন অভিনেতা সলমান খান। সলমান খান ও তাঁর দেহরক্ষীর বিরুদ্ধে একটি হামলার মামলায় সমন জারি করা হয়েছে। ২০১৯ সালে একজন সাংবাদিকের দায়ের করা মামলায় বলিউড অভিনেতা সলমান খান এবং দেহরক্ষীর নামে সমন ওয়ারেন্ট জারি হয়েছে৷ ২০১৯ সালে একজন টিভি সাংবাদিক বলিউড অভিনেতা সালমান খান এবং তার দেহরক্ষীদের বিরুদ্ধে আদালতে মামলা করেন। তিনি অভিনেতার সাইকেল চালানো ছবি তোলার চেষ্টা করায় তাকে দুর্ব্যবহার ও অপমান করার অভিযোগে মামলা দায়ের করা হয়।
এই মামলায় মুম্বাইয়ের আন্ধেরি মেট্রোপলিটন আদালত সালমান এবং তার দেহরক্ষীর বিরুদ্ধে সমন ওয়ারেন্ট জারি করেছে। অভিযোগকারী অশোক পান্ডে একজন চলচ্চিত্র সাংবাদিক। অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর আর খান এই মামলায় আন্ধেরির আদালতে আইপিসি ধারা ৩২৩ মারধোর করা,৩৯২ ডাকাতি, ৫০৬ ভয় দেখানোর ব্যক্তিগত অভিযোগ দায়ের করেন। দায়েরকৃত অভিযোগ অনুসারে বলা হয় ২৪ এপ্রিল, ২০১৯ যখন সালমান একটি সাইকেল চালাচ্ছিলেন,সঙ্গে ছিলেন দুই দেহরক্ষী।
আরও পড়ুন করোনায় পণ্ড বিশ্বকাপ, ফিফার নির্দেশে ভারতের তিন ভেন্যুতে আবারও
সাংবাদিক দাবি করেন যে তিনি অভিনেতাকে সাইকেল চালানোর ছবি তোলার অনুমতি খানের দেহরক্ষীদের কাছ থেকে সম্মতি নিয়েই একটি ভিডিও রেকর্ড করতে শুরু করেন। আবেদনে বলা হয়েছে, অভিনেতা অবশ্য বিরক্ত হয়েছিলেন এবং তাঁর দেহরক্ষীরা এসে পান্ডেকে মারধর ও অপমান করতে শুরু করেছিলেন বলে অভিযোগ। সালমানও তাকে অপমান করেন এবং তার মোবাইল ফোনও ছিনিয়ে নেন বলে পান্ডের অভিযোগ। তিনজনে মিলে সাংবাদিককে মারাত্মক পরিণতির হুমকি দেয় বলে অভিযোগ। পুলিশ তার অভিযোগ নিতে অস্বীকার করায় পান্ডে পরে আদালতের দ্বারস্থ হন।