TMC in Tripura- উত্তপ্ত ত্রিপুরা, নালিশ শুনতে নারাজ শাহ, বাতিল বৈঠক

ভোট আসন্ন ত্রিপুরা তৈরি হয়েছে উত্তেজনা। আগরতলা পুরভোটের শেষ প্রস্তুতিকালীনই উত্তপ্ত হয়ে পড়লো ত্রিপুরার রাজনীতি। যত ভোটের দিন এগোচ্ছে ততই সরগরম হচ্ছে ত্রিপুরা। গতকাল দিনভর উত্তপ্ত ছিল। তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ-কে(Saayoni Ghosh) রবিবার বিকালে গ্রেফতার করে আগরতলা(Agartola) পুলিশ। তাঁর বিরুদ্ধে দায়ের করা হয়েছে অনিচ্ছাকৃত খুনের মামলা। সারাদিন ধরেই দফায় দফায় উত্তেজনা তৈরি হয়েছে। সোমবার অর্থাৎ আজ ত্রিপুরায় পুরভোটের(Municipal Poll) প্রচারে যাওয়ার কথা ছিল তৃণমূলের(TMCP) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee)। কিন্তু গতকাল সায়নী ঘোষের(Saayoni Ghosh) গ্রেফতারির(Arrested) খবর প্রকাশ্যে আসতেই রাতের দিকে ত্রিপুরার(Tripura) উদ্দেশ্যে বেরিয়ে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরার উত্তেজনার আগুন ছড়িয়েছে রাজধানী পর্যন্ত। রাজধানীতে একগুচ্ছ কর্মসূচী নিয়ে মাঠে নেমেছে তৃণমূলের সাংসদেরা। স্বরাষ্ট্রমন্ত্রী(Home minister) অমিত শাহ(Amit Shah)-এর সঙ্গে দেখা করতে চেয়েছে তৃণমূল। এছাড়াও, রাষ্ট্রপতি(President) রামনাথ কোবিন্দ(Ramnath kobind)-এর সঙ্গেও দেখা করতে চেয়েছে তৃণমূল।

Sayoni Ghosh arrested in Tripura,TMC in Tripura,TMC MP to meet Amiit Shah,ত্রিপুরায় তৃণমূল,গ্রেফতার সায়নী ঘোষ,AITMC,Amit Shah,Mamata Banerjee,Sayoni Ghosh,Tripura,tmc tripura,trinamool tripura,Saket Gokhale,Sayani Ghosh
সায়নীর গ্রেফতারির পর রবিবার রাতেই ত্রিপুরা যাচ্ছেন অভিষেক

পাশাপাশি, আজই দিল্লি যাওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজই দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। এই পরিস্থিতিতে আজই রাজধানীতে তৃণমূলের সাংসদেরা ধর্নায় বসবেন বলেও সূত্রে খবর। সোমবার আয়োজন হবে তৃণমূলের সাংসদীয় কমিটি বৈঠকের। ত্রিপুরা পরিস্থিতি নিয়ে আগামীদিনে কি কি পদক্ষেপ নিতে হবে, এই সকল বিষয় নিয়েই আলোচনা হবে এই বৈঠকে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ত্রিপুরার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতির কাছে নালিশ জানানো হবে, এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে দেখা করার জন্য সময় চাওয়া হয়েছে। শাহের কাছে বিপ্লব দেবের প্রশাসনের বিরুদ্ধে নালিশ জানাতে চান তাঁরা।

আরও পড়ুন……Weather Update – বৃষ্টি মিটতেই ফিরছে ঠান্ডা, তবে কনকনে শীতের মাঝে আবারও রয়েছে বৃষ্টির আশঙ্কা

প্রসঙ্গত, এই পরিস্থিতিতে নিয়ে সুপ্রিম কোর্টে দারস্থ হতে চলেছে তৃণমূল। তৃণমূলের নেতাদের বক্তব্য, ত্রিপুরায় মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। সেখানে কার্যত জঙ্গল রাজ চলছে। এরই মধ্যে ত্রিপুরা ইস্যুকে কাজে লাগিয়ে বিজেপিকে আরও কোণঠাসা করতে চাইছে তৃণমূল। দলীয় সূত্রে মাধ্যমে জানা গিয়েছে, আজই সুপ্রিম কোর্টে দারস্থ হতে চলেছে তৃণমূল। অবশ্য এই গোটা ত্রিপুরা ইস্যু নিয়ে বিজেপি নেতা জগন্নাথ সরকার বলেন, “সবটাই তৃণমূলের নাটক।” তাঁর দাবি, বামেরা প্রচার করছেন অথচ তাঁদের কেউ মার খাচ্ছেন না। কেন শুধু তৃণমূলই আক্রান্ত হচ্ছে, এই নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

উল্লেখ্য, তৃণমূল সূত্রে জানা গিয়েছে, কথা বলতে নারাজ স্বরাষ্ট্রমন্ত্রী। ত্রিপুরা ইস্যু নিয়ে কথা বলতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তৃণমূল সাংসদরা দেখা করার জন্য সময় চাইলেও তিনি সময় দেননি। ফলত, একের পর এক সাংসদেরা নামেন বিক্ষোভের পথে। চাঁচাছোলা ভাষায় টুইট করতে দেখা তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন-কে। সাক্ষাতের সময় না দেওয়া বিক্ষোভের পথে তৃণমূল। নর্থ ব্লকের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন সাংসদেরা। তাঁদের স্পষ্ট অভিযোগ, ত্রিপুরায় তৃণমূলের উপর হামলায় মদত রয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের।




Back to top button