প্রতি সেকেন্ডে ৪টি স্কুটার বিক্রি, নতুন রেকর্ড গড়ে চমকে দিচ্ছে ওলা ইলেকট্রিক
করোনাকালে জোরদার ধাক্কা খেয়েছে গোটা দেশের অটোমোবাইল সেক্টর। বিক্রিবাটা ঠেকেছে একদম তলানিতে। চারচাকার বিক্রি কার্যত হয়নি বললেই চলে। কিন্তু তারমাঝেই এবার দুচাকার দুনিয়ায় নতুন বিপ্লব করল ওলা ইলেকট্রিক। ১ সেকেন্ডে বিক্রি হল ৪ খানা করে স্কুটার। যার জেরে ব্যবসা শুরুর প্রথম দিনেই ৬০০ কোটি টাকা ঘরে তুলল নেদারল্যান্ডের সংস্থা ওলার ইলেকট্রিক।
প্রসঙ্গত উল্লেখ্য, চলতি মাসের শুরু থেকেই দুটি নতুন স্কুটার বিক্রির কথা ছিল ওলা ইলেকট্রিকের। গত সপ্তাহে ওলার অফিশিয়াল ওয়েবসাইটে কিছু সমস্যা দেখা দেওয়ায় সংস্থার ইলেকট্রিক স্কুটারের বিক্রি শুরু হতে কিছুটা দেরি হয়। অবশেষে ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয় বিক্রিবাটা। তবে গোটা প্রক্রিয়াই চলছে অনলাইন মোডে। এমনকী বাড়ি গিয়ে নতুন স্কুটার গ্রাহকের কাছে পৌঁছে দিচ্ছে এই সংস্থা
ওলা অ্যাপেই স্কুটারের অর্ডার করতে পারছেন গ্রাহকেরা। তবে অফলাইনে এই স্কুটার কেনার কোনও সুযোগ দিচ্ছে না কোম্পানি। ১৫ অগাস্ট Ola S1 ও S1 Pro সিরিজের দুটি নতুন স্কুটার আনে ওলা। Ola S1 electric scooter-এর দাম রাখা হয়েছে ৯৯,৯৯৯টাকা(এক্স শোরুম)। পাশাপাশি Ola S1 Pro electric এর দাম রয়েছে ১,২৯,৯৯৯ টাকা(এক্স শোরুম প্রাইস)। ওলার দাবি তাদের ইলেকট্রিক স্কুটার ইতিমধ্যেই কয়েক লক্ষ কাস্টমার বুক করে ফেলেছেন।
যদিও অগ্রীম বুকিংয়ের ক্ষেত্রে প্রতি কাস্টমারকে ৪৯৯টাকা করে দিতে হচ্ছে। এদিকে ওলার এই উত্থানে চাপ বাড়ছে অন্যান্য সংস্থার উপরেও। ওয়াকিবহাল মহলের ধারণা ওলার ইলেকট্রিক স্কুটার ভারতের বাজারে Ather 450X, Simple One, TVS iQube এবং Bajaj Chetak-কে আগামীতে কড়া টক্কর দিতে পারে।