RATAN TATA: অসমে ‘অমূল্য রতন’, সর্বোচ্চ নাগরিকের সম্মান পেয়ে কী বলছেন টাটা প্রধান

রাখী পোদ্দার, কলকাতা : মাত্র দশ বছর(ten years) বয়সে মা বাবার সাথে সম্পর্কের ইতি টানেন। এরপর তিনি তাঁর ঠাকুরমা নাভাজবাই কাছেই বড় হয়েছিলেন। শৈশব থেকেই রতন টাটা ছিলেন ভীষণ মেধাবী(intelligent)। পড়াশুনা শেষ করে তিনি আমেরিকার(America) জোনস এ্যান্ড ইমনস নামে একটি ইঞ্জিনিয়ারিং ফার্মে কিছুদিন কাজ করেন। তারপর ১৯৬১ সালে তিনি টাটা গ্রুপে( Tata group) টাটা স্টিলের একজন সাধারণ কর্মচারী(employee) হিসেবে তাঁর ক্যারিয়ার(career) শুরু করেন। এক সময়ে সেই প্রতিষ্ঠানের প্রধান হয়ে বসেন নিজের মেধা আর পরিশ্রম দিয়ে।

আজ বিশ্বের( world) সফলতম শিল্পপতিদের মধ্যে একজন হলেন স্যার রতন টাটা( Ratan Tata), টাটা সন্সের বর্তমান চেয়ারম্যান(chairman)। টাটা গ্রুপের হোল্ডিং সংস্থা টাটা স্টিল, টাটা মোটরস, টাটা পাওয়ার, টাটা কনসালটেন্সি সার্ভিসেস, ইন্ডিয়ান হোটেলস এবং টাটা টেল সার্ভিসেস সহ কয়েকটি বড় সংস্থাকে নিয়ন্ত্রণ করে। তাঁর জীবন অনেকটা সিনেমার(cinema) গল্পের( story) মতো। আর এই গল্পের নায়ক রতন নিজেই। সেই সিনেমা আজও চলছে।

স্যার রতন টাটাকে কি পুরস্কার দেওয়া হয়েছে,কবে পেলেন রতন টাটা এই সম্মান,What is the award given to Sir Ratan Tata,When did Ratan Tata get this honour,সেরা ব্যবসায়ি রতন টাটা,রতন টাটা পুরষ্কার,রতন টাটা,রতন টাটার প্রকৃতি কেমন,রতন টাটা কে,আসামে টাটা,রতন টাটা মানুষকে সরাতে কী করেন,ratan Tata awards,ratan tata,what ius the nature of ratan tata,who is ratan tata,tata in assam,what ratan tata do to move people

সম্প্রতি( recently) অসমের সর্বোচ্চ(highest) অসামরিক পুরস্কার দেওয়া হচ্ছে বিশিষ্ট শিল্পপতি রতন টাটাকে। এদিন বৃহস্পতিবার(Thursday) অসমের মুখ্যমন্ত্রী(chief minister) হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেন দেশের প্রথম সারির এই শিল্পপতিকে দেওয়া হবে ‘অসম বৈভব’(Assam Baibhav) সম্মান(honour)। এদিন অসমের মুখ্যমন্ত্রী(chief minister) তাঁর নিজস্ব টুইটার(Twitter) অ্যাকাউন্টে(account) টুইট(tweet) করে জানান, সেই রাজ্যে ক্যানসার(cancer) রোগের চিকিৎসার জন্য উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন রতন টাটা। এই জন্য তাঁকে অসম সরকার সেই রাজ্যের সর্বোচ্চ অসামরিক পুরস্কার ‘ অসম বৈভব পুরস্কার’(Assam Baibhav Award) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন- না খেলেও চলবে, কিন্তু সেক্স চাই! পছন্দ সম্পর্কে জিজ্ঞাসা করতেই স্পষ্ট জবাব অভিনেত্রীর

২০১৮ সালে অসম সরকার এবং টাটা ট্রাস্ট(Tata Trust) যৌথভাবে সেই রাজ্যে ক্যান্সার(Cancer) চিকিৎসার জন্য বিশেষ সুবিধাযুক্ত কেন্দ্রর ভিত্তিপ্রস্তর স্থাপন করে। অসমে ক্যান্সার(cancer) চিকিৎসায় যাতে সেখানকার নাগরিকদের সমস্যা মেটানো যায় সেই কারণেই এই প্রকল্পের উদ্যোগ নিয়েছিল অসম সরকার (Assam Govt)। সেই রাজ্যে মানুষ যাতে বিনামূল্যে ক্যানসার নির্ণয় করতে পারেন সেই জন্য করা হয়েছে ‘স্টেট ক্যান্সার ইউনিট'( State Cancer Unit) এই প্রকল্পেই একটা বিরাট অঙ্কের দায়িত্বভার তুলে নিয়েছে টাটা ট্রাস্ট (Tata Trust)। কারণ এক্ষেত্রে প্রায় ২২০০ কোটি টাকা ধরা হয় যার প্রায় অর্ধেকটাই দেয় টাটা ট্রাস্ট (Tata Trust)। বাকি অর্ধেক টাকা দেয় অসম সরকার (Assam Govt)।

আরও পড়ুন-সাহসী দৃশ্যে না নেই, ক্যামেরার সামনে নগ্ন হয়েছেন এই বাঙালি অভিনেত্রীরা

অসম সরকার বিশিষ্ট ব্যক্তিদের এই সম্মান( honour) প্রদান অনেকটা বাংলার ধাঁচেই। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী( chief minister) পদে উন্নীত হয়ার পর এই রাজ্যেও এরকম পুরস্কার দেওয়া শুরু করেন। পশ্চিমবঙ্গে দেওয়া হয় ‘বঙ্গবিভূষণ’ ও ‘ বঙ্গভূষণ’ পুরস্কার। অসমেও একইভাবে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানিত করা হয়। সেপ্টেম্বর মাসেই অসমের ক্যাবিনেট বৈঠকে সেই রাজ্যে এই পুরস্কারের নাম বদল করা হয়। আগে এর নাম ছিল ‘অসম রত্ন’ পরে নাম বদলে করা হয়েছে ‘অসম বৈভব’। ‘অসম বিভূষণের’  নাম করা হয়েছে ‘অসম সৌরভ’ এবং ‘অসম ভূষণের’ নাম করা হয়েছে ‘অসম গৌরব’।




Back to top button