Sonia Gandhi: মৃত্যু শোকে আচ্ছন্ন গোটা দেশ, জন্মদিনেই বড় সিদ্ধান্ত সোনিয়ার

গতকালই এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় ভারতের প্রথম সিডিএস বিপিন রাওয়াতের(CDS Bipin Rawat)। কুনুরে(Kunur) সেনা হেলিকপ্টার(Helicopter) দুর্ঘটনার জেরেই মৃত্যু হয় তাঁর। তাঁর মৃত্যুর পর থেকে শোকাহত গোটা দেশ(India)। এক সামরিক পন্ডিত ও অভিভাবক হারালো ভারত। বহু রাজনৈতিক নেতা-নেত্রী তাঁর মৃত্যুতে শোকাগ্রস্থ। টুইটারে একের পর এক চলছে টুইট, তাঁর মৃত্যুতে বিষণ্ণতার মেঘ যেন ঢেকে দিয়েছে গোটা দেশকে।

উল্লেখ্য, তাঁর মৃত্যুর পরই এক বড় ঘোষণা করা হয় কংগ্রেস(Congress) তরফে। দলের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল তাঁর টুইটার হ্যান্ডেলে একটি টুইট মাধ্যমে জানান, “৯ই ডিসেম্বর কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী তাঁর জন্মদিন উপলক্ষ্যে কোনোরকম উদযাপন করতে চান না। পাশাপাশি, তিনি স্পষ্ট জানিয়েছেন যেন, কংগ্রেসের কোনো কর্মী তাঁর জন্মদিন উপলক্ষ্যে উদযাপন না করে।”

প্রসঙ্গত, ১৯৪৬ সালের ৯ ডিসেম্বর জন্ম হয় কংগ্রেস সুপ্রিমোর। বর্তমানে তিনি দেশের সেই অন্যতম ব্যাক্তি, যিনি দীর্ঘ সময় ধরে কংগ্রেসের মুখ্য পদের কাজ সামলেছেন। ১৯৯৮ সালে মার্চ মাস থেকে টানা ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত তিনি কংগ্রেসের মুখ্য পদের কাজ সামলেছেন। ২০০৪ সালের দলকে পুনরায় শাসকের মর্যাদা দিতে অমানবিক পরিশ্রম করেছিলেন এবং তাঁর ফলও লাভ করেছিলেন। চিরকালই কংগ্রেসের উপর নিজের প্রভাব বজায় রেখেছেন, যে কারণে দলের মধ্যেই কিছু সময় তাঁর বিরোধী মতের আবির্ভাব ঘটে।

আরও পড়ুন…..CDS Bipin Rawat: ভারতের বক্ষ জুড়ে স্বর্ণাক্ষরে থাকবে তাঁর নাম, ফিরে দেখা সেই প্রতিটি বিজয়ী মুহূর্ত

এদিকে, সূত্রের খবর, কংগ্রেসের সদর দফতরে সোনিয়া গান্ধীর জন্মদিন পালনের জন্য আয়োজিত হচ্ছিল অনুষ্ঠান, কিন্তু সময়ের ফাঁদে পড়ে এবং সোনিয়া গান্ধীর নির্দেশের জেরে আপাতত সেই সব কিছুতেই লেগে গেছে তালা। উল্লেখ্য, সিডিএস ভিপিন রাওয়াত এদিন বায়ুপথে সেনা হেলিকপ্টারের সহায়তায় সপরিবার ও কিছু উচ্চপদস্থ সেনা স্টাফের সঙ্গে ওয়েলিংটনের ক্যান্টনমেন্টের দিকে যাচ্ছিলেন। সেই পরিস্থিতিতেই কোয়েম্বাটর ও সুলুরের মধ্যে এক জায়গায় হটাৎ হেলিকপ্টারটি কোনো সমস্যার জেরে ভেঙে পড়ে। সুলুর এয়ারবেস থেকে সিডিএস বিপিন রাওয়াতের সঙ্গে যাত্রা করেছিলেন তাঁর স্ত্রী মাধুলিকা রাওয়াত, ব্রিগেডিয়ার এলএস লিডার ও এসও লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিংহ। ভারতীয় বায়ু সেনার করা একটি টুইট মাধ্যমে জানা যায়, দুপুরের দিকে এমআই১৭ভি৫(Mi-17V5) হেলিকপ্টারটি কুনুরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। সূত্রের খবর, গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ একমাত্র এই দুর্ঘটনার কবল থেকে বেঁচে ফেরা ব্যাক্তি। আপাতত, তিনি হাসপাতালে চিকিৎসারত।




Back to top button