পছন্দের সংখ্যাকে করতে হবে আধার কার্ডের নম্বর,আজব দাবি ব্যবসায়ীর! বল গড়াল হাইকোর্টে

সরকারি কাজ হোক বা বিদেশ ভ্রমণ, আইনি জটিলতা হোক বা আয়কর প্রতিক্ষেত্রেই বর্তমানে যেন বাধ্যতামূলক হয়ে উঠেছে আধার কার্ড(Digital Aadhar Card)।এদিকে গুরুত্বপূর্ণ নম্বর হওয়া সত্ত্বেও আকারে বেশ খানিকটা বড় হওয়ায় আধার নম্বর সহজে মনে রাখতে পারেন না বেশিরভাগ মানুষ। কিন্তু যদি নিজের জন্ম তারিখ, প্রিয় মাস বা সহজে মনে রাখা যায় এমন কোনও তারিখ দিয়ে আধার নম্বর তৈরি করা যেত তবে কেমন হত?

E-Aadhar Card Download,Digital Aadhar Card,Bangla News of Aadhar Card,Unique Identification Authority of India,ই-আধার কার্ড ডাউনলোড,ডিজিটাল আধার কার্ড,আধার কার্ডের বাংলা খবর,ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া

সূত্রের খবর, নিজের পছন্দের নম্বর আধার নম্বর করতে চেয়ে সম্প্রতি দিল্লিতে হাইকোর্টের(delhi highcourt) দ্বারস্থ হন এক ব্যবসায়ী। তার দাবি তার পছন্দের নম্বরেই করতে হবে আধার কার্ড। যদিও আদালতে সরাসরি এই প্রস্তাবের বিরোধীতা করেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (Unique Identification Authority of India UIDAI )। আধার অথরিটির দাবি এই প্রস্তাবে মান্যতা দিলে শীঘ্রই বড় বিশৃঙ্খলা তৈরি হবে।ইউআইডিএআই-র আইনজীবী জুহাইব হাসান বিচারপতি রেখা পল্লীকে জানান এই প্রস্তাবে সায় দেওয়া হলে শীঘ্রই বহু মানুষ নিজেদের পছন্দের নম্বরকে আধার নম্বর করতে চাইবেন। তাতেই হবে বড় বিপত্তি।

E-Aadhar Card Download,Digital Aadhar Card,Bangla News of Aadhar Card,Unique Identification Authority of India,ই-আধার কার্ড ডাউনলোড,ডিজিটাল আধার কার্ড,আধার কার্ডের বাংলা খবর,ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া

আইনজীবী হাসান আরও বলেন, বর্তমান কাঠামো আধার কার্ডধারীদের একাধিক স্তরের নিরাপত্তা প্রদান করে এবং যদি এই আবেদনটি গ্রহণ করা হয়, তাহলে সেখানে বিপুল সংখ্যক মানুষ তাদের আধার নম্বর পরিবর্তন করতে চাইবে, যেটা বাস্তবিক ভাবে সম্ভব নয়। এমনকী তাতে নিরাপত্তা সংক্রান্ত সমস্যা হতে পারে বলেও তাঁর মত। এই মামলার পরবর্তী শুনানি হবে জানুয়ারিতে। এদিকে আজকের ভারতে আধার কার্ড একটি বাধ্যতামূলক নথি। এটি ছাড়া আপনি কোনও সরকারি বা বেসরকারি কাজ বা ব্যাঙ্কের সাথে সম্পর্কিত কোন কাজ করতে পারবেন না। এজন্য আপনার জন্য আধার সম্পর্কিত প্রতিটি নিয়ম সম্পর্কে অবগত হওয়া বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ।

 




Back to top button