ছাত্রের সঙ্গে স্কুল শিক্ষিকার কুকীর্তি, তীব্র বিতর্ক শিক্ষামহলে

বর্তমানে বিশ্বকে গ্রাস করেছে বিকৃত যৌনাচার। কিছু মানুষ নিজেদের অতৃপ্ত আকাঙ্ক্ষাকে প্রশমিত করতে বেশিরভাগ সময়েই দ্বারস্থ হচ্ছে বিভিন্ন বিকৃত যৌনাচারের। গোটা বিশ্ব জুড়েই এধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। আর এসব কাজ কর্মের জন্যই বর্তমানে ‘সেক্স’ বিষয়টি নীল ছবির সাজানো কাহিনীর বদলে বাস্তবে প্রতিফলিত হচ্ছে বহু জায়গায়। বর্তমানে এমনই একটি ঘটনা আবার দেখা গেল মাদুরাইতে, যেখানে তরুণ ছাত্রদের সঙ্গে সঙ্গম করতে গিয়ে ধরা পড়ে গ্রেফতার হন একজন স্কুল শিক্ষিকা।

প্রত্যেক ছাত্রের বৌদ্ধিক ও নৈতিক বিকাশে শিক্ষকের এক গুরুত্বপূর্ণ অবদান থাকে।তবে শিক্ষকই যদি ভুল পথে চালিত হয় সেখানে ছাত্রের মানসিক বিকাশে সংশয় থেকে যায়।আর এরকমই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে তামিলনাড়ুর মাদুরাইতে। সেখানকারই এক সরকারি স্কুলের শিক্ষিকা ছিলেন ৪২ বছরের এক মহিলা। জানা যায় সেই শিক্ষিকা নিজের বাড়িতে ১৬ বছরের তার তিন ছাত্রকে আনেন এবং তারপর শারীরিকভাবে ঘনিষ্ঠ হন। প্রসঙ্গত ১২ বছর পূর্বে অবৈধ সম্পর্কে জড়ানোর জন্য নিজের স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়েছিল তার। আর তার সেই প্রেমিকও বর্তমানের এই ঘটনায় যুক্ত ছিলেন।

এই ঘটনায় ভয় পেয়ে চুপ করে থাকেনি শিক্ষিকার নির্যাতিত ওই তিন নাবালক ছাত্র। জানা গেছে ওই তিন ছাত্রই নাকি তাদের শিক্ষিকা এবং সেই প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ করেছিল পুলিশের কাছে। মাদুরাই দক্ষিণ অল উইমেন থানাতেই তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল তারা। আর এরপরেই তাঁদের দুজনকেই গ্রেফতার করে মাদুরাই পুলিশের সাইবার সেল। সেই সাইবার সেলের এক ঊর্ধ্বতন কর্তার থেকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যায় যে সেই শিক্ষিকার প্রেমিক ভিডিওটি নিজের কয়েকজন বন্ধুর সঙ্গে শেয়ার করেছিলেন।

img 20220509 194254

আরও পড়ুন: পাকিস্তানি শো- তে রবীন্দ্রসঙ্গীত, শুনে বিস্মিত আপামর বাঙালী

বর্তমানে তামিলনাড়ু পুলিশের সাইবার সেল ভিডিওটি আর কার কার কাছে শেয়ার করা হয়েছিল সে বিষয়ে তদন্ত করে দেখছে। এমনকি ভিডিওটি যাদের কাছে পাঠানো হয়েছিল তাদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এমনকি প্রয়োজনে তাদের গ্রেফতারও করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ। সেই সাইবার সেলের এক কর্মকর্তা জানিয়েছেন যে যারা ওই ভিডিও শেয়ার করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর সেই শিক্ষিকা এবং তার প্রেমিকের বিরুদ্ধে পকসো অ্যাক্টের ধারায় নাবালকদের যৌন নির্যাতন, অশ্লীল বিষয়বস্তু প্রচার এবং অপরাধমূলক উদ্দেশ্যে ভয় দেখানোর অভিযোগ দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: রামকে নিয়ে রসিকতাই খুলল ভাগ্যের দরজা, মুনাওয়ার ফারুকি হয়ে গেলেন লাখপতি




Leave a Reply

Back to top button