ambulence for cow- গরুর জন্য চালু হচ্ছে বিশেষ অ্যাম্বুলেন্স, ফের নতুন নজির এই বিজেপি শাসিত রাজ্যে
ডিসেম্বর থেকে উত্তরপ্রদেশে চালু হচ্ছে ‘অভিনব অ্যাম্বুলেন্স'(Abhinava Ambulace)-এর পরিষেবা। এই পরিষেবার সুবিধা দেওয়া হবে কেবলমাত্র গরুদের। বর্তমানে প্রাথমিকভাবে এই প্রকল্পের আওতায় ৫১৫টি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে উত্তর প্রদেশ সরকার। এই অ্যাম্বুলেন্সের পরিষেবা পাওয়া যাবে 24×7। পরিষেবাটির কল সেন্টারে ফোন করার ১৫ মিনিটের মধ্যে উপস্থিত হয়ে যাবে অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্সে উপস্থিত থাকবেন একজন ডাক্তার, একজন মেডিকেল স্টাফ ও একজন ডাক্তার।
উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের(Yogi Adityanath) সরকার গো-সুরক্ষার ব্যাপারে প্রথম থেকেই অত্যন্ত সচেতন। গোহত্যা বন্ধ, গরু জবাই ও চোরাচালানের বিরুদ্ধে প্রতিবাদ যোগী আদিত্যনাথের সরকারের একটি সাফল্যমন্ডিত কর্মসূচি। অভিনব অ্যাম্বুলেন্সের পরিষেবা ঘোষণা করার সময় দুগ্ধ উন্নয়ন,পশুপালন ও মৎস্য দপ্তরের মন্ত্রী লক্ষীনারায়ন(Laxminarayana) বলেন, “গরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা এই পরিষেবা দিতে দায়বদ্ধ।”
উত্তরপ্রদেশ রাজ্যে গরুর সংখ্যা প্রায় সাত লক্ষ, যার মালিকরা তাদের খাদ্য এবং পশুখাদ্যের জন্য প্রতি মাসে ৯০০ টাকা পান রাজ্য সরকারের তরফ থেকে। এমনকি মে মাসে, করোনা(COVID-19) আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সরকার রাজ্যের ৫০০০-এরও বেশি গরু সুরক্ষা কেন্দ্রকে থার্মাল স্ক্যানার(Thermal Scanner) এবং অন্যান্য চিকিৎসা সরঞ্জাম রাখার নির্দেশ দিয়েছিল।
মন্ত্রী লক্ষী নারায়ণ আরও জানান, খুব শীঘ্রই উত্তরপ্রদেশ সরকার এমন একটি কৌশল ব্যবহার করতে চলেছে, যার সাহায্যে একটি জীবাণুমুক্ত গাভীও দিনে কুড়ি লিটার দুধ উৎপাদন করতে সক্ষম হবে। তিনি বলেছেন, “এই ধরনের গরু কেউ সহজে ছাড়তে চাইবেন না।” রাজ্যে জনসাধারণের উপদ্রব হয়ে পড়া বিপুল সংখ্যক বিপথগামী গবাদি পশুর উল্লেখ করে মন্ত্রীবাবু যোগ করেন, কৌশলটি অভিনব, কারণ উৎপাদিত গবাদি পশুর ৮০ শতাংশই হবে স্ত্রী। রাজ্যের আটটি জেলায় এটি পরীক্ষামূলক ভিত্তিতে পরীক্ষা করা হবে।
আরও পড়ুন…… Rakhi slams Kangana : ‘নরকেও ঠাঁই হবে না’ হাসপাতালের শুয়েই কঙ্গনাকে অভিশাপ রাখি সাওয়ান্তের
রাজ্যের মানুষের জন্য দুটি অ্যাম্বুলেন্স হেল্পলাইন নম্বর(Helpline Number) রয়েছে। গর্ভবতী মায়েদের জন্য অ্যাম্বুলেন্স ১০২ এ উপলব্ধ, অন্য জরুরী অবস্থার জন্য ১০৮ এ উপলব্ধ। গো সুরক্ষা নিয়ে সচেতন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, “আগের সরকার গো-হত্যা কে প্রশ্রয় দিয়েছিল।”