অনিশ্চয়তায় কপিল শর্মার শো, অভিনেতারা সরে দাঁড়াচ্ছেন কপিলের থেকে

রাজকুমার মণ্ডল, কলকাতা : বড় সমস্যায় কপিল শর্মা শো ঘিরে। একের পর এক অভিনেতা অভিনেত্রীরা শো ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। নির্মাতা ও কপিলের ( The Kapil Sharma Show )সঙ্গে সমস্যা? অন্য কোনও কারণ? কপিল শর্মার শো ছেড়ে বেরিয়ে এলেন অভিনেত্রী সুমনা চক্রবর্ত্তী। এর আগে সুনীল গ্রোভার থেকে শুরু করে আলি, উপাসনা সিং সকলেই কপিলের শো ছেড়েছেন। অকস্মাৎ সুমনা নিজেও কপিলের শো ছেড়ে বেরিয়ে এলেন। সুমনার অভিযোগ এই শো ( The Kapil Sharma Show )তাকে খুব একটা আহামরি কিছু দেয়নি। নিজের গরজে অভিনয় করতেন সুমনা। অনেক সময়ে সেরকম ভাবে অভিনয় করার সুযোগ পাননি অভিনেত্রী সুমনা চক্রবর্ত্তী।
‘দ্য কপিল শর্মা’ শোয়ে সুমনার ভুমিকা ছিল কপিলের সঙ্গে একটু আধটু খুনসুটি। মজা ও হাস্যরসে পরিপূর্ণ শো বেশ জনপ্রিয়। সুমনা জানান এই শো ( The Kapil Sharma Show )তার আত্মপ্রকাশের জায়গা করে দিতে পারেনি। সুমনা অনেক পরিশ্রম করলেও জনপ্রিয়তা অর্জন করতে পারেননি। একে একে সকল অভিনেত্রীরা শো ছেড়ে বেরিয়ে এসেছেন। কারণ অভিনেত্রীরা মনে করছেন, এই শো অনেকটা পুরুষ আধিপত্যমূলক। পুরুষদেরও নারী সাজানো হয় এই শোতে, বলে অভিযোগও রয়েছে। অভিনেত্রা সুমনা চক্রবর্ত্তীকে কপিল শর্মা শোয় বার দুয়েক দেখা গেছে।
আরও পড়ুন বেজায় ক্ষিপ্ত অভিনেত্রী অনামিকা, দুই অভিনেত্রীর তরজা প্রকাশ্যে
অভিনেত্রী সুমনা চক্রবর্ত্তীকে কপিল শর্মা না পেলেও, অন্য আরও একটি শোতে অভিনয় করতে দেখা যাবে। একটি আঞ্চলিক শোতে বিশেষ চরিত্রে দেখা যাবে সুমনাকে। ‘সোনার বেঙ্গল’ নামক শো শুরু ৩০ মার্চ থেকে রেট্রো এবং আধুনিকতার সংমিশ্রনে তৈরী এই শো ( The Kapil Sharma Show )। শোনা যায়, কপিল শর্মার শোয়ের সঙ্গে সুমনার সমস্যা ছিল প্রথম দিন থেকেই। সুমনা বার বারই বলতেন তাঁকে শোতে সেরকমভাবে মন খুলে অভিনয় করতে বাধা দেওয়া হত। ফলে কাজ করতে অসুবিধা হত।