‘দীর্ঘদিন চেপে রাখা সত্যিকে তুলে ধরেছে কাশ্মীর ফাইলস’ – মোদী

সম্প্রতি সিনেমাহলে মুক্তি পেয়েছে দ্যা কাশ্মীর ফাইলস। ছবিটির পরিচালনা করেছেন বিবেক অগ্নিহত্রি। ১৯৯০ সালে কাশ্মীরি পণ্ডিতদের পলায়নের উপর ভিত্তি করে তৈরি হয়েছে ছবির প্রেক্ষাপট (The Kashmir Files)। ছবিটির চিত্রনাট্য এবং  অভিনয় যে ছবিটিকে অন্য মাত্রা দিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু  রাজনৈতিক ভাবে এই ছবিটির একটি বিশেষ গুরুত্ব আছে বলে বুঝতে পারছে রাজনৈতিক মহল(The Kashmir Files)।

আরও পড়ুন: বক্স অফিস ১০০ কোটি! সত্য ঘটনার উপর তৈরি বলিউড কাপানো সিনেমা

মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার একটি বক্তব্য চলাকালীন এই ছবিটির প্রশংসা করে বলেন আমাদের সমাজে এই রকম ছবির আরও প্রয়োজন রয়েছে। এছাড়াও চিত্র পরিচালকদের ভূমিকা নিয়েও তিনি গুরুত্বপূর্ণ কথা বলেন। তিনি আরো বলেন যে এই ছবিটির জন্য দেশ সত্যিটা জানতে পারবে(The Kashmir Files)। সংসদ ভবনে কাজ শুরুর আগের মুহূর্তে একটি বিশেষ সভায় মোদী এই ছবির উল্লেখ করেন এবং ইতিহাসকে কিভাবে চলচ্চিত্রে দেখানো প্রয়োজন সেই সম্পর্কেও কথা বলেন তিনি। এইদিন মোদী বলেন, “যারা সব সময় মতপ্রকাশের স্বাধীনতার পতাকা তোলে, তারা অস্থির। ঘটনা পর্যালোচনা না করে, প্রচার চালানো হচ্ছে ছবিটিকে বদনাম করার জন্য..”।

বলাই বাহুল্য এই ছবিতে পরিচালক গোটা ইসলাম জাতিকে খলনায়কের চরিত্রে দেখিয়েছেন, যা বিজেপির সমর্থকদের অক্সিজেন যুগিয়েছে। এছাড়াও দেশের অন্যতম বৃহৎ বিশ্ববিদ্যালয় জে.এন.ইউ- কে দেশবিরোধী কার্যকলাপের পীঠস্থান রূপে দেখিয়েছেন। এই ভাষণ চলাকালীন প্রধানমন্ত্রী বলেন ১৯৭৫- এর ইমার্জেন্সী, ১৯৪৭ এর ১৪ আগস্টে জিন্নার ডাকা ডাইরেক্ট একশন ডে, এইসমস্ত স্পর্শকাতর বিষয়ে সিনেমা বানানোর প্রয়োজন রয়েছে(The Kashmir Files)। এছাড়াও তিনি জানান ভারত ভাগ নিয়েও এমন কোনো ছবি তৈরীই হয়নি এখনও পর্যন্ত যা মানুষের সামনে সমস্ত সত্যিটা তুলে ধরবে(The Kashmir Files)।

আরও পড়ুন: “বিষয় খুব গুরুতর, তাই রাখতে চাইনি কমেডিয়ান”- কাশ্মীর ফাইলস বিতর্কে কপিলের পাশে অনুপম

তিনি আরো জানান, ” অনেক বছর ধরে চাপা পরে থাকা সত্যিকে তুলে ধরেছে এই ছবি, কাশ্মীর ফাইলস এবং গান্ধীর মত ছবি আরও তৈরি হওয়ার প্রয়োজন রয়েছে”। বিজেপি শাসিত রাজ্যে এই ছবিটিকে করমুক্ত করা হয়েছে। মঙ্গলবার উত্তর প্রদেশ সরকার এই ছবিটিকে সম্পূর্ণ করমুক্ত করার ঘোষণা করে (The Kashmir Files)। ১২ই মার্চ এই ছবির পরিচালক বিবেক অগ্নিহত্রী এবং অভিনেতা পল্লবি যোশী প্রধানমন্ত্রী মোদীর সাথে দেখা করেন।




Leave a Reply

Back to top button