TMC: নজরে গোয়া, ঘাসফুলের টিকিটে রাজ্যসভায় পা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

লুইজিনহো ফেলেইরোকে রাজ্যসভায় পাঠাচ্ছে তৃণমূল। শনিবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে টুইটার মাধ্যমে এই খবর প্রকাশ্যে আসে। টুইটে লেখা হয়েছে, “লুইজিনহো ফেলেইরোকে সংসদের উচ্চকক্ষে মনোনিত করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। দেশকে সেবা করার তাঁর প্রচেষ্টা জনগণের দ্বারা ব্যাপকভাবে প্রশংসিত হবে বলে আমরা আত্মবিশ্বাসী।”

চলতি বছর ১৫ সেপ্টেম্বর হঠাৎই তৃণমূলের অর্পিতা ঘোষ রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন। সংগঠনে সময় দেবেন বলেই তাঁর ইস্তফা বলে জানিয়েছিলেন অর্পিতা। এরপর থেকেই রাজ্যসভায় বাংলার ওই আসনটি ফাঁকা রয়েছে। ইতিমধ্যে কমিশন সূত্রে খবর, আগামী ২৯ নভেম্বর রাজ্যসভার ওই আসনে ভোট হবে। এরপর থেকেই রাজ্য রাজনীতি জুড়ে বেশ জল্পনা শুরু হয়েছিল যে, কে অধিগ্রহণ করতে চলেছে ওই আসন। অবশেষে গোয়াকে পাখির চোখ করে তৃণমূল শিবির তরফে ওই আসনের জন্য বেছে নেওয়া হল গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরোকে। ২০০৬ সালের ২ এপ্রিল পর্যন্ত লুইজিনহো ফেলেইরো রাজ্যসভায় সাংসদ পদে কাজ করতেন।

বাংলায় তৃণমূলের হ্যাটট্রিকের পর দেশের সামনে এক বিজেপি বিরোধী মুখ হয়ে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার সেই ভাবমূর্তিকেই কাজে লাগিয়ে দেশের তিন রাজ্য জয়ের পথে নেমে পড়েছে তৃণমূল। জয়ের লক্ষ্যকে সামনে রেখে বিজেপি-বিরোধী এই লড়াইয়ের তরুণ মুখ হয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দল তরফে নতুন দায়িত্ব পেয়েই তিনি ছুটে গেছেন ত্রিপুরায়। সে রাজ্যের বিজেপি বিরোধী লড়াইয়ে তৃণমূলের পুরভাগে তিনিই।

আরও পড়ুন…Diabetes: ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে চান, বজায় রাখতে হবে কয়েকটা অভ্যাস

অন্যদিকে, আরব সাগরের তীরে সৈকত রাজ্য গোয়াকে পাখির চোখ করেছে তৃণমূল। বিজেপি বিরোধী লড়াইয়ে সংগঠনে কংগ্রেসকেও ভাঙতে মরিয়া তৃণমূল। ইতিমধ্যে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি লুইজিনহো ফেলেইরো বাংলার শাসক দলে যোগ দিয়েছেন। তাঁকে সম্মান জানিয়ে দলের তরফে সর্বভারতীয় সভাপতির পদও দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, গোয়াবাসীকে আশ্বস্ত করতে পুজোর পরই সেরাজ্যে গিয়েছেন তৃণমূল নেত্রীও। আগামী বছর মার্চেই সম্ভব গোয়ায় বিধানসভা ভোট হবে। বিজেপিকে হারাতে মরিয়া তৃণমূল। তাই ভোটযুদ্ধে নামার আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরোকে রাজ্যসভায় পাঠিয়ে গোয়াবাসীকে বার্তা দিতে চাইল তৃণমূল।




Back to top button