TMC in Goa- কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মিত্র এবার গোয়ার দায়িত্বে
তৃণমূলের এই নেত্রীর একাধিক বক্তব্য বা ভাষণ শাসক বিরোধী সহ উভয়েরই মন জয় করে নিয়েছে। পড়াশুনা ও কর্মসূত্রে দীর্ঘদিন বিদেশে থাকার সুবাদে ইংরেজিতে যথেষ্ট সাবলীল তিনি। এক সঙ্গে পাল্লা দিয়ে হিন্দিও বলতে পারেন। তাই এই গুরুত্বপূর্ণ কাজের জন্যে তাঁর থেকে ভাল বিকল্প আর কেউ হতে পারেনা বলেই মনে করেছে তৃণমূল (Trinomul)।
আগামী বছরই গোয়াতে বিধানসভা নির্বাচন। জাতীয় রাজনীতিতে নিজেদের আরও প্রাসঙ্গিক করতে গোয়াকে তৃণমূল যে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে সেকথা আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল। গতমাসে ২৮ তারিখ তিন দিনের গোয়া সফরে গিয়েছিলেন স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। গোয়া নিয়ে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলো তৃণমূল। দলের হয়ে সেই রাজ্যের বিধানসভা ভোট পরিচালনার দায়িত্ব দেওয়া হল কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে (Mahua Moitra)। দলের সব কটি সোশ্যাল মিডিয়া প্রোফাইলে পর্যবেক্ষক হিসেবে গোয়াতে মহুয়াকে নিয়োগের কথা জানিয়ে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মহুয়াকে এই দায়িত্ব দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এখানেই শেষ নয়, তিনি বলেন, ‘রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শামিল হতে মানুষ বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে দুই হাত তুলে আশীর্বাদ করছে। তাই জেতার ব্যাপারে আমি পুরোটাই আশাবাদী।’
অজানা ‘সুপারফিসের’ গল্প, মাছেদের রাজার দাম শুনলে চোখ কপালে উঠবেই
নিজের রাজনৈতিক জীবনে মহুয়া বুঝিয়ে দিয়েছেন, ঠাণ্ডা ঘরে বসে রাজনীতি তাঁর ‘না পসন্দ’। নেতা কর্মীদের সঙ্গে নিয়ে মাঠে ময়দানে রাজনীতি করতে তিনি পারদর্শী। অতীতে ২০১৬ সালে, এই ম্যাজিকেই করিমপুর বিধানসভা আসন থেকে জিতে আসেন মহুয়া। গোয়াতে মহুয়াকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে, এই ধারণা আগেই ছিল। মমতার গোয়া সফরের আগেই গোয়া সমুদ্র বিচে রহস্যজনক-ভাবে মৃত তরুণীর বাড়িতে যায় তৃণমূলের এক প্রতিনিধি দল। সেই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন মহুয়া। মৃতার পরিবারের সঙ্গে দেখা করে বেরিয়ে, বিজেপিকে তীক্ষ্ম ভাষায় আক্রমণ করেছিলেন মহুয়া। এহেন মহুয়া মৈত্রকে গোয়া ভোটের প্রধান সেনাপতি হিসেবে বেছে নিয়ে সূক্ষ্ম রাজনৈতিক চাল দিল তৃণমূল, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।