Farm Law Repealed- অবশেষে কৃষক আইন প্রত্যাহার, কৃষকদের প্রতি শুভেচ্ছাবার্তা জানিয়ে ট্যুইট বিরোধীদের
গত একমাসের যুদ্ধশেষে আজ গুরু নানকের জন্মদিনের (Guru Nanak Jayanti) দিন বিজয়রথের পতাকা ওড়ালেন সংযুক্ত কিষাণ মোর্চা (Samyukt Kisan Morcha)। তিনটি কৃষক আইন (Farm Laws) প্রত্যাহারের দাবি মেনে নিল কেন্দ্র সরকার। কৃষক আইন প্রত্যাহার করা হচ্ছে ঘোষণা করে কৃষকদের ফের মাঠে ফেরার আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর থেকেই দেশজুড়ে শুভেচ্ছা বার্তার বন্যা বয়ে যাচ্ছে বিরোধী দল ও তাদের অনুগামীদের পক্ষ থেকে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে দিল্লীর অরবিন্দ কেজরিওয়াল বাদ পড়েননি কেউই।
কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ট্যুইট
প্রধানমন্ত্রীর আইন প্রত্যাহার করার পর ঐ দিন সকালে টুইট করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) ট্যুইট করে জানান, “দেশের অন্নদাতারা সত্যাগ্রহের মাধ্যমে অহঙ্কারের মাথা নত করে দিয়েছেন। অন্যায়ের বিরুদ্ধে এই জয়ের জন্য শুভেচ্ছা। জয় হিন্দ, জয় হিন্দ কা কিষাণ।” একই সঙ্গে তিনি রিট্যুইট করেন গত ১৪ জানুয়ারিতে সাংবাদিকদের দেওয়া তাঁর একটি সাক্ষাৎকারের ভিডিয়ো। যেখানে সাংবাদিকদের উদ্দেশে রাহুল গান্ধী কে বলেন, “আমি ভারতীয় কৃষকদের জন্য গর্বিত, সব সময় তাঁদের পাশে আছি। এ লড়াই সত্যের লড়াই। একদিন এমন আসবেই যে দিন সরকার এই কালা কানুন প্রত্যাহার করতে বাধ্য হবে।”
देश के अन्नदाता ने सत्याग्रह से अहंकार का सर झुका दिया।
अन्याय के खिलाफ़ ये जीत मुबारक हो!जय हिंद, जय हिंद का किसान!#FarmersProtest https://t.co/enrWm6f3Sq
— Rahul Gandhi (@RahulGandhi) November 19, 2021
কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর ট্যুইট
কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi) এইদিন ট্যুইট করে জানান, “৬০০ জন কৃষক শহীদ ৩৫০ দিনের বেশি সংগ্রাম, @narendramodi জি আপনার মন্ত্রীর ছেলে কৃষকদের পিষে মেরেছে, আপনি পাত্তা দেননি। আপনার দলের নেতারা কৃষকদের অপমান করে সন্ত্রাসী, দেশদ্রোহী, গুন্ডা, দুর্বৃত্ত বলেছেন, আপনি নিজেই আন্দোলনকারী বলেছেন, তাদের উপর লাঠিচার্জ করেছেন, গ্রেপ্তার করেছেন। এখন আপনি নির্বাচনে পরাজয় দেখতে শুরু করেছেন, তারপর হঠাৎ আপনি এই দেশের সত্য বুঝতে শুরু করেছেন – এই দেশ কৃষকের দ্বারা তৈরি, এই দেশ কৃষকের, কৃষক এই দেশের প্রকৃত তত্ত্বাবধায়ক। সরকার এদেশের কৃষকদের স্বার্থকে চূর্ণ করে কখনোই দেশ চালাতে পারে না। আপনার ভাবনা এবং আপনার পরিবর্তনশীল মনোভাব বিশ্বাস করা কঠিন। কৃষকদের সর্বদা ভালো হবে। জয় জওয়ান, জয় কিষাণ, জয় ভারত।”
600 से अधिक किसानों की शहादत
350 से अधिक दिन का संघर्ष, @narendramodi जी आपके मंत्री के बेटे ने किसानों को कुचल कर मार डाला, आपको कोई परवाह नहीं थी।आपकी पार्टी के नेताओं ने किसानों का अपमान करते हुए उन्हें आतंकवादी, देशद्रोही, गुंडे, उपद्रवी कहा, आपने खुद आंदोलनजीवी बोला..1/3
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) November 19, 2021
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ট্যুইট
কৃষক আইন প্রত্যাহার প্রসঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) ট্যুইট করে লেখেন, “আজ গুরু নানক দিবসে কী দারুণ খবর পেলাম। তিনটি আইনই বাতিল করা হয়েছে। সাত শতাধিক কৃষক শহীদ হন। তার শাহাদাত অমর হয়ে থাকবে। আগামী প্রজন্ম মনে রাখবে কিভাবে এদেশের কৃষকরা কৃষক ও কৃষককে বাঁচাতে জীবন বাজি রেখেছিল। আমি আমার দেশের কৃষকদের সালাম জানাই।”
आज प्रकाश दिवस के दिन कितनी बड़ी ख़ुशख़बरी मिली। तीनों क़ानून रद्द। 700 से ज़्यादा किसान शहीद हो गए। उनकी शहादत अमर रहेगी। आने वाली पीढ़ियाँ याद रखेंगी कि किस तरह इस देश के किसानों ने अपनी जान की बाज़ी लगाकर किसानी और किसानों को बचाया था। मेरे देश के किसानों को मेरा नमन
— Arvind Kejriwal (@ArvindKejriwal) November 19, 2021
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের ট্যুইট
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব (Akhilesh Yadav) প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর কেন্দ্রীয় শাসক দলকে সরাসরি আক্রমণ করে ট্যুইটারে লেখেন, “ধনীদের জমি অধিগ্রহণ ও কালো আইন দিয়ে গরিব-কৃষকদের ঠকাতে চেয়েছিল বিজেপি। পেরেক বেঁধে, চুল টেনে কার্টুন বানিয়ে, জীপে চড়ে। কিন্তু পূর্বাচলের এসপির বিজয়যাত্রাকে জনসমর্থনের ভয়ে কালো আইন প্রত্যাহার করে নেয়। শতাধিক কৃষকের মৃত্যুর দোষীদের কবে শাস্তি হবে বলুন বিজেপি।”
अमीरों की भाजपा ने भूमिअधिग्रहण व काले क़ानूनों से ग़रीबों-किसानों को ठगना चाहा। कील लगाई, बाल खींचते कार्टून बनाए, जीप चढ़ाई लेकिन सपा की पूर्वांचल की विजय यात्रा के जन समर्थन से डरकर काले-क़ानून वापस ले ही लिए।
भाजपा बताए सैंकड़ों किसानों की मौत के दोषियों को सज़ा कब मिलेगी।
— Akhilesh Yadav (@yadavakhilesh) November 19, 2021
জাতীয় রাষ্ট্রপতি ও উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতীর ট্যুইট
এই প্রসঙ্গে জাতীয় রাষ্ট্রপতি ও উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী (Mayawati) টুইটারে একটি ছবি পোস্ট করেন। যে ছবিটিতে সেই সেইদিনের সাংবাদিক সম্মেলনে তার বক্তব্যের কথা লেখা ছিল। সেই ছবিতে উল্লেখ করা হয়, ” প্রায় এক বছর ধরে শীত, গরম, বৃষ্টি ইত্যাদির মুখে নিজের আন্দোলনে অটল থাকার বলিদান। সেই বিতর্কিত তিনটি আইন অনেক দেরিতে প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে, যার জন্য আন্তরিক অভিনন্দন। দেশের সব কৃষক। কেন্দ্রীয় সরকার যদি আরও আগেই এই সিদ্ধান্ত নিত, তাহলে দেশ অনেক ধরনের ঝগড়া, ঝামেলা এবং ঝামেলা ইত্যাদি থেকে রক্ষা পেত। একটি জাতীয় আইন প্রণয়নের এই বিশেষ দাবিটিও অপূর্ণ থেকে যায়, যার জন্য বিজেপি সংসদের শীতকালীন অধিবেশনে এ বিষয়ে আইন করে কেন্দ্রীয় সরকারের উচিত ছিল কৃষকদের এই দাবি মেনে নেওয়া। কৃষকদের এই আন্দোলনে যে সব কৃষক শহীদ হয়েছেন তাদের যথাযথ আর্থিক সাহায্য এবং তাদের পরিবারের একজনকে সরকারি চাকরি দিতে হবে। সকলকে পূর্ণিমা উৎসব এবং গুরু নানক দেব জয়ন্তীর শুভেচ্ছা ও শুভকামনা।”
19-11-2021-BSP PRESS NOTE-KRISHI QANOON WAPSI RE-ACTION pic.twitter.com/G9TZb1jnc8
— Mayawati (@Mayawati) November 19, 2021
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাযয়ের ট্যুইট
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রধানমন্ত্রীর কৃষক আইন প্রত্যাহারের ঘোষণার পর ট্যুইটারে লেখেন, “আমার আন্তরিক অভিনন্দন প্রত্যেক একক কৃষককে যারা নিরলসভাবে লড়াই করেছে এবং @BJP4India আপনার সাথে যে নিষ্ঠুর আচরণ করেছে তাতে আপনারা বিচলিত হননি। এটি আপনার বিজয়! এই লড়াইয়ে যারা তাদের প্রিয়জনকে হারিয়েছে তাদের প্রত্যেকের প্রতি আমার গভীর সমবেদনা।”
My heartfelt congratulations to every single farmer who fought relentlessly and were not fazed by the cruelty with which @BJP4India treated you. This is YOUR VICTORY!
My deepest condolences to everyone who lost their loved ones in this fight.#FarmLaws
— Mamata Banerjee (@MamataOfficial) November 19, 2021