Uttar Pradesh Election- ধর্মই প্রচারের হাতিয়ার, নির্বাচনের আগে রথযাত্রাই ব্রহ্মাস্ত্র বিজেপির
সামনেই উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন। পুনরায় উত্তরপ্রদেশে নিজেদের আধিপত্যকে ধরে রাখতে জোর কদমে নেমে পড়েছে গেরুয়া শিবির। ভোটারদের দুয়ারে পৌছতে চায় উত্তরপ্রদেশ বিজেপি সরকার। সামনে ভোট সুতরাং কোনোরকম ভুল-ত্রুটি কোনো মতেই নয়। আর এই নির্বাচনে নিজেদের পুনরায় সংখ্যাগরিষ্ঠ ভোটের সঙ্গে ক্ষমতায় আনতে রয়েছে একাধিক পরিকল্পনা। সূত্র অনুযায়ী, ভোটারদের কাছে পৌঁছানোর জন্য বিজেপি তরফে বের করা হবে চারটি রথযাত্রা। লক্ষ্য এই রথযাত্রার মাধ্যমেই সমাজের প্রতিটি ভোটার ও প্রতিটি ব্যাক্তির কাছে পৌঁছানো।
কবেই বা বেরোবে এই রথযাত্রা?
জানা গিয়েছে, সম্ভবত ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে উত্তরপ্রদেশে রথযাত্রা বের করার সিধান্ত নিচ্ছে বিজেপি সরকার। তবে তা চূড়ান্ত সিধান্ত নয়। এই রথগুলি পশ্চিম উত্তরপ্রদেশ, পুর্বাচল, বুন্দেলখন্ড, অবধ, ব্রজ-সহ সমস্ত এলাকা দিয়ে যাবে। এখনও পর্যন্ত নেওয়া প্রস্তুতি অনুযায়ী, রথযাত্রাগুলি ৪টি ভিন্ন পথে যাবে। রথযাত্রায় অংশ নেবেন বিজেপির বহু বর্ষীয়ান নেতা। এছাড়াও, থাকবেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও উপমন্ত্রী।
উল্লেখ্য, এই রথের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারের অর্জনের কথা জানাবে দল। সূত্র অনুযায়ী, এই রথযাত্রা চলবে ১৫ দিন ধরে এবং রথযাত্রা শেষ হবে লখনউতে। যেখানে আগেভাগে আয়োজিত থাকবে একটি সমাবেশ। জানা গিয়েছে, রথযাত্রা শেষ হওয়ার তারিখ সম্ভবত ২৫ ডিসেম্বর। পাশাপাশি, বিজেপি সমাবেশটিও ওই দিনই অর্থাৎ অটল বিহারি বাজপাই-এর জন্মদিন ২৫ ডিসেম্বরের দিনই আয়োজন করা হবে।
আরও পড়ুন……Guru Nanak কে ছিলেন গুরু নানক, জেনে নিন শিখ ধর্মগুরুর কিছু অপার কীর্তি সম্পর্কে
বলা বাহুল্য, ধর্মকে হাতিয়ার করে বিজেপির এই রথযাত্রা প্রচার পদ্ধতি আজকের নয়। কয়েকমাস আগে হওয়ার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনেও বিজেপি এই রথযাত্রার আয়োজন করেছিল। ১৯৯০ সাল থেকেই বিজেপি তাঁদের প্রচার মাধ্যমে ব্রম্ভাস্ত্র হিসাবে রথযাত্রাকে ব্যবহার করে যাচ্ছে। এই রথযাত্রার সূত্রপাত ঘটে এল কে আদবানি-র পদযাত্রার পরিকল্পনা থেকে।