Hyperloop Train- ঝড়ের গতি নিয়ে আসছে নতুন ট্রেন, ২০ ঘন্টার পথ পার করতে পারবেন মাত্র ২ ঘন্টায়
এবার মাত্র দু’ঘন্টাতেই পেরোবে দেড় হাজার কিলোমিটার পথ। একদম সামান্য সময়ের মধ্যেই পৌঁছে যাওয়া যাবে দিল্লি থেকে কলকাতায়। খানিক অবাক? স্বাভাবিক! কিন্তু এটা কোনো কল্পনাজনিত কথা নয়, এর নেপথ্যে রয়েছে হাইপারলুপ ট্রেন। পরিবহন ব্যবস্থায় সবচেয়ে দ্রুত গতির ট্রেন এটি। এবং ভারতের শীঘ্রই এই ট্রেনের সূচনা হতে চলেছে।
নীতি আয়োগের সদস্য ভিকে সরস্বত জানিয়েছেন, “ভারতের নিজস্ব হাইপারলুপ টেকনোলজি আনার যথেষ্ট পরিকাঠামো রয়েছে। যদিও সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে গড়তে তা যথেষ্ট সময় লাগবে। আর এই জন্যই বিদেশি কোম্পানিগুলিকে আহ্বান জানানো উচিত।” তিনি আরও বলেন, “এই টেকনোলজির ব্যবসায়িক সম্ভাবনা খতিয়ে দেখার জন্য একটি কমিটি নিয়োগ করা হয়েছে। পাশাপাশি, টেকনোলজিটি কতটা নিরাপদ, সেই বিষয়েও চলছে পর্যালোচনা।” টিউবের মধ্যে দিয়ে দ্রুত গতিতে ছুটে যাবে হাইপারলুপ ট্রেন(Hyperloop Train)।
আরও পড়ুন – স্বাস্থ্য সাথী কার্ডের টাকা ফুরিয়ে গেলেও পাওয়া যাবে চিকিৎসা জানালেন স্বাস্থ্য অধিকর্তা
প্রসঙ্গত, এলোন মাস্ক(elon mask) বিশ্বের সামনে সর্বপ্রথম হাইপারলুপ টেকনোলজির প্রস্তাব আনেন। মহারাষ্ট্র-মুম্বাই-পুনে রুটে এই প্রকল্পের অনুমতিও দেওয়া হয়েছে। ২০২০ সালের নভেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ৫০০ মিটার ট্র্যাকে হাইপারলুপের ট্রায়াল করা হয়। সেখানে ঘন্টায় ৩৮৭ কিমিরও বেশি গতি বেগে ছুটে ছিল এই ট্রেন। যদিও এই ট্রেনের সর্বোচ্চ গতি হতে পারে প্রতি ঘন্টায় ১০৮০ কিমি।