Afganistan News : রক্তাক্ত ‘কাবুলিওয়ালার দেশ’! দেখেনিন পর্যটকদের হাতছানি দেয় আফগানিস্তানের এমন ৫টি জায়গার ছবি

আফগানিস্তান এই নামটা শুনলেই আজ ভয়ে কেঁপে ওঠে গোটা পৃথিবী। ইতিমধ্যেই এই দেশের দখল নিয়েছে দুর্ধর্ষ জাতি তালিবানেরা। প্রশ্নের মুখে আফগানবাসীর বেঁচে থাকার অধিকার। ঘরের পর্দা সরালেই নজরে আসছে সশস্ত্র তালিবানেদের টহল। ইতিমধ্যেই মার্কিন বাহিনী আফগানিস্তান ছাড়ার পাঁচদিন আগে জোড়া আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠেছে কাবুল বিমানবন্দরের বাইরের এলাকা।এত দাঙ্গা, রক্ত, হানাহানি বোঝেনা পাহাড়ে, বিল, মিনারে মোড়া আফগানিস্তান। ওই হিংসার দমবন্ধকর পরিবেশ থেকে ছুটকারা পেতে কেউ যদি একটি বার এই ৫ টি জায়গার সামনে এসে দাঁড়ায় তবে নিমেষে সে যুদ্ধবাজ থেকে হয়ে উঠতে পারে একজন প্রেমিক।
জামের মিনার
পূর্ব আফগানিস্তানের বুকে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে এই ঐতিহ্যবাহী মিনার৷ সম্পূর্ণ পোড়া মাটি দিয়ে তৈরি ৬৫ মিটার উচ্চতা সম্পন্ন এই মিনার অবস্থিত হারি নদীর তীরে ঘোর রাজ্যের সাহরাক জেলায়।
এটি স্থাপিত হয়েছিল ১৯৯০ সালে।
পামির পাহাড়
আফগানিস্তানের অন্যতম সুন্দর জায়গা এই পামির পাহাড়। বিশ্বের নানান জায়গা থেকে পর্যটকেরা এই সৌন্দর্য উপভোগ করতে আসেন ‘কাবুলিওয়ালার দেশে’।
হেরাত ন্যাশনাল মিউজিয়াম
আফগানিস্তানে অবস্থিত হেরাত জাদুঘর ১৯২৫ সালে রাজা আমানুল্লার আদেশে তৈরি হয়েছিল। সারা বছর হাজার হাজার পর্যটকের ভীড় জমে এই ঐতিহাসিক জাদুঘরে।
শোনা যায় একসময় এই মিউজিয়াম ধ্বংস ও হয়ে গিয়েছিল পরে আফগান সরকার এর পুনর্নির্মাণ করে।
বামিয়ান বুদ্ধ মূর্তি
এই বুদ্ধমূর্তি ছিল বিশ্বের সবচেয়ে বড় বুদ্ধ মূর্তি গুলির মধ্যে অন্যতম। ২০০১ সালের মার্চ মাসে তালিবানদের হাতে ধ্বংস হবার আগে পর্যন্ত ষষ্ঠ শতাব্দীতে তৈরি প্রায় দেড় হাজার বছরের পুরনো এই ঐতিহাসিক মূর্তিদুটি মধ্য আফগানিস্তানের বামিয়ান উপত্যকায় সমুদ্রপৃষ্ঠ থেকে ২৫০০ মিটার বা ৮২০০ ফিট উচ্চতায় একটি পর্বতগাত্রে খোদাই করা অবস্থায় দাঁড়িয়েছিল।
ব্রোঘিল পাশ
ডুরান্ড লাইন সীমান্তের সাথে যুক্ত একটি উঁচু পর্বতমালা। এটি হিন্দু কুশ পর্বতমালাকে অতিক্রম করে আফগানিস্তানের বাদাখশান প্রদেশের ওয়াখন জেলাকে পাকিস্তানের চিত্রালের সঙ্গে সংযুক্ত করে।
এই পাস দেখতেও আফগানিস্তানে ভিড় করেন পর্যটকরা।
আরও পড়ুন : TRP list : বিকেল হলেই টিভির সামনে, জেনে নিন নতুন বছরের TRP তালিকার মন কেড়ে নেওয়া ধারাবাহিক