First Woman Engineer : পুরুষতান্ত্রিক সমাজে অনন্য দৃষ্টান্ত, প্রথা ভেঙে হয়েছিলেন স্বাধীন ভারতের প্রথম মহিলা ইঞ্জিনিয়ার!

স্বাধীনতা যে শুধু ব্রিটিশদের হাত থেকে ভারতীয়দের মুক্তি দিয়েছিল তা কিন্তু একেবারেই নয়। ১৯৪৭ সালে দেশ স্বাধীন হলে মহিলাদের ওপর জারি করা কিছু সমাজের বেড়াজাল ভেঙে গিয়েছিল। স্বাধীনতার (Independence) বছরেই মহিলাদের শিক্ষার প্রসার হয়েছিল ব্যাপকভাবে। মহিলাদের শিক্ষার সমস্ত রকম পথ খুলে দিয়েছিল সমকালীন ভারত সরকার। সেই বছরেই স্বাধীন ভারত পেয়েছিল তার প্রথম মহিলা ইঞ্জিনিয়ারকে (India’s First Woman Engineer)।

ইলা মজুমদারের স্বপ্ন দেখার প্রারম্ভ ( First Woman Engineer )

First Woman Engineer

এর আগে অনেক মেয়েরা পড়াশোনা করে অনেক বড় হবার স্বপ্ন দেখতেন। কিন্তু স্বপ্নটা স্বপ্নই থেকে যেত, বাস্তবে পরিণতি পেত না। তবে ১৯৪৭ সালে মেয়েদের জন্য শিক্ষার পথ খুলে দেবার পর বহু বাধা বিপত্তি কাটিয়ে শিবপুর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কলেজে (Shibpur Mechanical Engineering College) ভর্তি হন এক মহিলা। ইঞ্জিনিয়ারিং কলেজ ছাড়াও সুযোগ পেয়েছিলেন মেডিক্যাল কলেজে পড়ার। তবে ডাক্তারি ছেড়ে ইঞ্জিনিয়ার হবার স্বপ্নই ছিল তার চোখে।

ইলা মজুমদারের স্বপ্ন পূরণ

First Woman Engineer

পুরুষের ভিড়ে প্রথমবার এক মহিলা ভর্তি হয় ইঞ্জিনিয়ারিংয়ে। এরপর ইঞ্জিনিয়ারিং পাশও করলেন তিনি, পাশাপাশি চিরকালের জন্য ইতিহাসের পাতায় নাম উঠল তাঁর স্বাধীন ভারতের প্রথম মহিলা মেকানিক্যাল হিসাবে। নিশ্চই জানতে ইচ্ছা করছে কে সেই মহিলা! তিনি হলেন ইলা মজুমদার (Ila Majumder)।

গ্লাসগোতে গেলেন ইলা ( First Woman Engineer )

First Woman Engineer

 

১৯৪৭ সালে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়ে ১৯৫১ সালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্রাজুয়েশন করেন ইলা। তবে ইঞ্জিনিয়ার হলেও শিবপুরের প্রিন্সিপাল ভেবেছিলেন ভারত হয়তো তখন উপযুক্ত হয়নি মহিলা ইঞ্জিনিয়ারদের কাজের পক্ষে। সেই কারণে ইঞ্জিনিয়ারিংয়ের পর ট্রেনিংয়ের জন্য তিনি গেলেন গ্লাসগো।

প্রথম কাজ পেলেন ইলা (First Woman Engineer )

First Woman Engineer

 

ট্রেনিং শেষে ভারতে ফায়ার কাজ পেয়ে গেলেন দেরাদুনের একটি ফ্যাক্টরিতে। সেখানে একই মহিলা ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করেন ইলা।

কলকাতার প্রথম মহিলা পলিটেকনিক কলেজ তৈরী করেন ইলা (First Woman Engineer )

First Woman Engineer

এরপর ফ্যাক্টরির কাজ ছেড়ে যোগ দেন শিক্ষকতার কাজে। প্রথমে দিল্লি পলিটেকনিক তারপর কলকাতার কলকাতার ইনস্টিটিউট অফ জুট টেকনোলজিতে যোগ দেন লেকচারার হিসাবে। ভারতের প্রথম মহিলা ইঞ্জিনিয়ার হবার কারণে তিনি বুঝেছিলেন মেয়েদের স্বপ্নকে। একপ্রকার নিজেই উদ্যোগ নিয়ে তৈরী করেন কলকাতার প্রথম মহিলা পলিটেকনিক কলেজ। পুরুষসমাজে মহিলারাও যে করে দেখতে পারে সেটা ইলা মজুমদার দেখিয়ে দিযেছিলেন চোখে আঙ্গুল দিয়ে।

আরও পড়ুন : Cancer Patient : জন্মদিনেই মানবিকতার নজির, ক্যান্সার আক্রান্তকে নিজের মাথার সব চুল দিয়ে দিল এই কিশোরী




Leave a Reply

Back to top button