Kerala News : দরিদ্র মেয়েদের বিয়ের জন্য বিনামূল্যে বিয়ের পোশাকের ‘ব্যাঙ্ক’ বানালেন এক ব্যক্তি

কেরালার মালাপুরম জেলার থুথা নামের একটি প্রত্যন্ত গ্রামের এক বাসিন্দার অভিনব উদ্যোগ সারা ফেলেছে নেট দুনিয়ায়। সমর থুথা ‘ফুড ব্যাংক’, ‘বই ব্যাংক’ এর আদলে চালু করেছেন ‘পোশাক ব্যাঙ্ক'( kerala News )। তবে অভিনব এই জনসেবামূলক উদ্যোগ কিন্তু এর পাঁচটা চ্যারিটির মত নয়। এই পোশাক ব্যাঙ্কে শুধুই থাকবে মেয়েদের বিয়ের পোশাক বা যার পোশাকি নাম ‘ব্রাইডাল আউটফিটস’। মূলত দরিদ্র পরিবারের মেয়েরা যাদের বিয়ী জন্য আলাদা করে বিশেষ পরিধেয় কেনার ক্ষমতা নেই তাদের জন্যই এই বিশেষ উদ্যোগ।

নাসার অভিনব উদ্যোগ

Kerala News

নাসার এর এই উদ্যোগে মূলত মাত্র একবার ব্যবহার করা বিয়ের পোশাক, কারো দান করা বিয়ের পোশাক এই ধরণের বিয়ের পোশাক থাকে। অনেক মেয়ের জীবনের বিশেষ দিনের স্বপ্ন পূরণ করছে এই উদ্যোগ। কেরালা ছাড়িয়ে কর্ণাটক অবধি এই সব পোশাক বহু কনেকে সরবরাহ করা হয়েছে। এখনো অবধি ১৫৫ জন মহিলাকে এই পোশাক দেওয়া হয়েছে।

Kerala News

নাসার নতুনত্ব ভাবনার রহস্য

Kerala News

দেড় বছর আগে নাসার সৌদি আরব থেকে দেশে ফিরে আসে। এখানে এসে সে এই অভিনব ভাবনায় কাজ শুরু করে। নাসার এর কথায়, “আমি এখানে ফিরেই আগে গৃহহীন, দরিদ্র দের আশ্রয় দেওয়ার কাজ করতাম। পুনর্বাসনের এই কাজ করতে গিয়ে আমি লক্ষ করি যে এরম অনেক পরিবারের মেয়েদের বিয়েতেই অনেক আর্থিক সমস্যা দেখা দেয় কিংবা অনেক স্বপ্ন অপূর্ন থেকে যায়। সেই থেকেই এই ভাবনা।

Kerala News

নাসার এই কর্মকান্ডের পরিচিতি

Kerala News

প্রথমে নাসার ফেসবুক ও হোয়াটস আপের সাহায্য নিয়ে প্রচার চালায়। সেখানে সে সবাইকে তাদের বিয়ের পোশাক দান করতে অনুগ্রহ করে। নাসার বলেন, “এই উদ্যোগ প্রথম থেকেই সফলতা লাভ করে। অনেকেই তাদের বিয়ের পোশাক আমাকে অনুদান করতে আগ্রহ প্রকাশ করে। আমরা আমাদের বন্ধুদের ও কিছু চ্যারিটি সংগঠনের সাহায্যে এই সব পোশাক সংগ্রহ করে ড্রাই ক্লিনিং করার পর বিভিন্ন পরিবারের দরকারে তাদের দিয়ে দিই। আমরা কখনোই কোনো পোশাক ফেরত চাইনি।”

Kerala News

নাসার কাজের বিবরণ

Kerala News

সম্প্রতি থুথা শহরে নাসার তার এই পোশাক ব্যাঙ্কের জন্য একটি বাড়ি ভাড়া নিয়েছেন। যে কোনো স্থানের যে কেউ তাদের কাছে বিবাহের পোশাকের জন্য অনুরোধ করতে পারেন। এখানে ৩০০০ টাকা থেকে ৬০০০০ টাকা অবধি দামের পোশাক রয়েছে। কনে ও তার পরিবার নিজে এই ড্রেস ব্যাঙ্কে এসে পোশাক দেখে পছন্দ করে কিনতে পারে। এখানে সব ধর্মের বিয়ের অনুষ্ঠানের জন্যই পোশাক রয়েছে বলে জানান তিনি।

Kerala News

আরও পড়ুন : মানবিকতার নয়া নজির, ভুলে করে অ্যাকাউন্টে জমা পড়েছিল হাজার হাজার টাকা, ফিরিয়ে দিলেন অটো চালক

 




Leave a Reply

Back to top button