Rapper Dan Sur : গলা নয় চুল হয়ে ঝুলছে সোনার চেন! মেক্সিকোর গায়কের অদ্ভুত সাজে তাজ্জব নেটপাড়া

হালফিলে চুলের নানান আদব কায়দাই বেরিয়েছি। চুল সোজা করা, কোঁকড়া করা, বিভিন্ন রঙ করা, এসবই আজকাল দেখতে পাওয়া যায়( Rapper Dan Sur )। কিন্তু আপনি কি কখনো সোনার চুল দেখেছেন? কি ভাবছেন সোনালি রঙ করার চুলের কথা বলছি? আজ্ঞে না! মেক্সিকোর (Mexico) র‍্যাপার Dan Sur- এর মাথায় আক্ষরিক অর্থেই রয়েছে সোনার চুল (Golden hair) । তাও বিশ্বাস হচ্ছেনা? ভাবছেন তো এ কীভাবে সম্ভব? আসলে একটি প্রবাদ আছে না? পয়সা থাকলে সব সম্ভব।

মাথায় কি করেছেন Rapper Dan Sur

Rapper Dan Sur

মাথায় অর্থাৎ স্ক্যাল্পে যেখান থেকে চুল গজায় সেখানে অস্ত্রোপচার করিয়ে সোনার চেন লাগিয়েছেন মেক্সিকোর এই র‍্যাপার গায়ক।

Rapper Dan Sur

Rapper Dan Sur- এর নতুন লুক

Rapper Dan Sur

সম্প্রতি তার নতুন একটি মিউজিক ভিডিওতে এই অদ্ভুত রূপেই দেখা গিয়েছে তাকে। এই ভিডিও প্রকাশ্যে আসতেই হুহু করে ভাইরাল হয়ে পড়েছে।

Rapper Dan Sur

নেটিজেনদের কি প্রশ্ন Rapper Dan Sur-এর জন্য

Rapper Dan Sur

নেটিজেনদের প্রশ্ন, আদৌও ওই সোনার চুল আসল কিনা। এই সবের প্রশ্নের মিলেছে র‍্যাপারের কথাতেই। Dan Sur জানান, বছর ২৩- এর র‍্যাপারের যে সোনার প্রতি মারাত্মক ভালবাসা রয়েছে এবং তিনিই সভ্যতায় প্রথম যিনি মাথার তালুতে সোনার চেন অস্ত্রোপচার করে বসিয়ে সকলকেই চমকে দিয়েছেন।

Rapper Dan Sur

Rapper Dan Sur চুলের সাথে দাঁতও সোনা করিয়েছেন

Rapper Dan Sur

শুধু মাথায় সোনার চুল বসিয়েই ক্ষান্ত হননি Dan, জানা গিয়েছে তার দাঁত কটিও তিনি ইতিমধ্যেই বাঁধিয়ে ফেলেছেন সোনায়। র‌্যাপ গায়কদের অভিনব সাজপোশাক নিয়ে বিভিন্ন দেশেই চর্চা হয়ে থাকে।

Rapper Dan Sur

Rapper Dan Sur – এর মতন আর কে কে সোনার চুল করেছেন

Rapper Dan Sur

তবে ড্যানের মতো এর আগে কেউ মাথায় সোনার চেন ইমপ্লান্ট করেছে়ন বলে জানা যায়নি। এ সাজ তাঁরই প্রথম।

Rapper Dan Sur

আরও পড়ুন : Jalpaiguri Suicide case : বোর্ডের অঙ্ক মিললেও জীবনের অঙ্ক মিলল না সোমনাথের, ‘মা আই কুইট’ লিখে আত্মঘাতী কিশোর

 




Leave a Reply

Back to top button