World Record : মাথা যেন গগনচুম্বী, বিশ্বের সবচেয়ে লম্বা মহিলার শিরোপা ছিনিয়ে নিলেন এই বিদেশিনী

অন্য কিন্তু অন্যতম

World Recordচব্বিশ বছরের কোনো তরুণী অফিসের বোঝা কাঁধে তুলে নেন বা ইউনিভার্সিটি যান অথবা সংসার সামলান। কিন্তু, সারাক্ষণ দাঁড়িয়ে থাকেন কি! সমাজে এমন মানুষও থাকেন, যাঁরা তাদের নিজস্বতার জন্যই এক এবং অদ্বিতীয় ( World Record ) । সেই অদ্বিতীয় তরুণীর নাম রুমেসা গেল্গি।

বিরল রোগে আক্রান্ত

World Recordতুর্কির এই তরুণী এক বিরল জেনেটিক রোগ নিয়ে জন্মেছেন। উইভার সিন্ড্রোম নামে এই রোগটির ফলে অন্যান্য একাদিক অস্বাভাবিক রোগের দ্রুত বৃদ্ধি ঘটে চলেছে তাঁর শরীরে।

রোগ নিয়েই বিশ্ব জয়

World Recordযদিও এই রোগটি নিয়ে একদমই ভেঙ্গে পড়েননি গেল্গি। বরং, অস্বাভাবিকতার রোগ নিয়েই সম্প্রতি করে ফেলেছেন বিশ্ব রেকর্ড ( World Record ) । বিশ্বের উচ্চতম জীবিত মহিলার শিরোপা জুটেছে রুমেসার ভাগ্যেই। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসেও উঠেছে তার নাম। ইতিমধ্যেই গিনেস কর্তৃপক্ষ তাঁদের নিজস্ব ট্যুইটার হ্যান্ডেলে টুইট করে ওজানিয়েছেন এই নতুন রেকর্ডের খবর। বর্তমানে এই বিদেশি মহিলার উচ্চতা ৭ ফুট ৭ ইঞ্চি।

দৈনিক জীবনে সমস্যা

World Recordএদিকে দীর্ঘকায় হওয়ার কারণে বাস্তবিক জীবনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় গেল্গিকে। এমনকী হাঁটাচলার সময় হুইলচেয়ার অথবা হাঁটার সাহায্যকারী একটি ফ্রেমের মাধ্যমে চলাফেরা করেন তিনি। যদিও এই বিষয়ে তাঁর কোনও আক্ষেপ নেই। উল্টে দীর্ঘতম মহিলায় ( World Record ) হওয়ায় উচ্ছ্বাসের সুরই শোনা যায় তাঁর গলায়। এদিকে নতুন রেকর্ড অর্জন করার পরেই তাঁকে সম্বর্ধনা জানাতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে তিনি বলেন, “অস্বাভাবিকতা থাকাটা দুর্বলতা নয়, যেমন আপনারা ভাবেন। এটি আপনার জন্য সফলতার সিঁড়িও হয়ে উঠতে পারে।”

একটা নয় দু’খানা বিশ্ব রেকর্ড তাঁর পকেটে

World Recordযদিও, গেল্গির এটি দ্বিতীয় বিশ্ব রেকর্ড ( World Record ) । ২০১৪ সালে ১৮ বছর বয়সে সর্বোচ্চ লম্বা কিশোরী হিসেবেও প্রথমবার নিজের মুকুটে নয়া পালক জুড়েছেন তিনি। এদিকে রুমেইসা গেল্গির সাফ কথা অন্যান্য শারীরিকভাবে অক্ষমভাবে পিছিয়ে পড়া বা মানসিকভাবে দুর্বল ব্যক্তিদের সাহস যোগাবে তাঁর এই নয়া রেকর্ড ( World Record ) ।

জেতার লড়াই

World Recordমনের জোর থাকলে সমস্ত প্রতিবন্ধকতাকেই যে জয় করা যায় তাই যেন বারেবারে বলতে চাইলেন বিশ্বের সবথেকে দীর্ঘকায় মহিলা। এদিকে বর্তমানে বিশ্বের সর্বোচ্চ লম্বা পুরুষের রেকর্ড রয়েছে তুর্কির সুলতান কোসেনের কাছে। তাঁর উচ্চতা ৮ ফুট ২ ইঞ্চির কাছাকাছি। গেল্গিও খুব শীঘ্রই তাঁর সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন…….Viral: রেল লাইনে চলছে বাস, প্রযুক্তিতে ফের বিশ্বগুরুর শিরোপা তাঁদের ঝুলিতে




Leave a Reply

Back to top button