Worlds dirtiest man : টানা ৬৭ বছর স্নান করেই দিব্যি বেঁচে আছেন বিশ্বের সবথেকে নোংরা মানুষ দেখুন ছবি

হ্যাঁ একথা মানতেই হবে যে শীতকালে (Winter) কমবেশি সকলেই স্নান বাদ দেন( Worlds dirtiest man)। কিন্তু আপনি স্নান বাদ দিয়ে কতদিন থেকেছেন বড় জোর একদিন, দুদিন অথবা খুব বেশি হলে তিনদিন! কিন্তু আজ আপনাকে পরিচয় করাবো এমনই এক মানুষের সঙ্গে যিনি এক দুদিন নয় টানা ৬ দশক রয়েছেন স্নান না করে। কী অবাক হচ্ছেন তো?
কে এই Worlds dirtiest man
আজ্ঞে হ্যাঁ গল্প মনে হলেও এটাই সত্যি। ৮৭ বছরের বৃদ্ধ আমৌ হাজি (Amou Haji)। জানা যাচ্ছে টানা ৬৭ বছর স্নান করেননি এই বৃদ্ধ।
কোথায় থাকেন এই Worlds dirtiest man surviving
ইরানের কারমানশাহ প্রদেশের দেজগাহ বলে একটি গ্রামে বসবাস করেন এই বৃদ্ধ। তাকে দেখতে এখন অনেক বাইবেলের সেই মূসার মত লাগে যিনি চিমনির ভিতরে পড়ে গিয়েছিলেন।
কেন তিনি স্নান করেন না
সর্বদাই ছাই ভস্ম মেখে থাকেন তিনি। তার এই ৬ দশক স্নান না করার কারণ হল তিনি জলে ভয় পান। তিনি মনে করেন স্নান করলেই অসুস্থ হয়ে পড়বেন তিনি।
Amou Haji- এর খাদ্য তালিকা কি
শুধু স্নানের কারণে নয় বিশ্বের সবচেয়ে নোংরা মানুষ (Dirty Man) হিসেবে মনে করা হয় তাকে। তার খাদ্য তালিকায় থাকে মরা প্রাণী যেমন কর্কুপাইনের পচা মাংস। পশুদের মল জ্বালিয়ে ধূমপান করতে পছন্দ করেন তিনি।
আত্মরক্ষা করতে তিনি কি করেন
শত্রুদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য নয় শীতের সময় নিজেকে উষ্ণ রাখার জন্য তিনি যুদ্ধের শিরস্ত্রাণ বা হেলমেট পরিধান করেন।
কোথায় বসবাস এখন Amou Haji – এর
তিনি বেঁচে থাকার জন্য অস্বাভাবিক জায়গাগুলি খুঁজে পেয়েছেন, যেমন মাটির গর্তের মতো একটি কবর, খোলা পরিত্যক্ত ইঁটের খুপড়ি।
নিত্যদিনের কাজ
তিনি প্রতিদিন একটি বড় টিনের পাত্র থেকে ৫ লিটার জল পান করেন, এবং নিজের আগুনে পুড়িয়ে নিজের চুল ছাঁটাই করেন।
আরও পড়ুন : Love Marriage : লাভ বার্ডসদের জন্য সুখবর! অ্যারেঞ্জ নয় প্রেম বিবাহতেই বেশ আগ্রহী এযুগের বাবা-মায়েরা