First Tsunami : পেরিয়ে গেছে কোটি কোটি বছর, এক নজরে ‘বিশ্বের প্রথম সুনামি’

First Tsunamiআমাদের অর্থাৎ মানুষদের আসার অনেক অনেক লক্ষ বছর আগে থেকেই অস্তিত্ব রয়েছে পৃথিবীর। যার প্রমাণ স্বরূপ ঐতিহাসিক, বৈজ্ঞানিক থেকে শুরু করে ( First Tsunami ) প্রত্নতাত্ত্বিকরা বহুবার নানা উদাহরণ দেখিয়েছেন।

First Tsunamiমাটির নিচে থেকে বা গুহার মধ্যে থেকে উদ্ধার হওয়া শিলা লিপি থেকে জীবাশ্ম (Fossil) একাধিক এমন বস্তু রয়েছে যা লক্ষ লক্ষ বছর পুরোনো সভ্যতার কথা জানান দেয়। মানুষের উৎপত্তি থেকে শুরু করে অভিব্যক্তি সম্পর্কে জানতে এই জীবাশ্মগুলি অতন্ত্য গুরুত্বপূর্ণ।

First Tsunamiসম্প্রতি, জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের খানমোহ (Khanmoh) এলাকার ২৫২ মিলিয়ন বছরের পুরোনো গুরিউল গিরিখাতের ফসিল সাইটে পারমিয়ান-ট্রায়াসিক গণবিলুপ্তির (Permian-Triassic Mass Extinction Event) ঘটনাটি সংরক্ষণের জন্য একটি ( First Tsunami ) কর্মশালার আয়োজন করা হয়।

First Tsunamiসেদিন ওয়ার্কশপে রাখা হয়েছিল, ২৫০ মিলিয়ন বছরের পুরোনো জীবাশ্মগুলি। যার মধ্যে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল “বিশ্বের প্রথম সুনামি”-র ( First Tsunami ) প্রমাণ। পারমিয়ান-ট্রায়াসিক বিলুপ্তি বা এন্ড-পারমিয়ান বিলুপ্তি বা গ্রেট ডাইং নামে পরিচিত এই ঘটনাটি ২৫২ মিলিয়ন বছর আগে পারমিয়ান ও ট্রায়াসিক ভূতাত্ত্বিক যুগের সমসাময়িক। এই সময়কালটিকে প্যালিওজোয়িক ও মেসোজোয়িক ( First Tsunami ) যুগের মধ্যকার সময় হিসাবেও চিহ্নিত করা যায়।

First Tsunamiএটি এমন একটি জীববৈচিত্র্যের বিলুপ্তির ঘটনা যা বিশ্বের মানুষ আগে কখনো দেখেননি। ন্যাশনাল সায়েন্স অফ একাডেমির রিপোর্ট অনুযায়ী, সেই সময় প্রায় ৮৩% জেনেরা, ৮১% সামুদ্রিক প্রাণী এবং ৭০% শতাংশ স্থলের মেরুদন্ডী প্রাণী এবং অনেকাংশে পোলাপানের বিলুপ্তি ঘটেছিল।

First Tsunamiকাশ্মীরের গুরিউল গিরিখাদটি জীবাশ্মের এক বিশাল ভান্ডার। এটি ভূতাত্ত্বিকভাবে ভিহি জেলা নামে পরিচিত। এটিই বিশ্বের ( First Tsunami ) সার্বিক প্রাচীনতম সাইট। এখানেই বিশ্বের প্রথম সুনামির রেকর্ডটি জীবাশ্মরূপে সংরক্ষিত আছে। যা দেখার জন্য প্রতিবছর লক্ষ লক্ষ পর্যটকরা এসে থাকেন। পারমিয়ান-ট্রায়াসিক গণবিলুপ্তির ঘটনাটি রাভিনের পাথরে ভালোভাবে সংরক্ষিত রয়েছে।

First Tsunamiপ্রসঙ্গত, সংরক্ষণ কর্মশালা উপলক্ষে উপস্থিত ছিলেন স্থানীয় জেলা উন্নয়ন পরিষদের সদস্য আইজাজ হুসেইন। তিনি এই ধরণের উদ্যোগের জন্য সরকারকে ( First Tsunami ) ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি তিনি আরও জানান যে বিশ্বের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী এই স্থান যাতে আগামী প্রজন্মের কাছে আরো ভালো ভাবে তুলে ধরা যায় তার জন্য সরকারকে আরও ভালো করে কাজ করতে হবে।

আরও পড়ুন……Places with no sunset : যেথায় সূর্য যায়না অস্ত, থাকে শুধুই দিন! পৃথিবীর বুকের রয়েছে এমন ৬টি বিস্ময়কর

 




Leave a Reply

Back to top button