নয়া লুকেই মাত ‘পরম সুন্দরীর’, মনীশ মালহোত্রার নতুন ডিজাইনেই নজর কাড়ছেন কৃতি
গত কয়েকদিন যাবত সাফল্যের শীর্ষে রয়েছেন বলিউডের পরম সুন্দরী কৃতি শ্যানন (kriti sanon) । সম্প্রতি পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে করা কৃতির ‘মিমি’ ছবিটি চুড়ান্ত হিট হয় বক্স অফিসে। একের পরে একে হিট ছবিতে অভিনয় করে এই মুহূর্তে বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের তালিকায় নিজের জায়গা পাকা করে ফেলেছেন কৃতি। তার রূপের জাদুতে মুগ্ধ আট থেকে আশি। এবার এই রুপসীই আরও সুন্দর হয়ে উঠলেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার পোশাকে।
সম্প্রতি ডিজাইনারের নুরানিয়াত কালেকশনের পোশাকে নেটপাড়ায় একগুচ্ছ ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। মনীশ মালহোত্রার পোশাকে অভিনেত্রীর দিক থেকে যেন চোখ সরানোই যাচ্ছেনা।
ব্রাইডাল লেহেঙ্গা ,সিক্যুইন শাড়িতে মোহময়ী রূপে কৃতির একেরপর এক ছবি কাঁপিয়েচে সোশ্যাল মিডিয়া। ছবিতে দেখা যাচ্ছে ,ভারী সুতো জরির কাজ করা লাল লেহেঙ্গায় ব্রাইডাল লুকে হাজির হয়েছেন কৃতি।
হাতে তার লম্বা চুড়। কপালে নববধূর মতো চন্দনের টিপ্, নাকে বড় নথ এবং গলায় ভারী হীরের গহনা। মনীশ মালহোত্রার ডিজাইন করা এই সুন্দর লেহেঙ্গা যেন কৃতির সৌন্দর্যে আরও অন্য মাত্রা পেয়েছে।
মনীশ এর ডিজাইনের একটি পিচ রঙা সিক্যুইন শাড়িতেও দেখা গেচে কৃতিকে। যেখানে শাড়ির সাথে মানানসই টায়রা ,এবং মুক্তোর গহনাযা সেজেছেন কৃতি। এছাড়াও হালকা সোনালী রঙের একটি লেহেঙ্গা পরেছিলেন কৃতি। এই সাজেও অপূর্ব দেখিয়েছে কৃতিকে।