রামলীলা হোক বা ঢোলিরা, বানসালীর সব ছবিই উৎসবমুখর কেন

শীতের আমেজ শেষ না হতেই বসন্ত আমাদের মনে রং লাগিয়ে দিয়ে যায়। ঋতুর সাথে পরিবর্তন হয় মানুষের মন, মানুষের ভালো লাগা এবং সবচেয়ে গুরুত্বপূর্ন হয়ে ওঠে উৎসব। সাধারন মানুষেরা জীবনের সমস্ত দুঃখ, কষ্ট, বেদনা ভুলে শামিল হয় মহোৎসবে। কিন্তু এই উৎসব যখন রুপোলি পর্দায় আমরা পালিত হতে দেখি, তখন যেনো সেই উৎসব আরও কাছের হয়ে ওঠে আমাদের(Sanjay Leela Bhansali Films)। হিন্দি সিনেমায় বারংবার উৎসবের উপস্থিতি রাখা হয়, কিন্তু সঞ্জয় লীলা ভানসালির ছবি যেনো উৎসব ছাড়া বেরোঙিন।

আরও পড়ুন: এবার আচ্ছে দিন! রাজ্যের সরকারি দফতরে ২৫ হাজার শূন্যপদে মিলবে চাকরি

বিশেষ করে সঞ্জয় লীলা বানসালীর প্রায় সমস্ত ছবিতে বিশেষ গুরুত্ব পায় উৎসব। সম্প্রতি মুক্তি পাওয়া গাঙ্গুবাই কথিয়াওয়ারি ছবির ‘ঢোলিরা’ গানটি দর্শকদের মনে বসন্তের রং আগেই লাগিয়ে দিয়েছিল(Sanjay Leela Bhansali Films)। এই গানে আলিয়া ভাটের নাচ বিশেষ করে একটিই শটে অতক্ষণ ঘুরে ঘুরে রং ওড়ানোর দৃশ্য যেনো দর্শকদের মন জয়ের অন্যতম কারণ। এছাড়াও এই তালিকাটিতে নিজের জায়গা করে নিয়েছে রোমিও জুলিয়েটের হিন্দি সংস্করণ রণবীর সিং ও দীপিকা পাডুকোন অভিনীত রাম লীলা(Sanjay Leela Bhansali Films)। এই ছবিটিতে প্রথমবার কপোত কপোতীকে একসাথে অভিনয় করতে দেখা যায়। ছবিতে হোলির উৎসবের প্রেক্ষাপটেই দেখা হয় রাম এবং লীলার।

Sanjay Leela Bhansali Films

সঞ্জয় লীলা বানসালী বরাবরই উৎসবের মাধ্যমে মানুষের মনের অবস্থা ব্যক্ত করেছেন। গাঙ্গুবাই দীর্ঘদিন ধরে ভিতরে চেপে রাখা রাগ প্রকাশ করে হোলির মাধ্যমে ও অন্যদিকে রাম ও লীলার মধ্যে মধুর সম্পর্ক গড়ে ওঠে হোলির উৎসবের কারণেই। খুবই দক্ষতার সাথে চিত্রনাট্যের মধ্যে উৎসবের সংযোজন যেনো বানসালীর চেয়ে ভালো আর কেউ পারেনা। এছাড়াও শাহরুখ খান অভিনীত দেবদাস ছবিতে দুর্গাপুজোর প্রেক্ষাপটে পার্বতী (ঐশ্বর্য রাই) এবং চন্দ্রমুখী(মাধুরী দীক্ষিত)- কে একসাথে নাচের দৃশ্যে দেখতে পাওয়া এক অনন্য বার্তা বহন করেছে বলে মনে করে সিনেপ্রেমীরা(Sanjay Leela Bhansali Films)।

আরও পড়ুন: ধিক্কারজনক! টানা ৫ বছর ধরে দাদু-বাবা-দাদা-কাকার যৌন লালসার শিকার একরত্তি

রণবীর কাপুর ও সোনম কাপুরের প্রথম ছবি সাওয়ারিয়া ছবিতে ঈদের অনুষ্ঠানকে বিশেষ গুরুত্ব দিয়েছেন পরিচালক(Sanjay Leela Bhansali Films)। এছাড়াও অমিতাভ বচ্চন ও রানী মুখার্জী অভিনীত ব্ল্যাক, ঋত্বিক রোশন এবং ঐশ্বর্য রাই অভিনীত গুজারিশ ছবির মাধ্যমে তিনি সম্পর্কের টানাপোড়েন উপলব্ধি করিয়েছেন দর্শকদের(Sanjay Leela Bhansali Films)। আজকের দিনে দাড়িয়ে বানসালী হয়তো একমাত্র পরিচালক যিনি এখনও হিন্দি ছবির শিকড়কে ধরে রেখেছেন।




Leave a Reply

Back to top button