হিমাচল প্রদেশের শিমালায় মন্দির ধসে ৯ জনের মৃত্যু, সোলানে মৃত ৭
গত ২৪ ঘন্টার প্রবল বর্ষণেরষ ফলে ভূমিধস। মৃত্যু বাড়ছে হিমাচল প্রদেশে।

শুভঙ্কর, হিমাচল প্রদেশ : হিমাচল প্রদেশে আবার ধ্বংসলীলা চলাল বৃষ্টি। বেশ কয়েকদিন ধরেই এই পার্বত্য রাজ্যে ব্যাপক হারে বৃষ্টি হচ্ছে। অবিরাম বর্ষণে নদীর জলস্তর বেড়েছে। তার ফলে ভূমিধসের কারণে অনেকের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ যখন স্থানীয় মানুষদের উদ্ধারের কাজ চালাচ্ছে সেই সময় আকাশ ভেঙ্গে প্রবল বৃষ্টি শুরু হয়। এর ফলে সোলানে প্রায় সাতজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে শিমলায় একটি মন্দির ধস নামে সেখানে নয় জনের মৃত্যু হয়েছে। অনেকে আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
হিমাচল প্রদেশের শিমলা সামার হিলের শিব বাউদির কাছে ভূমিধসের কারণে একটি শিব মন্দির ভেঙ্গে পড়ে। সেই ঘটনায় অত্যন্ত নয়জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। আশঙ্কা করা হচ্ছে কম করে ২০জন সেখানে আটকে রয়েছেন। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু জানিয়েছেন, ঘটনাস্থল থেকে এখনও পর্যন্ত নয়টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পিটিআইকে ডেপুটি কমিশনার আদিত্য নেগি জানিয়েছেন সিমলায় ভূমিধসের দুটি ঘটনায় 15 থেকে 20 জন লোক চাপা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে উদ্ধার অভিযান চলছে। সিমলার এসপি সঞ্জীব কুমার গান্ধী জানান ভূমিধসসের ফলে একটি মন্দিরে ধস নেমেছে যার প্রভাব আশেপাশের বাড়িগুলোর উপরেও পড়েছে।
ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু এবং রাজ্যের মন্ত্রী বিক্রমাদিত্য সিং।আগের দিন হিমাচল প্রদেশের সোলানের কান্দাঘাট মহকুমার জাদন গ্রামে সাতজনের মৃত্যু হয়। সিএম সুখবিন্দর সিং সুখু মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন “আমরা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সব রকম সহায়তা করতে”। টুইটারে টুইট করে তিনি লিখেন, “গত ৪৮ ঘণ্টা ধরে হিমাচল প্রদেশে প্রবল বৃষ্টি চলছে। রাজ্যের বিভিন্ন অংশ থেকে ভূমিধস ও প্রবল বৃষ্টির খবর আসছে। আমি জনগণকে ঝুঁকিপূর্ণ এলাকাগুলি থেকে ও স্লাইডিং এবং জলাশয় থেকে দূরে থাকার জন্য অনুরোধ করছি”। প্রাকৃতিক দুর্যোগের জন্য রাজ্যে স্কুল ও কলেজ বন্ধ রাখার ঘোষণা করেছে হিমাচল প্রদেশ সরকার। এছাড়াও অনেকগুলি রাস্তাকে সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে বন্ধ করে দেওয়া হয়েছে।