বৃষ্টি আসছে! হাওয়া অফিসের পূর্বাভাসে স্বতীতে বঙ্গবাসী

প্রত্যুষা সরকার, কলকাতা: মে মাস শেষ হতে চলল তবুও গরম কমটেই চাইছে না। মাঝে মাঝে হালকা বৃষ্টি হলেও দিনের বেলা সূর্য্যের কাঠ ফাটা রোদে বেরতেই ভয় হয়। তবে গত কয়েক দিন সূর্যের তাপ বেশি না হলেও ভ্যাপসা গরমটা কিন্তু কাটছেই না। বাইরের আবহাওয়া আভাস দিচ্ছে হালকা নিম্নচাপের। দক্ষিণবঙ্গের রোজ সন্ধে বেলা হালকা বৃষ্টিপাত হলেও গরম কমার কোন লক্ষনই দেখা যাচ্ছে না। তবে এবার আবহাওয়া ( West Bengal weather report ) দপ্তর সূত্রে খবর, রাজ্যের আবারও বাড়তে পারে নিম্নচাপের প্রভাব।
পশ্চিমবঙ্গের বাইরে রাজস্থান থেকে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। যার ফলে জলীয়বাষ্প পূর্ণ বায়ু ঢুকছে রাজ্যে। আবার অন্যদিকে উত্তরবঙ্গে দক্ষিণ-পশ্চিম বাতাসের কারণে ঢুকছে জলীয়বাষ্প ( West Bengal weather report )। আর এই দুই দিক থেকে আসা জলীয়বাষ্পের কারণে উত্তর ও দক্ষিণবঙ্গে আগামী বেশ কয়েক দিন বৃষ্টি চলবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।
দক্ষিণবঙ্গে সঞ্চার হচ্ছে বজ্রগর্ভ মেঘের। যার ফলে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস ( West Bengal weather report ) দিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর থেকে জানিয়েছে, আগামী পাঁচ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-সহ গোটা রাজ্যেই তাপমাত্রা একই রকম থাকবে।
আরও পড়ুন – উর্বশির গোপন কেচ্ছা নেট দুনিয়ায়! সমালোচকদের পাল্টা দিলেন হট কুইন
তবে নিম্ন চাপের ফলে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ব্যাপারেও কোনও নিষেধাজ্ঞা বা সতর্কতা নেই ( West Bengal weather report )। অন্য দিকে, ইতিমধ্যেই বন্যাবিধ্বস্ত অসমের হোজাই জেলায় উদ্ধারকাজে নেমে পড়েছে সেনা। সেনা সূত্রে জানানো হয়েছে, সেনার দু’টি কলাম হোজাইতে উদ্ধারকাজ চালাচ্ছে।
আরও পড়ুন – ফের সুদীপের ছবির রিমেকের ঘোষণা! ভাইজানের পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে