প্রাণের মেয়ে! ইংরেজিতে ফেল করেও মায়ের কাছে কৃতি ছাত্রী, স্কুলের দোষ বলে অভিযোগ মায়ের

কিছুদিন আগেই প্রকাশ হয় উচ্চমাধ্যমিকের রেজাল্ট। যেখানে দেখা যায় যে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি বেশিরভাগ পড়ুয়া। তারজন্য আজ এরকম দুটি উর্দু এবং একটি হিন্দি মিডিয়াম স্কুলের ছাত্র ছাত্রীরা নেমেছিল রাস্তায়। তাদের পাশ করিয়ে দেওয়ার দাবি নিয়ে শুরু করেছে পথ অবরোধ। পড়ুয়াদের সরাসরি অভিযোগ যে অনেকেরই ফার্স্ট ডিভিশনের মার্কস রয়েছে। কিন্তু একটিমাত্র সাবজেক্টে কম নাম্বার হওয়ায় তারা ফেল করে গেছে।বিশেষ করে ইংরেজি বিষয়ে বেশিরভাগ পড়ুয়ার কম নাম্বার এসেছে বলে অভিযোগ।

img 20220613 215715

বিশেষ উল্লেখ্য এদের মধ্যে ৫৪ জন পাস করতে পারে না ইংরেজিতে। অকৃতকার্য প্রত্যেক ছাত্রীদের পাস করাতে হবে এই দাবি নিয়ে রানাঘাট-আড়ংঘাটা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় ছাত্র- ছাত্রীরা। একটি ভিডিওতে দেখা যাচ্ছে বিক্ষোভরত ছাত্রীর এক মা সাংবাদিকদের বলছে ‘ যে বাংলায় মেসেজ টাইপ করে সে ইংরেজিতে পাস করে গেল অথচ আমার মেয়ে পাস করল না কেন ‘ এই ভিডিও দেখে নেট মাধ্যমে উঠেছে হাসির রোল। অন্যদিকে আর এক ভিডিও ভাইরাল হয়েছে এর সাথেই। এক সাংবাদিকের করা একটি ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হতে শুরু করেছে নেটমাধ্যমে। সম্প্রতি ভাইরাল হওয়া ঐ ভিডিওটিতে দেখা গিয়েছে যে, একদল ছাত্রী রাস্তার ওপরে বসেই পরীক্ষায় পাশের জন্য দাবি তুলছিল। পাশাপাশি তাদের হাতে ছিল প্ল্যাকার্ডও। তারা অভিযোগ করে যে তাদেরকে ইংলিশে ফেল করিয়ে দেওয়া হয়েছে। ভিডিওটি তে দেখা গিয়েছে উচ্চ মাধ্যমিকে পাশের দাবিতে বিক্ষোভ জানাতে এসে একটি সাধারন বানান বলতে গিয়েই রীতিমতো ভিরমি খাচ্ছে এক পড়ুয়া। সাংবাদিক তাদের “Umbrella” বানানটি বলতে বলেন। সেখানেই হয় সমস্যা।নিজেদের মতো করেই অক্ষর সাজিয়ে বানান বলতে থাকে তারা। যা দেখে অবাক হয়ে যান সকলেই।

এছাড়াও ভিডিওটি এখন ঝড়ের বেগে ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে ইংরেজিতে পাশের দাবি জানিয়েই বিক্ষোভ সেখানে সামান্য একটি বানান বলতে গিয়ে ওই ছাত্রীদের যা অবস্থা হয়েছে তা দেখে রীতিমত হাসির ফোয়ারা ঝড়ছে নেটিজেনদের মধ্যে। এমনকি এই ভিডিওটি শেয়ার করে নিজেদের প্রতিক্রিয়াও জানাতে ভুলছেন না নেটিজেনরা।

 

 

 

 

 

 




Leave a Reply

Back to top button