JU Stories : যাদবপুরে পালন হবে ভ্যালেন্টাইন ডে! Boyfriend-Girlfriend ছাড়া প্রবেশ নিষিদ্ধ ফেস্টে

ফেব্রুয়ারি মাসে পা দেওয়ার সাথে সাথেই নাকে আসে প্রেমের সুগন্ধ। কারণ চলতি মাসের শুরুতেই একটা গোটা সপ্তাহ জুড়ে পালিত হয় প্রেম দিবস বা বলা চলে ভ্যালেন্টাইন ডে ( Boyfriend-Girlfriend ) । বর্তমানে এই পাশ্চাত্য সংস্কৃতিকে অনেকটাই আপন করে নিয়েছে নব প্রজন্ম। তবে শুধুই নব প্রজন্ম বলা ভুল, নবীনদের সঙ্গে কোথাও কোথাও দেখা মেলে প্রবীণদেরও। প্রেম নিবেদনের ক্ষেত্রে এই গোটা সপ্তাহ বিশেষভাবে, ১৪ তারিখ এই দিনটিকে আপন করেছে বহু মানুষ।

তবে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে যদি শোনেন আপনার কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পালিত হতে চলেছে অনুষ্ঠান তা হলে ব্যাপারটা কী রকম হয়? আবার কলেজ নোটিশে জানিয়ে দিয়েছে, সেই অনুষ্ঠানে সঙ্গে আনতে হবে আপনার Boyfriend কিংবা Girlfriend -কে। এসব পড়ে চক্ষু একেবারে চড়ক গাছ। মনে আসে একটা প্রশ্ন, শিক্ষাপ্রতিষ্ঠান আর ভ্যালেন্টাইন ডে? পালন হবে অনুষ্ঠান?

বলে রাখা ভালো, এই ঘটনা কিন্তু কোনও সুদূর বিদেশের কলেজের কিংবা বিশ্ববিদ্যালয়ে ঘটেনি। ঘটেছে যে নিজ রাজ্যের উল্লেখ্যযোগ্য বিশ্ববিদ্যালয়গুলির একটিতে। এদিন গোটা সামাজিক মাধ্যমে জুড়েই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি নোটিশ ভীষণভাবে ভাইরাল পড়ে। নোটিশে জানানো হয়েছে, “আগামী ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে ( Boyfriend-Girlfriend )  উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হতে চলেছে “ভ্যালেন্টাইন ডে ফেস্ট”। বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের সকল পড়ুয়াদের উদ্দেশ্যে আর্জি জানানো হয়েছে, নিজের ভ্যালেন্টাইনকে খুঁজে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার। সিঙ্গেল ছেলে-মেয়েদের ( Boyfriend-Girlfriend ) সেদিন বিশ্ববিদ্যালয়ে প্রবেশ নিষেধ। নিজের Boyfriend-Girlfriend -সহ নাম তালিকায় নথিভুক্ত করার শেষ সময় ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।” এই নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, “আপনার ভ্যালেন্টাইন যেকোনো বিভাগের যেকোনো বছরের হতে পারে।”

ইতিমধ্যে এই নোটিশকে ঘিরে শুরু হয়ে গিয়েছে এক নয়া তরজা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তরফে এই নোটিশকে সম্পূর্ণ ভুয়ো বলে অভিহিত করা হয়েছে। সামাজিক মাধ্যম থেকে নোটিশ সরানোর জন্য নেওয়া হয়েছে ব্যবস্থা। এছাড়াও, জারি করা হয়েছে একটি পাল্টা নির্দেশিকা। নির্দেশিকা মাধ্যমে ভাইরাল হয়ে পড়া সেই নোটিশকে ভুয়ো অভিহিত করে, সকলকে এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তরফে।

আরও পড়ুন…….Saraswati pujo 2022- সরস্বতী পুজোর আগে কুল? কুসংস্কার নাকি বিশ্বাস

প্রসঙ্গত, করোনার কামড় থেকে মুক্ত হয়ে রাজ্যে নতুন করে পথ চলা শুরু শিক্ষাপ্রতিষ্ঠানগুলির। চলতি মাসেই রাজ্য সরকার তরফে জারি করা হয়েছে, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার। সেই নির্দেশিকা মতোই রাজ্যে পুনরায় খুলে গিয়েছে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। এই পরিপ্রেক্ষিতে এই রকম একটি ভুয়ো নোটিশ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিতে আঘাত এনেছে গভীর ভাবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তরফে অজ্ঞাত পরিচয়ের ভিত্তিতেই দায়ের করা হয়েছে মামলা।




Leave a Reply

Back to top button