পারফিউমের বিজ্ঞাপনে গণধর্ষণের হুমকি! বিজ্ঞাপন বন্ধের দাবি নিয়ে সরব দিল্লি মহিলা কমিশন

বিজ্ঞাপন নিয়ে আবারও শুরু হল বিতর্ক। একটি পারফিউমের বিজ্ঞাপন নিয়ে সম্প্রতি শুরু হয়েছে সমালোচনা। একটি বহুল জনপ্রিয় পারফিউম প্রস্তুতকারক সংস্থার তৈরী দুটি বিজ্ঞাপন নিয়ে সরব হয়েছেন বিভিন্ন মহলের লোকজন। বিজ্ঞাপনটিতে নাকি ঠাট্টার ছলে ধর্ষণের ইঙ্গিত দেয়া হয়েছে অভিযোগ উঠছে সে নিয়ে। এবং ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের কাছে নোটিশ জারি করা হয়েছে বিজ্ঞাপনটিকে বাজার থেকে সরিয়ে নেওয়ার জন্য।
বিশেষভাবে উল্লেখ্য দিল্লির কমিশনের তরফ থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর কাছে এই বিজ্ঞাপনের বিরুদ্ধে নোটিশ দেওয়া হয়েছে এছাড়াও দিল্লির মহিলা কমিশন যত দ্রুত সম্ভব এই বিজ্ঞাপনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন তথ্য-সম্প্রচার মন্ত্রীর কাছে। দিল্লি পুলিশের তরফে বিজ্ঞাপনটির বিরুদ্ধে এফআইআর করার দাবিও তোলা হয়েছে ইতিমধ্যেই।
পাশাপাশি টুইটার ইউটিউব ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া মাধ্যম যেখানে এই বিজ্ঞাপনটি লঞ্চ করা হয়েছিল সেখান থেকে ডিলিট করা হয়েছে ইতিমধ্যে বিজ্ঞাপনটি। এছাড়াও টিভি চ্যানেলগুলোতে বিজ্ঞাপনটি দেখানো হচ্ছিল সেই টিভি চ্যানেলকে ইতিমধ্যেই বলা হয়েছে বিজ্ঞাপন সরিয়ে নেওয়ার কথা।এখন প্রশ্ন আসছে কী এমন ছিল বিজ্ঞাপনটিতে যে এত বড় পদক্ষেপ নিল সম্প্রচার মন্ত্রী-সহ দিল্লির মহিলা কমিশন। বলা হচ্ছে একটি বিজ্ঞাপনে দেখানো হচ্ছে একটি ছেলে ও একটি মেয়ে মেয়েকে সোফায় বসে আছে। হঠাৎই চার জন এসে তাদের জিজ্ঞাসা করে, ‘শট মারলে?’ উত্তরে প্রথম ছেলেটি বলে, ‘হ্যাঁ, মারলাম তো।’ এরপরেই চারজন ছেলে বলে ওঠে, ‘এবার আমাদের পালা!’
মেয়েটি স্বাভাবিক ভাবে ভয় পেয়ে গেলে দেখা যায় ছেলেগুলি ‘শট’ নামে একটি পারফিউমের কথা বলছিল। দ্বিতীয় বিজ্ঞাপনে দেখা যায়, চারজন ছেলে একটি মেয়ের উপরে লুকিয়ে নজর রাখছে। একজন বলে ওঠে, ‘আমরা চারজন, আর এ এক। শট কে মারবে?’ ভয় পেয়ে যায় মেয়েটি। এখানেও দেখা যায় ছেলেগুলো আসলে ‘শট’ নামে একটি পারফিউমের বোতলের কথাই বলছিল। দুটোজ্ঞাপনেই ঠাট্টার ছলে স্পষ্ট ধর্ষণের ইঙ্গিত দেওয়া বলে অভিযোগ উঠেছে সংস্থার বিরুদ্ধে। দিল্লির মহিলা কমিশনের প্রধান অভিযুক্ত পারফিউম প্রস্তুতকারক সংস্থার কঠিন শাস্তির আবেদন জানিয়েছেন দ্রুত ।