দুষ্কৃতীদের সামনে ‘দাবাং’ হয়ে হাজির রতন, সেই ভিডিও দেখে ফোন স্ত্রীর

সাম্প্রতিককালে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই জায়গায় রানাঘাট থানার পুলিশের সাহসিকতায় মুগ্ধ সকলে। রানাঘাট থানার পুলিশের প্রশংসা হচ্ছে সর্বোত্র।

শুভঙ্কর, রানাঘাট: তিনজন সশস্ত্র দুষ্কৃত, এলোপাথাড়ি গুলি ছুড়ে চলেছেন তারা। হাতে দোকান থেকে লুট করা ভর্তি সোনার ব্যাগ। ফাঁকা রাস্তাঘাট। লুটপাট করা সোনার গহনা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। সামনের দিক থেকেও গুলি ছুটে আসছে। এ যেন হিন্দি সিনেমার কোন শুটিং। না রিল লাইফ নয়। বাস্তবে এটাই ঘটেছে।

রাজ্য তথা দেশজুড়ে ছড়িয়ে পড়েছে রানাঘাট চাবিগেট সংলগ্ন সেনকো গোল্ডের শোরুমে ডাকাতির ঘটনা। দুপুর তিনটে পাঁচ নাগাদ এই শোরুমে ডাকাত পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত চলে আসে রানাঘাট থানার পুলিশ। দুষ্কৃতীরা গুলি ছুড়তে শুরু করলে আত্মপক্ষ সমর্থনে পাল্টা গুলি চালায় পুলিশ। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে ৫ থেকে ৭ রয়েছে। তার মধ্যে তিনজন ক্রমাগত গুলি ছুড়ে চলেছেন পুলিশের দিকে। তখনই ‘দাবাং’ রূপে হাজির হন রানাঘাট থানার এক এএসআই। রতন কুমার রায়। দুষ্কৃতীদের ধরতে তিনিও পাল্টা গুলি চালান। তাঁর করা গুলিতেই দুইজন অভিযুক্ত আহত হন। এরপর থেকেই রানাঘাট শহর জুড়ে চলছে তাঁর গুনগান। আদতে মুর্শিদাবাদের বাসিন্দা রতন কুমার দীর্ঘ ২৭ বছর ধরে পুলিশে চাকরি করছেন। তবে যতই হোক সশস্ত ডাকাত বাহিনীর সামনে পড়ে বুক কাঁপেনি তার? কি করে এতটা ঠান্ডা মাথায় অপারেশন চালালেন।

Ranaghat thana,West Bengal police,senco gold jewellers,senco gold jewellers robbery,ASI Ratan Kumar Roy

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি নিজেকে নিয়ে সবসময় খুব আত্মবিশ্বাসী। একজন পুলিশের কাজ কিভাবে করতে হয় তা আমি ভালোভাবেই জানি। পুলিশ হিসেবে আমার যেটা নৈতিক কর্তব্য সেটাই আমি পালন করেছি। আইসি স্যার আমাকে যা নির্দেশ দিয়েছিলেন আমি সেটাই পালন করেছি”। মিনিটে মিনিটে শুভেচ্ছা বার্তা আসছে তাঁর কাছে। এই বিষয়ে তিনি বলেন, “ কালকের পর থেকে অনেকেই আমার প্রশংসা করছেন। ভালো কাজের জন্য প্রশংসা পেতে কার না ভালো লাগে। পুলিশ ডিপার্টমেন্টের কাছে এটা একটা বড় সাফল্য”। তার দুঃসাহসিক কাজের ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সব জায়গায়। এই ভিডিও দেখে বাড়ির লোক ভয় পায়নি? জিজ্ঞাসা করলে তিনি বলেন, “ ছেলে আমার ভিডিও দেখে ভয় পেয়ে গিয়েছিল। আমার স্ত্রীও ঘাবড়ে যান। তবে এখন খুশি”। ডাকাত ধরতে স্থানীয় বাসিন্দারা সাহায্য করায় তাদেরকেও ধন্যবাদ দেন তিনি। রতন বাবু বলেন, “ রানাঘাটের মানুষকে বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই তারা আমাদের এই কাজ করতে অনেক সাহায্য করেছে”।




Leave a Reply

Back to top button