Madan Mitra : হুকো হাতে মদনের সঙ্গে ঘনিষ্ট অবস্থায় বসে এক যুবতী, স্যান্ডির পোস্টে তুমুল হইচই নেটপাড়ায়

বর্তমানে ইন্টারনেটের জেরে সব কিছুই হয়ে উঠেছে হাতের মুঠোয়। আর এই ইন্টারনেটের হাত ধরেই মানুষের সাথে পরিচয় হয়েছে সামাজিক মাধ্যমের ( Madan Mitra ) । দিন প্রতি দিন মানুষের মাঝে বেড়ে চলেছে সামাজিক মাধ্যমের গ্রহণযোগ্যতা আর সেই সঙ্গেই তাল মিলিয়ে বর্তমানে নানা চর্চার স্থল হয়ে উঠেছে সামাজিক মাধ্যম।
এই সামাজিক মাধ্যমে বছরের প্রায় অধিকাংশ দিনই চর্চার মধ্যে থাকে তৃণমূল নেতা মদন মিত্র ( Madan Mitra ) । তরুণ প্রজন্মের মিম থেকে শুরু করে নানা প্রকার হাসির কনটেন্টের একটা বড় জায়গা দখল করেছে এই তৃণমূল নেতা। এদিন নেটপাড়ায় আবার নতুন জল্পনার মুখে মদন ( Madan Mitra ) ।
আরও পড়ুন……..Madan Mitra-Didi No.1: দিদি নং ওয়ানে সস্ত্রীক হাজির মদন মিত্র , মঞ্চ ভাগ করলেন বাবুল সুপ্রিয়
বিখ্যাত কনটেন্ট ক্রিয়েটর স্যান্ডি সাহা এদিন ফেসবুকে একটি পোস্ট করে। কিছুক্ষণের মধ্যেই সেই পোস্ট ঘিরে শুরু হয়ে যায় তর্ক-বিতর্ক, জল্পনা। সেই পোস্টে দেখা যায়, একটি অল্প বয়সী যুবতীর সঙ্গে বেশ ঘনিষ্টভাবেই বসে রয়েছে তৃণমূল নেতা মদন মিত্র ( Madan Mitra ) । তবে এই ছবি সত্যতা যাচাই করেনি দ্যা বেঙ্গলি ক্রোনিক্যাল।
তার এই ছবি সামাজিক মাধ্যমে পোস্ট হওয়ার পরই শুরু হয়ে গিয়েছে জল্পনা। নতুন করে হাসির খোরাক হয়ে উঠেছে এই তৃণমূল নেতা। উল্লেখ্য, অধিকাংশ সময়ই তরুণ প্রজন্মের কাছে একজন মজাদার নেতা হিসেবে পরিচিত মদন মিত্র ( Madan Mitra ) । তার ফেসবুক লাইভ ঘিরে মাঝে মধ্যেই দেখা যায় নানা তর্ক-বিতর্ক, জল্পনা ও মিম। ইতিমধ্যে এই ছবি নেটপাড়ায় প্রকাশ হওয়ার পরই এক নতুন জল্পনাকে না চাইতেই উস্কে দিল মদন মিত্র ( Madan Mitra ) ।
প্রসঙ্গত, এদিন মদন মিত্র ও তাঁর ছেলেকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসেন। মদন ( Madan Mitra ) পুত্রবধূ স্বাতী রায়। নিজের ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করে তিনি অভিযোগ করেন, শারীরিক ও মানসিক নির্যাতনের। তাঁর অভিযোগ, “বিয়ের কয়েক মাস পরেই বেরিয়ে পড়ে স্বামীর আসল চিত্র। জানতে পারি স্বামী তথা মদন ( Madan Mitra ) পুত্র স্বরূপ মিত্র মানসিকভাবে অসুস্থ মুঠোমুঠো ঘুমের ওষুধ ও মদ্যপান করেন।” পাশাপাশি তিনি এও জানান, “তাঁকে দিনের পর দিন মারধর করতেন তাঁর স্বামী। প্রথমটায় শ্বশুর-শাশুড়ি বাঁধা দিলেও কোনও লাভ হয়নি। তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের মদনের ( Madan Mitra ) পরিবার তরফে হুমকি দেওয়া হয়েছে বলেও জানান স্বাতী।”